DIY - এসো নিজে করি : সাদাকালো সূর্যমুখী ফুলের ক্যামেরাবন্দি রঙিন চিত্রাঙ্কন🌻 || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আমি সব সময় নিজের মনের মাধুরী মিশিয়ে মন মতো যে কোনো আর্ট করতে পছন্দ করি। আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন,যে কোনো রঙিন জিনিস ক্যামেরায় বন্দী করে আমরা সাদাকালো করে ফেলতে পারি। আবার অনেক সময় বিভিন্ন এফেক্ট এর মাধ্যমে পুরো ছবিটির কালার পরিবর্তন করতে পারি। কালকে আমার নিজের একটি রঙিন সেলফি, আমি ক্যামেরাবন্দি করে সাদা কালো করে ফেললাম। তখন আমার মাথায় আসলো সাদাকালো জিনিসকে ক্যামেরাবন্দি করে কি রঙিন করা সম্ভব? এরপর ভেবে দেখলাম না এটা সম্ভব না।আর সবচেয়ে বড় কথা হচ্ছে- সাদাকালো রংটাই শুধুমাত্র পৃথিবীতে আছে।কিন্তু কোন ধরনের সাদা কালো দৃশ্য পৃথিবীতে নেই। তাই ভাবলাম ঠিক আছে পৃথিবীতে না থাকতে পারে। তবে আমার চিত্রাংকনে তো থাকতে পারে 😁😌।

এরপর জলদি শুরু করে ফেললাম এমন একটি চিত্রাঙ্কনের এর কাজ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি সুন্দর এবং সহজ উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে আমার ভালো এবং ইউনিক কাজ গুলো শেয়ার করার। এবং আমি এতে অনেক আনন্দ পাই। আর আমার কাছে আরো ভালো লাগে যে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন। এভাবেই পাশে থাকবেন। আর আমি ও অবশ্যই চেষ্টা করবো, আপনাদের এভাবে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

20220314_001459.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি সূর্যমুখী ফুল ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর আরো একটু সূর্যমুখী ফুল অংকন করতে শুরু করলাম।


275508511_744502853597290_2373673100969332720_n.jpg


ধাপ - 2

এরপর একইভাবে চারটি সূর্যমুখী ফুল ডাল ও পাতাসহ ভালোভাবে অঙ্কন করে নিলাম। এই সূর্যমুখী ফুল গুলোর ঠিক মাঝ বরাবর, মোটা করে লাইন টেনে একটি বক্স অঙ্কন করে নিলাম।

275483274_429476535618366_8535765150907352431_n.jpg275494119_487806209645313_5839771647264356091_n.jpg

ধাপ - 3

এরপর কালো জেল পেন এর সাহায্যে সূর্যমুখী ফুল এবং বক্স টি কালো করতে শুরু করলাম। খেয়াল রাখতে হবে বক্সের বর্ডার এর ভিতরের কোনো অংশ কালো করা যাবে না। এরপর এভাবে পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি ভালোভাবে কালো করে নিলাম।

275480191_5012469235505900_2701065651412541271_n.jpg275558844_1264002710793741_6523198081830274392_n.jpg

ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে নীল রঙের জল রং এর মাধ্যমে ভিতরে আকাশের রং করে নিলাম। এবার পাতাগুলো রং করার জন্য হালকা সবুজ রঙের জল রং ব্যবহার করলাম।

275484353_380435493606812_6091384395322477808_n.jpg275590355_750436439456899_5542364933072794573_n.jpg

ধাপ - 5

এরপর সূর্যমুখী ফুল এবং ফুলের ভেতরের অংশ সবকিছু ভালোভাবে রং করে নিলাম। এভাবে আমি চিত্রাংকনের রংয়ের কাজ সম্পন্ন করলাম।


275578997_4830170427104160_1520958292252353331_n.jpg


ধাপ - 6

এরপর রঙিন সূর্যমুখী ফুল গুলোর ভেতরের অংশের উপর কিছু ডিজাইন করলাম। যাতে চিত্রাংকনটি আরো বাস্তব রূপ পায়। এরপর সূর্যমুখী ফুলের বাইরের অংশগুলোতে ভিতরে ডিজাইন করে নিলাম। এরপর আকাশ বোঝানোর জন্য নীলের মাঝে কিছু সাদা রং ব্যবহার করলাম।
এভাবেই আমি আমার সূর্যমুখী ফুলের ক্যামেরাবন্দি রঙ্গিন চিত্রাংকন সম্পন্ন করলাম।

275444589_339381708132678_2078484038024284450_n.jpg275500007_428746309049780_8107198275597756996_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
275057419_530700608399424_3982857745477274390_n.jpg275114035_323846953054924_691813984069478146_n.jpg
275262145_1056834425179481_2656841793082853058_n.jpg275122478_2757227784572952_106243633959880360_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 14 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 
আপুমণি সব সময় রঙিন সূর্যমুখী ফুল দেখেছি কিন্তু আপনার আর্ট এর মাধ্যমে আজ সাদাকালো সূর্যমুখী দেখতে মন্দ লাগছে না অনেক বেশী ভালো লাগছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

♥♥

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সূর্যমুখী ফুলের সাদাকালো চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি আপনার এই অংকন দেখে মুগ্ধ আপনি খুবই দক্ষতার সাথে অংকন করেছেন। এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার পোস্টে কমেন্ট করার জন্য। এই কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও অনেক সুন্দর ছিল আপনার এই সাদা কালো সূর্যমুখী ফুল এর ফটোগ্রাফি। দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে বাস্তবে কোনো এরকম সাদা কালো ফুলের ফটোগ্রাফি দেখছি । প্রতিটি ধাপ ও অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা অন্য কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসম্ভব একটি কাজকে আপনি সম্ভব করে ফেলেছেন। এ ধরনের পেইন্টিং আগে কখনো আমাদের কমিউনিটি তে দেখি নি। আমার কাছে খুবই ভালো লাগলো ব্যতিক্রমধর্মী এই ছবিটি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। এবং অবশ্যই দোয়া করবেন যাতে আমি এমন ইউনিক আর্ট প্রতিবার আপনাদের উপহার দিতে পারি।

 3 years ago 

আচ্ছা খুবই সুন্দরভাবে সাদাকালো বিভিন্ন রং এর সমন্বয়ে আসবে আপনি আমাদের মাঝে সূর্যমুখী ফুলের চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন আপু। আপনার অঙ্কন করা এই সূর্যমুখী ফুল নিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি সূর্যমুখী ফুল অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্টের জন্য। ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ ছিল আপু আপনার এই সাদাকালো সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি গুলো। সত্যিই আপনার প্রশংসা করতে হবে। পেন্সিল ও কলম দিয়ে এত সুন্দর করে সূর্যমুখী ফুল চিনে অংকন করা যায় তা আমার আগে জানা ছিল না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সাদাকালো সূর্যমুখী ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। এভাবেই সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন। কারন আপনাদের কমেন্ট গুলো আমাকে প্রতিনিয়ত ও অনুপ্রাণিত করে ভালো কাজের প্রতি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সত্যিই হব আপনার অংক গুলো দেখে মুগ্ধ হয়ে যায়। আপনার অংকনগুলো বাস্তব ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। আপনার আজকের সূর্যমুখী ফুলের চিত্রের দুইটি ভিন্ন ভিন্ন রূপ আমার কাছে অসাধারণ লেগেছে। চিত্রটি সম্পন্ন করার পদ্ধতিও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জ্বী ভাইয়া আমি সবসময় চেষ্টা করি আমার অংকন গুলোতে বাস্তব ভাব ফুটিয়ে তোলার। অনেক গুছিয়ে কমেন্ট করেছেন তাই কমেন্টস টি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

দুই কালারের এই আইডিয়াটা সুন্দর আপু। আর এই দুই কালারের সূর্যমুখী ফুল টি দেখতে অনেক সুন্দর লাগতেছে। একদিকে রঙিন অন্যদিকে সাদাকালো দেখতে ভালই লাগতেছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর পোস্টগুলো শেয়ার করার। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সূর্যমুখী ফুল আমার অনেক ভালো লাগে। আপু আপনি চমৎকারভাবে সূর্যমুখী ফুলের একটি পেইন্টিং তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। একেবারে নিখুঁত ভাবে পেইন্টিংটি তৈরি করেছেন। স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছে। সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার ও সূর্যমুখী ফুল খুব পছন্দ। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সাদাকালো সূর্যমুখী ফুলের ক্যামেরাবন্দি রঙিন চিত্রাংকন টি আপনার এক কথায় অসাধারণ হয়েছে দেখতে খুব ভালো লাগছে। আপনার এ ধরনের ইউনিক চিন্তা ভাবনার জন্য চিত্রাংকন গুলো বেশি ফুটে ওঠে। ভিন্নধর্মী এই চিত্রাংকনের সবগুলো ধাপ আপনি পর্যাক্রমে চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চিত্রাংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া যাতে সব সময় এমন ইউনিক চিন্তাভাবনার প্রকাশের সুন্দর চিত্রাংকন আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64