DIY - এসো নিজে করি : আর্ট সরঞ্জামের মান্ডালা চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি আর্ট সরঞ্জামের মান্ডালা চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

271608780_454528726331462_3213435073455711805_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে কিছু ছোট ও বড় করঙের বোতল, পেন্সিল দানি এবং তুলি ব্রাশের দানি অঙ্কন করলাম।

271792259_293719046134502_7484759501646822205_n.jpg271532895_492991978827495_8276594362468768585_n.jpg

ধাপ - 2

এরপর আমি তুলি ব্রাশ দানিতে তুলি ব্রাশের স্টিক গুলো অঙ্কন করলাম। এবং রং এর বোতলের পাশে পরে থাকা একটি পেন্সিল অঙ্কন করলাম।


271592134_642753480261108_6233453739252488344_n(1).jpg


ধাপ - 3

এরপর তুলি ব্রাশের স্টিক গুলোর উপর তুলি অংকন করলাম। এবং পেন্সিল দানিতে কয়েকটি পেন্সিল অংঙ্কন করলাম। এবং আরো কিছু রঙের বোতল অঙ্কন করলাম।


271739706_653854392422700_1290566577889728511_n.jpg


ধাপ - 4

এরপর আমি পেন্সিল এর সাহায্যে অঙ্কিত পুরো চিত্রাঙ্কন টি গাঢ় কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম। এবং পেন্সিল দানির পেন্সিল গুলোতে কিছু মান্ডালা ডিজাইন সম্পন্ন করলাম।

271486091_4946173145404394_3511801858841315695_n.jpg271518660_468716524660350_786056462807887907_n.jpg

ধাপ - 5

এরপর কয়েকটি রঙের ছোট-বড় বোতলেও মান্ডালা ডিজাইন সম্পন্ন করলাম। এবং একটি তুলি ব্রাশের স্টিকেও কিছু মান্ডালা ডিজাইন করলাম।


271443785_354101376134104_8622994638329590631_n.jpg


ধাপ - 6

এরপর তুলি ব্রাশ দানিতে রাখা তুলি ব্রাশ গুলোতে ভালোভাবে মান্ডালা ডিজাইন সম্পন্ন করলাম।

271539812_1317474068753699_34612050223117093_n.jpg271493925_357744046063300_7731684986751894351_n.jpg

ধাপ - 7

এরপর আমি তুলি ব্রাশ দানির উপর কিছু মান্ডালাডিজাইন করলাম। এবং আরেকটি রংয়ের বোতলেও মান্ডালা ডিজাইন সম্পন্ন করলাম।


271793667_180564587601889_4050460606357880267_n.jpg


ধাপ - 8

এরপর পেন্সিল এর সাহায্যে চিত্রাংকন এর মধ্যে হালকা আবছায়া দেওয়ার চেষ্টা করলাম যেখানে প্রয়োজন ছিল। এরপর প্রত্যেকটি জিনিসের নিচে হালকা ছায়া দিয়ে দিলাম যাতে মনে হয় এগুলো একটি টেবিলের উপরে রাখা। এবং আবারো পেন্সিল এর সাহায্যে পিছনে হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম।
এভাবেই আমি আমার পুরো চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

271479885_459479058972229_6877467043922334841_n.jpg271493860_4819778738116990_4864845022758775010_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
271608780_454528726331462_3213435073455711805_n.jpg271531619_217225957182380_1475444511191255066_n.jpg
270085811_1138891810214300_285454363287860447_n.jpg271713617_683334979713098_17637379297041459_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 13 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার প্রত্যেকটি আর্ট অসাধারণ হয়ে থাকে।খুবই দক্ষ আর নিপুণতার সাথে খুব সুন্দর ভাবে আপনি আপনার আর্ট গুলো ফুটিয়ে তুলেন।আর আজকের আর্ট টিও অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে উপস্থাপন ও করেছেন ধাপে ধাপে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি কমেন্টের জন্য। সত্যিই ভালো কাজ করার জন্য মাঝে মাঝে অনেক অনুপ্রেরণা এবং উৎসাহের প্রয়োজন হয় যা আপনাদের কমেন্ট গুলো থেকে আমি পেয়ে থাকি।

 3 years ago 

চিত্রাঙ্কনের সরঞ্জামের মান্ডালা আর্ট সুন্দর হয়েছে। আর্ট টি করতে বেশ সময় লেগেছে। কঠিন কাজ। তবে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আপনি বরাবরই ভাল অঙ্কন করে থাকেন। আজকে আর্ট সরঞ্জামের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লাগলো। অনেক দক্ষতার সহিত এগুলো আপনি অঙ্কন করেছেন। মনে হচ্ছে একদম বাস্তবে রাখা আছে আপু। দারুন ছিল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে সব সময় আমার দক্ষতার সাথে আপনাদের সাথে সুন্দর আর্ট গুলো শেয়ার করতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার আর্ট সব সময়ই অসাধারণ হয় আপু। এক কথায় আমি মুগ্ধ হয়ে যাই দেখে। তেমন এই আর্টটি দেখেও আমি মুগ্ধ। অসম্ভব সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

  • আপনার তুলনা হয় না। আপনার আর্টের সবকিছুই খুবই দুর্দান্ত। আর্ট সরঞ্জামের মান্ডালা চিত্রাংকন খুবই দক্ষতার সহিত করেছেন। অনেক সময় দিতে হয়েছে আপনাকে। মেন্ডেলা মুকুট করতে খুবই ধৈর্যের প্রয়োজন হয়। আর তা আপনার অবশ্যই আছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন যেকোনো মান্ডালা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যিই আজকে অসাধারণ একটা ম্যান্ডেলা অঙ্কন করেছেন। রং করার সরঞ্জাম এর ম্যান্ডেলা আসলেই অসাধারণ দেখাচ্ছে। রং করার সময় এই সব কিছু খুবই প্রয়োজন হয়। সেজন্য আপনার ম্যান্ডেলা টা আমার কাছে অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে রং করার সরঞ্জাম এর ম্যান্ডেলা অঙ্কন করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। সত্যি এই কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে আমার কাজের প্রতি। দোয়া করবেন যাতে সব সময় আপনাদের কি সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। আর এভাবেই ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন।অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার ম্যান্ডেলার আর্ট সরঞ্জামের চিত্র অংকন টি। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এতো নিখুত ভাবে করছেন যে আমি অবাক হয়ে গেলাম৷ আপনার শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আর্ট সরঞ্জামের মান্ডালা চিত্রাংকন বেশ ভালোই হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু আপনার হাতের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। সত্যি এই কমেন্ট গুলো আমার কাজের প্রতি তাগিদ আরও বাড়িয়ে দেয়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার আর্ট সরঞ্জামের মান্ডালা চিত্রাংকন দেখে খুব ভালো লাগলো। একদম নিঁখুত আর্ট৷ স্টেপ বাই স্টেপ আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করছেন। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশা করছি পরবর্তীতেও আমি আপনাদের ভাল ভাল কাজ দিয়ে মুগ্ধ করতে পারব। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

খুব ইউনিক একটি মেন্ডেলা এঁকেছেন আপনি আজকে আপু। অনেক বড় একটি প্রজেক্ট করেছেন। দেখেই বুঝতে পারছি অনেক সময় এবং ধৈর্য নিয়ে চিত্রটি এঁকেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে মেন্ডেলাটি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু ।

 3 years ago 

জি ভাইয়া এই আর্ট টি করতে অনেক সময় লেগেছে আমায়। এবং ধৈর্যের ও প্রয়োজন হয়েছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22