DIY - এসো নিজে করি : একটি গরুর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি গরুর কার্টুন চিত্রাংকন করেছি। এই চিত্রাংকন টি মূলত প্যানথম ভাইয়ের একটি পোস্ট কে কেন্দ্র করে করেছি যেখানে তিনি খুব সহজেই 2 মিনিটে একটি গরুর স্ট্রাকচার করে দেখিয়েছেন। আমিও সেই একই স্ট্রাকচার ফলো করে এই চিত্রাংকন টি কোনটি করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

262322909_280176997456550_9130668176870673519_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি গরুটির মুখের চিত্রাংকন করার জন্য ক্রস এর মত করে এঁকে দাগ দিলাম।


261761437_380622997177835_3076084243631618638_n.jpg


ধাপ - 2

এরপর ক্রস কে কেন্দ্র করে গরুর মুখের বিভিন্ন অংশ আর্ট করলাম যেমন নাক এবং মাথার অংশ।


261490312_462511878548133_3922286324947266674_n.jpg
261562780_602232224350608_6527010644381983229_n.jpg


ধাপ - 3

এরপর গরুটির মুখমণ্ডল এবং চোখ আঁকলাম খুবই সহজ ভাবে।


261621080_659400298388133_6928202501607921942_n.jpg
261673415_4707220262668194_434388617130458235_n.jpg


ধাপ - 4

গরুটির মুখমন্ডল যখন আর্ট করা হয়ে গেল তখন মাঝখানে থাকা ক্রস মুছে দিলাম। তারপর সিং এবং কান আর্ট করলাম এবং পাশাপাশি নাকের কিছু অংশ এবং শরীরের মধ্যে পেন্সিল দিয়ে কিছু দাগ দিলাম।


261707340_4405741362871975_7469213694257518484_n.jpg


ধাপ - 5

এরপর গরুটির শরীরের গঠন চিত্রাংকন করলাম। প্রথমে শরীরের উপরের অংশ এরপর শরীরের নিচের অংশটা সহ চিত্রাংকন করলাম। এমন ভাবে আর্ট করেছি যেন দেখে মনে হয় গরুটি বসে আছে।


261474581_444594360556590_7493891220332165586_n.jpg
261531021_426442455638137_3659788660016765188_n.jpg


ধাপ - 6

এরপর গরুটি সম্পূর্ণ মার্কার পেন দিয়ে গারো করে পেন্সিলের উপর দিয়ে আর্ট করলাম এবং শরীরের ভাজ বোঝানোর জন্য কিছু দাগ দিলাম এছাড়া পেন্সিল দিয়ে লেজ এবং শরীরের বিভিন্ন অংশে হালকা হালকা করে দাগ দিলাম।


261629193_868052083872541_3897953137142883180_n.jpg
261793432_202151338753965_7287937914729567182_n.jpg


ধাপ - 7

এরপর শুরু করলাম রংয়ের কাজ। গরুটি বসে আছে কিছু ঘাসের মধ্যে এরকম বুঝানোর জন্য চারপাশে সবুজ রং করেছি। এরপর সামনে কিছু ঘাস একে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে গরুটি একটি মাঠে ঘাস খেতে খেতে বসেছিল।


261482369_430605545446796_1524878780206223289_n.jpg
261571724_2011916452319067_7082066512989458020_n.jpg


ধাপ - 8

এরপর এর আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সবুজ রঙের উপর আরো কিছু দাগ দিয়ে দিলাম। আর এভাবে আমি আমার চিত্রাংকন টি সম্পন্ন করেছি।


261571288_152151013781125_4825136791131647479_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


261635746_1047043779428851_438181817487425480_n.jpg
261165651_613009259743430_1696954389086737286_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


262010151_608933350380420_1834209879979549645_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 29 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার বাড়ির কাজ যথেষ্ট সুন্দর ছিল ♥️
আপনি খুব সুন্দর করে গরুর চিত্র অঙ্কন করেছেন। একদমই নিখুঁত একটা ছবি, কি বলবো। খুব সুন্দর ছিল সবকিছু।
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ নেই খুব ভালো করে আপনাদের সাথে শেয়ার করার। দোয়া করবেন যাতে সব সময় এটি বজায় রাখতে পারি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার গরুটা জাস্ট ওয়াও।এত সুন্দর এঁকেছেন তা বলার অপেক্ষা রাখে না। পা এবং লেজ গুলো দেখে মনে হচ্ছে একেবারে সত্যিই একটা গরুঘাসের ভিতরে শুয়ে আছে। পুরো গরুটি দেখে মনেই হচ্ছে না যে আঁকা। এত সুন্দর আর্ট কিভাবে করেন আপু আমিতো দেখে অবাক হয়ে যাই। আপনার প্রত্যেকটা আর্ট এত সুন্দর হয় বোঝার উপায় নেই যেগুলো হাতে করা মনে হচ্ছে যে ছবি তোলা হয়েছে।খুব সুন্দর এঁকেছেন আপু আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে। এত প্রশংসার সাথে আমার আরেকটা এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু। সবসময় এভাবেই পাশে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু কী বলব বুঝতে পারছি না।জল রং দিয়ে এতো সুন্দর পেইন্টিং করেছেন যা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। ভালো মানের দক্ষতা ছাড়া এই রকম চিত্র অঙ্কন করা সম্ভব নয়। অনেক অনেক শুভকামনা রইল আপু 💚

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করি সব সময় দক্ষতার সাথে সুন্দর চিত্র অংকন গুলো আপনাদেরকে উপহার দেওয়ার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপু আপনার গরুর চিত্রটি অসম্ভব সুন্দর হয়েছে। একজন মানুষের মধ্যে কিভাবে এত সুন্দর প্রতিভা থাকতে পারে? আমি তো আপনার চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সত্যিই অসাধারণ প্রতিভাবান একজন ব্যক্তি। আপনার প্রতিভার প্রশংসা করতেই হয়। আশাকরি আগামী দিনে আরও ভালো করবেন । আপনার আগামীর জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমার এই সামান্য কাজ গুলো কে আপনাদের কমেন্টের মাধ্যমে অসামান্য করে তোলেন। আমি ও দোয়া করি আপনি আপনার ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু, আমার আর কিছু বলার নেই। এটি দেখতে মনে হচ্ছে না যে এটি একটি আর্ট। দেখে মনে হচ্ছে যে একটি সত্যি গুরু বসে আছে। যা এক কথায় অসাধারণ। আপনার আর্টের দক্ষতা খুব ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

আপু আপনি কত সুন্দর করে ছবি আঁকেন তাই আমি আপনার যতই প্রশংসা করবো ততই মনে হয় কম হবে। এত কম সময়ের মধ্যে আপনি কত সুন্দর একটা অঙ্কন করে ফেললেন। আপনার অঙ্কনটি দেখে মনে হচ্ছে সত্যিই একটা গরু ঘাসের উপর বসে আছে। আপনি অংকনটি তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর এবং প্রশংসনীয় কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট গুলো পড়ে সত্যি আমার কাজ করার ইচ্ছা আরো অনেক বেড়ে যায়। এভাবে সব সময় পাশে থাকবেন ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার গুরুর চিত্র অংকনটি দেখে আমি মুগ্ধ। খুবই সুন্দরভাবে আপনি চিত্র অঙ্কন করেছেন। দেখে মনে হচ্ছে কোন থ্রিডি পিকচার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

আপু আমি আপনার একজন ভক্ত, আপনার আর্ট এতো সুন্দর হয় বলার মতো না সত্তি অসাধারণ, পুরা অরজিনাল গরু মনে হচ্ছে,
কেউ ছবি তুলেছে মনেই হচ্ছে না আকা ছবি।
💓💓💓💓

আপনার চিত্রাঙ্কনটি খুব সুন্দর ছিলো আপু। আপনি এতসুন্দর করে গরু আর্ট করেছেন কি বলবো দারুন লাগছে আপু। গরুর মুখের চেহারা একদম বাস্তবিক হয়েছে। সব মিলিয়ে অসাধারণ আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57400.65
ETH 3108.60
USDT 1.00
SBD 2.42