DIY - চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
❤️হ্যালো খাদ্যপ্রেমীরা ❤️
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। রান্না করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের কিছু রান্না করার পদ্ধতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যাতে সবাই আমার মত করে রান্না করতে পারে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি করতে হয়। আমি সব কিছু বিবরণ দিয়ে দিয়েছি কিভাবে আমি রান্না করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার রান্না ভালো লাগবে।

উপকরণ :
- পাস্তা
- মুরগির মাংস
- গাজর
- কাঁচা মরিচ
- মরিচের গুঁড়া
- রসুন বাটা
- আদা বাটা
- সয়া সস
- লবণ
- মাখন
- চিজ
- চিলি ফ্লেক্স
- দুধ
- ময়দা
প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি, সয়াবিন তেল এবং লবণ দিয়ে দিলাম।এরপর পানি ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে পাস্তা দিয়ে দিলাম এবং ১০ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম।এরপর একটি ছাঁকনির সাহায্যে পাস্তার পানি ঝরিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর মুরগির মাংস গুলোকে সয়া সস, মরিচের গুঁড়া,কাঁচা মরিচ, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর একটি ফ্রাইপেনে সোয়াবিন তেল গরম করে নিয়ে, এর মধ্যে মাখিয়ে রাখা মুরগির মাংস গুলো ভালোভাবে ভেজে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর মুরগির মাংস গুলো তুলে নিলাম। এবং ওই একই ফ্রাইপেনে মাখন দিয়ে দিলাম। সেই সাথে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবং ভালোভাবে নেড়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর এরমধ্যে দুধ দিয়ে দিলাম। এবং সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপর গাজর দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এরপর ভেজে রাখা মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। এবং চিলি ফ্লেক্স, লবণ ও চিজ দিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
এগুলো সব ভালোভাবে মেশানো হয়ে গেলে, এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তা গুলো দিয়ে দিলাম। এবং সবকিছু দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবং এভাবেইপ্রস্তুত হয়ে গেল আমার আজকের রেসিপি "হোয়াইট সস চিজ পাস্তা"।
![]() | ![]() |
---|
চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি :
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন ০5, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
ওয়াও আপু আপনার পাস্তা রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে করে কখনও পাস্তা খাওয়া হয়নি। আপনার কাছ থেকে নতুনভাবে শিখে নিলাম। আপনাকে ধন্যবাদ আপু চিকেন চিজ পাস্তা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
😋😋😋 দেখে তো চোখ বাইরে বেরিয়ে এলো।আফসোস,শুধু কমেন্ট করেই থেমে যেতে হয়।খেতে পারিনা☹️।
আইটেম নির্বাচন এবং উপস্থাপনা সুন্দর ছিল আপু।শুভ কামনা জানাই 😍
এই রাত করে পাস্তা রেসিপি দেখে খুব লোভ হচ্ছে দেখেই জিভে জল চলে আসলো খেতে খুব সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই। এই রাত করে লোভ দেখিয়ে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করা মোটেও ঠিক হয়নি। আমাদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল। অথবা একটি সতর্ক বানী করার দরকার ছিল।
আপু দেখেইনবপশ লোভ লাগছে। কি মজা করে পাস্তা রান্না করেছেন।আমি আগে পাস্তা খেতে পারতাম না।এখন বেশ ভালো লাগে খেতে।ছবি দেখেই মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
হোয়াইট সস পাস্তা বরাবরই আমার কাছে খুবই পছন্দের, রেস্টুরেন্টে কখনো পাস্তা খেলে আমি হোয়াইট সস পাস্তা খাই। আপনার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপিটি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। আপনার উপস্থাপনা এবং পরিবেশনা আমার কাছে সব সময়ই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।
চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি দেখে তো জিভে জল চলে আসলো। এত চমৎকার রেসিপি কিভাবে করলেন আপনার রেসিপি সবসময় অনেক চমৎকার হয়। রন্ধনপ্রণালী থেকে শুরু করে উপস্থাপনের সহ সব আমার কাছে অনেক ভালো লাগে। দুর্দান্ত এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
চিকেন বিজি হোয়াইট সস পাস্তা রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে আপু। রেসিপির নাম শুনে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অল্প সময়ে তৈরি নাস্তা রেসিপি দেখে নিজের খেতে অনেক ইচ্ছে করছে আপু । নুডুলস এর মত আমার কাছে অনেক ভালো লাগে।
ওয়াও আপু আপনার পাস্তার রেসিপি টি সত্যি ইউনিক হয়েছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। এত লোভনীয় দেখাচ্ছে যে দেখে লোভ সামলানো যাচ্ছে না। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। প্রতিটি ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই আপনার রন্ধনপ্রণালী বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অসাধারণ হয়েছে আপনার পাস্তার রেসিপিটি। আমি রেসিপিটি দেখছিলাম আর হিসাব করছিলাম কোন কোন উপকরণগুলো বাসায় আছে আর কোন গুলো কিনতে হবে। খেয়াল করে দেখলাম গাজর ছাড়া সবই বাসায় আছে। পাস্তা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আপনার এই পাস্তা দেখেই মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে। চমৎকার হয়েছে রেসিপিটি। ধন্যবাদ আপনাকে।