DIY - এই ঈদে আমার মেহেদী ডিজাইন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোষ্ট শেয়ার করছি। সবাই কে আমার পক্ষ থেকে "ঈদ মোবারক"। আলহামদুলিল্লাহ আজকে আমার ঈদের দিনটি খুব ভালো কেটেছে। তবে সেই নিয়ে পরে কথা বলবো। আজকে পোস্ট করবো আমার মেহেদী লাগানো নিয়ে।যেই কাজটার জন্য আমার মধ্যে ঈদের আমেজ কাজ করেছে। আমি খুব একটা ভালো মেহেদী লাগাতে পারি না। তবে খুব একটা খারাপ ও হয় না। আশা করছি আমার মেহেদী ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে।

আমি আরো আগেই আপনাদের সাথে শেয়ার করতাম। তবে বাসার সবাইকে মেহেদী লাগিয়ে দিতে দিতে, আমার নিজের মেহেদী লাগাতে প্রায় রাত সাড়ে তিনটা বেজে গিয়েছিলো।তো সে যাই হোক ফাইনালি ঘুম চোখে নিয়ে মেহেদী লাগানো সম্পন্ন করতে পেরেছি এটাই অনেক। এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে পেরে তো আমি আরো খুশি। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।


279383247_321715840075736_2649417078394706482_n.jpg



আসুন আমার শিল্প শুরু করি:

আমি আমার মেহেদি ডিজাইন এর জন্য কাভেরি কোণ মেহেদী ব্যবহার করেছি। আমি ‌সিম্পল ডিজাইন করতে চেয়েছি।সেইজন্য আঙ্গুল থেকে মেহেদি ডিজাইন করা শুরু করলাম। চেষ্টা করেছি প্রত্যেকটা আঙ্গুলে একই প্যাটার্নের ডিজাইন অনুসরণ করার।

279345464_1092459657978142_1253378115707638582_n.jpg279385681_935591807110124_9127869869465356230_n.jpg


এরপর একই ডিজাইন অনুসরণ করে। পুরো পাঁচটা আঙ্গুলে সুন্দর ভাবে মেহেদি দিয়ে ডিজাইন করে নিলাম।

279382615_733180507858324_4378578993009606452_n.jpg279375477_5215422015147094_6495077279569752124_n.jpg


এরপর আংগুলের নিচের দিকের ডিজাইন করতে শুরু করলাম। প্রথমে কব্জি বরাবর একটি ফুল ডিজাইন করে নিলাম এবং সেইখান থেকে বাকি ডিজাইন শুরু করলাম।

279368389_2162554057229396_5363632723441291377_n.jpg279409552_696748451660939_5256969687302317851_n.jpg


এরপর ফুলটি উপরের দিকে এবং নিচের দিকে একই ডিজাইন প্যাটার্ন অনুসরণ করে হাতের উপরের মেহেদি ডিজাইন সম্পন্ন করলাম।

279399288_1333305297176741_7065458558213939629_n.jpg279385676_518638739754907_1289341795065190098_n.jpg


এরপর হাতের তালুতে সুন্দর একটি ফুল থেকে মেহেদি ডিজাইন করে নিলাম। আমি আগেই বলেছি আমার মেহেদি লাগাতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই অনেক ঘুমের প্রেসারে বাকি টূকূ আর লাগাতে পারিনি।এই পর্যন্তই হাতের তালুতে লাগিয়ে ছিলাম।

279340275_1050446912503411_9201654157432729957_n.jpg279357447_5288633364493087_3811431713155636407_n.jpg


এরপর সকালে পানি দিয়ে হাত ধোয়ার পর এরকম কালার হয়েছে। তবে কালার আরো গাঢ় হবে। কারণ কাভেরি মেহেদীর গাঢ় কালার হতে দুই থেকে এক দিন সময় লাগে।

279427300_734200464601705_4444027996758998915_n.jpg279454216_520582169608135_8199905135107740751_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 03 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

বাহ! আপনার মেহেদির ডিজাইনটা তো অনেক চমৎকার হয়েছে। তবে আপনি অনেকের হাতে মেহেদি দিয়ে দিয়েছেন এটাও একটা মহৎ কাজ, তাতে হয়তো আপনার মেহেদী দিতে একটু দেরি হয়েছে। আমি আমার বাসায় দেখেছি এরকম যারা মেহেদি দিয়ে দেয় তাদের দিতে অনেক দেরি হয়। দেরি হওয়ার ই কথা। এছাড়া আপনি খুব আকর্ষণীয় ডিজাইনের একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য অবিরাম।

 2 years ago 

আপু আপনি তো দেখছি দারুন মেহেদি ডিজাইন করতে পারেন। সুন্দর সুন্দর আর্ট করার পাশাপাশি মেহেদি ডিজাইন আমার কাছে অনেক ভাল লাগলো। আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদ মোবারক আপু। ঈদের শুভেচ্ছা রইলো ❤️ ঈদে আপনার মেহেদী ডিজাইন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 
আমার আপু প্রথমে আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। ঈদের দিনটি আপনার অনাবিল আনন্দে কেটেছে এই প্রত্যাশা করছি। প্রতিটি মুহূর্ত আপনি অনেক দারুণ কেটেছে।

আপনার হাতের মেহেদি অনেক সুন্দর লাগছে। আমি সবাইকে মেহেদি দিয়ে দিলাম কিন্তু আমি নিজে মেহেদিতে পারলাম না আসলে আপু আমার এসব তেমন ভালো লাগেনা। আজ সারাটা দিন অনেক মন খারাপ হলো কিছু বল আগে নি এমনকি নতুন জামা পড়ি নাই। 😭 তবে আপনার দিনটি অনেক সুন্দর কিছু দেখে ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে হাতে মেহেদি ডিজাইন করেছেন যা আমার বেশ ভাল লেগেছে আমি কিন্তু গতকাল মেহেদি ডিজাইন পোস্ট করেছিলাম। যাইহোক আপু এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আপনার হাতে করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঈদের দিনে মেহেদী সবারই খুব প্রিয়। বিশেষ করে মেয়েরা মেহেদি খুব পছন্দ করে। মেয়েদের কাছে মনে হয় মেহেদী ছাড়া ঈদ অসম্পূর্ণ। আপনি মেহেদি দিয়ে হাতে আর্ট করেছেন। আমার খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

অসম্ভব সুন্দর ছিল আপু আপনার নিজের করা ডিজাইন টা। খুব সহজ ভাবে আপনি গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো আপু এমন আরো ডিজাইন চাই।

 2 years ago 

ওয়াও আপু আপনি তো অনেক সুন্দর মেহেদী ডিজাইন করতে পারেন। আমিও মেহেদী ডিজাইন করতে পারি তবে আপনার মতো করে এত সুন্দর না। আপনার কাছ থেকে নতুন কিছু মেয়েদের ডিজাইন শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

এইডা আপনার মেহেদি ডিজাইন টি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঈদ আনন্দ আনন্দে আপনি হাতে মেহেদি ডিজাইন করেছেন জেনে বেশি খুশি হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন টি খুব সুন্দর হয়েছে। আগে তো আপনার পেইন্টিং আর আর্ট গুলোই দেখেছি। তবে এই প্রথম আপনার মেহেদি ডিজাইন দেখলাম। আপনি আসলেই খুব সুন্দর করে মেহেদি লাগাতে পারেন। আমার কাছে আপনার মেহেদি ডিজাইন টি খুব সুন্দর লেগেছে। আপনাকে ঈদের আন্তরিক শুভেচ্ছা। আশাকরি আপনার ঈদের সারাটা দিন ভালই কাটছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন এর পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রিয় আপু। সব ডিজাইন গুলো খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। মেহেদী রাঙ্গা হাত দেখতে খুবই অসাধারণ দেখায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33