একটি আহত পুতুলের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি আহত পুতুলের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

300770969_1221515298686313_4252764619054029400_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে পুতুলের মুখমন্ডলের অভয় অঙ্কন করে নিলাম।এরপর পুতুল এর কান,নাক, চোখ ও ঠোঁট অঙ্কন করে নিলাম।

300714341_546759757140142_6240762650306244819_n.jpg300637925_779019799813434_6413726367018879887_n.jpg

ধাপ - 2

এরপর পুতুলের একটি চোখ নষ্ট বোঝানোর জন্য চোখের উপর ব্যান্ডেজ অঙ্কন করে নিলাম। দুটি হাত এবং তার শরীরের কিছু অংশ অঙ্কন করে নিলাম। এরপর পুতুলটি বসে আছে এমনটা বোঝানোর জন্য দুপাশে দুটি পা অংকন করে।

300637416_844150396489697_1109220184997563341_n.jpg301390775_1131176807775811_5224189706011786716_n.jpg

ধাপ - 3

এরপর পুতুলটির বিভিন্ন ফাটা জায়গা বোঝানোর জন্য। তার মুখমণ্ডল এবং শরীরে কতগুলো আঘাতের দাগ অঙ্কন করে নিলাম।
এরপর মার্কার পেনের সাহায্যে পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি গাঢ় কালো করতে শুরু করলাম। এবং ফাটা জায়গায় গুলোতে সেলাই করা হয়েছে এমন ভাবে অঙ্কন করে নিলাম।

301387577_1422186924969265_2644399788540877258_n.jpg300860400_590837999233285_1145778423030151294_n.jpg

ধাপ - 4

এরপর পুরো চিত্রাঙ্কন টি গাঢ় কালো করা সম্পন্ন করলাম। এরপর পুতুলটির নিচে ছায়া দেওয়ার জন্য পেন্সিলের সাহায্যে ছায়ার অবয়ব অঙ্কন করে নিলাম।


300501146_606027457774669_8009878567839276659_n.jpg


ধাপ - 5

এরপর একটি গাঢ় পেন্সিলের সাহায্যে শরীরের পুরো অংশ গাঢ় করে নিলাম। কিছু জায়গা হালকা এবং কিছু জায়গা অনেক গাঢ় করে নিলাম। এতে করে পুতুলটা কিছুটা বাস্তবিক রূপ পেয়েছে। সবশেষে ছায়াটুকু গাঢ় করে নিলাম।
এবং এভাবেই আমি আমার চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।

301549154_1929224930606081_1011844087159744143_n.jpg300842560_5643466165693048_6072692069373838197_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
300770969_1221515298686313_4252764619054029400_n.jpg300574323_752896369297935_5702184224530308763_n.jpg
300774008_620032766294890_4518694393028479727_n.jpg301073726_412967327389138_8094945224359411080_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং আগস্ট 27, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো যেমন তেমন করে অংকন করা। কিন্তু পরে দেখি না পুতুলটা আহত এটার থিমই এমন। চমৎকার হয়েছে আপু আপনার আহত পুতুলের আর্টটা। অনেক সুন্দর। আপনার আর্টগুলো সবসময় ভালো হয়। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

পুতুলটা তো দেখছি মারাত্মকভাবে আহত হয়েছে।। যতদ্রুত সম্ভব একে ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে ভর্তি করার দরকার।। মনে হচ্ছে না আপনার দেওয়া প্রাথমিক চিকিৎসায় তার বেঁচে ওঠা সম্ভব না 🤪🤪🤪।।
যাহোক মজা করলাম চিত্রটা কিন্তু অনেক সুন্দরভাবে এঁকেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।।

 2 years ago 

ঠিকাছে ভাইয়া যত দ্রুত সম্ভব ভর্তি করাচ্ছি।হিহিহি। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। খুবই ভালো লাগলো মজাদার কমেন্টটি পড়ে। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ঠিক আছে ভর্তি করান হাসপাতালে আর যদি রক্তের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি রক্ত দিতে সদা প্রস্তুত।।

 2 years ago 

একটি আহত পুতুলের চিত্রাংকন করেছেন আপনি। দেখে মনে হচ্ছে পুতুল টি গুরুতর আহত হয়েছে। এত গুরুতর ভাবে আহত হল কিভাবে। ইমার্জেন্সি তে ভর্তি করানো দরকার।😁। আপনার আর্ট টি অনেক ইউনিক ছিল। এত সুন্দর এবং ইউনিক আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক ধরেছেন পুতুলটি গুরুতর আহত হয়েছে।তাই দেখতেই তো পাচ্ছেন আমি প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আমার আর্ট এর এত সুন্দর করে প্রশংসা করার জন্য। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

পেন্সিল ও মার্কারি পেন ব্যবহার করে তুমি আসবে আমাদের মাঝে অনেক সুন্দর একটি আহত পুতুলের চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পুতুলের চিত্রাংকন দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পুতুলটা গুরুতর আহত হয়েছে আমার কাছে মনে হয় কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি করলেই হবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করবো সবসময় এমন সুন্দর ও ব্যতিক্রম চিত্রাংকন শেয়ার করে আপনাদেরকে মুগ্ধ করার। আশা করছি আপনারাও সব সময় এমন সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন। ভাইয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আমার বাসা থেকে অনেক দূর। তাই চেষ্টা করবো বাসার আশেপাশে কোথাও ভর্তি করার।

 2 years ago 

খুবই চমৎকার একটি আহত পুতুলের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সচরাচর এরকম চিত্র আমি কোন ভৌতিক সিনেমায় দেখেছিলাম। এটা দেখে সেদিনের সেই ভৌতিক সিনেমার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের পুতুল ভৌতিক সিনেমায় ব্যবহার করা হয়। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার কমেন্টগুলো বরাবরই আমাকে অনেক বেশি উৎসাহিত করে। প্রতিনিয়ত আমাকে এমন অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ থাকব ভাইয়া।

 2 years ago 

হায় হায় আপু পুতুলটি আহত হল কিভাবে নিশ্চয়ই কোথাও থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর এতটা আহত হয়েছে হাহাহা। আসলে আপু ঠিক আহত হলে যেমনটা হতো তেমন চিত্র আপনি এঁকেছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আপনি। আপনার সব ধরনের আর্ট আমার কাছে সবসময়ই ভালো লাগে। তাই আজ আর নতুন করে কিছুই বলবো না শুধু বলবো জাস্ট অসাধারণ।

 2 years ago 

এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছ থেকে এমন প্রশংসা শুনতে খুব ভালই লাগে। আর আপনি যে আমার আর্ট খুব পছন্দ করেন সেটা আমি আগেও আপনার মন্তব্য পড়েই বুঝতে পেরেছিলাম। এভাবেই পাশে থাকবেন আপু।অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

সেইপের দিক থেকে মি. বিনের পুতুলের সাথে তুলনা করা যায়।
খুবই ভালো ছিল আপুমণি।আপনার নিপুণতা তারিফের যোগ্য।ফটোগ্রাফিও কিলিং ছিল।শুভ কামনা রইলো💛🧡

 2 years ago 

মানতেই হবে আপনার দক্ষতা রয়েছে অংকনের। বেশ নিখুঁত প্রচেষ্টার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই আহত পুতুলের ছবিটি। দারুন 👌 এককথায়।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করব আমার দক্ষতা আপনাদের মাঝে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার।আর আপনাদের এমন‌ সুন্দর মন্তব্য আমার পাশে থাকলে, আমি অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো।

 2 years ago 

আহত পুতুলের চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন, অসাধারণ ছিল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটি আহত পুতুলের চিত্র অংকন তৈরি করেছেন। সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59446.26
ETH 2613.63
USDT 1.00
SBD 2.41