গ্ৰীন টি-প্যাক এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি গ্ৰীন টি-প্যাক এর চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

297369109_341160931435951_5314543448802409131_n(1).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমেই পেন্সিলের সাহায্যে পেইজের মাঝ বরাবর একটি বক্ররেখা অঙ্কন করে নিলাম। এরপর বক্ররেখার মাঝ বরাবর একটি টি প্যাক এর অবয়ব অঙ্কন করে নিলাম।

297320477_721119378987723_8283187419872811322_n.jpg297066326_1044166076289703_6226444694454348377_n.jpg

ধাপ - 2

এরপর টি প্যাকটির অবয়ব খুব ভালোভাবে অংকন করে নিলাম।টি প্যাকটি ঝুলন্ত অবস্থায় আছে এমন বোঝানোর জন্য টি প্যাকের সাথে লাগানো একটি সুতা অংকন করে নিলাম।


296711418_761662061703849_4736941242500909417_n.jpg


ধাপ - 3

এরপর হালকা সবুজ কালারের জল রঙের সাহায্যে নিচের দিকের পানির স্তরটি ভালোভাবে রং করে নিলাম।


296868704_1114332415830279_4934607484318133462_n.jpg


ধাপ - 4

গাঢ় সবুজ কালারের জল রং এর সাহায্যে পানির উপরের স্তরের কিছু বুদবুদ এবং বক্ররেখা রং করে নিলাম। এবং পানির ভিতরে থাকা গ্রীন টি প্যাক থেকে চা ছড়িয়ে যাচ্ছে এমনটি বোঝানোর জন্য আশেপাশে গাঢ় সবুজ কালার করে নিলাম।


297757686_648391636181813_5906014378181144575_n.jpg


ধাপ - 5

এরপর টি প্যাকটির ভিতরে চা পাতি রং করে নিলাম। এবং টি প্যাকটি সুন্দরভাবে রং করে নিলাম। এবং চা এর ভিতরে কয়েকটি বুদবুদ রং করে নিলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।


297347888_769265581156951_6132235926061693707_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
297369109_341160931435951_5314543448802409131_n(1).jpg296915540_1476526556144794_853081769252235436_n.jpg
297435242_460448569000748_3166187734714981476_n.jpg297369109_341160931435951_5314543448802409131_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং আগস্ট ০7, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনি জল রং দিয়ে খুবই সুন্দর একটি গ্রিন টি প্যাকের আর্ট করেছেন। আর্টি সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে ‌। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর আর আমাদের মাঝে শেয়ার করেন। আজকে আর্টি ও খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কি দারুন আইডিয়া নিয়ে আপনি অঙ্কন করেন দেখলেই বোঝা যায় এগুলো আপনারই অঙ্কন হবে। খুব সুন্দর করে আপনি গ্রীন টি প্যাক এর চিত্র অঙ্কন করেছেন একদম ইউনিক আর দেখতে চমৎকার লাগছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি করে। অনেক সুন্দর করে আপনি আমার অঙ্কনের প্রশংসা করেছেন। নাস্তা করছি সব সময় এভাবে ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

গ্রিন টি প্যাক এর চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। গ্রিন টি প্যাক এর চিত্র অঙ্কন করার আইডিয়াটা খুবই অসাধারণ ছিল আপু। আপনি সব সময় খুবই ইউনিক ইউনিক আর্ট আমাদের মাঝে উপহার দেন। আপনার করা প্রতিটি আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আজকে গ্রিন টি প্যাক আর্ট করাটা খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি ভাইয়া ইউনিক কাজ গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার। ভালো ভালো আইডিয়া নিয়ে কাজ করার। আপনাদের এমন সুন্দর সুন্দর কমেন্ট আমার পাশে থাকলে, আমি আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ ভাইয়া এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

গ্রিন টি প্যাকের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে ।সত্যিই নিজের দক্ষতার প্রমাণ দিলেন। সত্যি আপনাকে প্রশংসা করতে হয়। এরকম চিন্তা ভাবনামূলক কাজ আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমি সবসময় ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে, আপনাদের কাছ থেকে এমন প্রশংসা আদায় করে নিতে চাই। আশা করছি আপনারা এভাবে পাশে থাকলে, আমি আরো ভালো ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি খুবই চমৎকারভাবে গ্রিন টি প্যাকের অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই চমৎকার লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনি প্রায় আমার প্রতিটি পোস্টেই কমেন্ট করেন। এবং আপনার কমেন্টগুলো আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়। এর জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব ভাইয়া।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আমি আগে কখনো এমন চিত্র অংকন দেখিনি। গ্ৰীন টি-প্যাক এর চিত্রাংকন খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আমি সবসময় চেষ্টা করব সুন্দর সুন্দর চিত্রাংকন আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার চিত্র অংকন গুলো বরাবরি আমার কাছে অসাধারণ লাগে। গ্রিন টি প্যাকের চিত্রটি অসাধারণ হয়েছে।। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

আমার চিত্রাংকনের এত সুন্দর করে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। আমি সব সময় চেষ্টা করব নতুনত্ব কিছু আপনাদের মাঝে শেয়ার করার। এবং ধাপগুলো খুব সহজভাবে,সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া আমার পক্ষ থেকে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে গ্ৰীন টি-প্যাক এর চিত্রাংকন করেছেন। আপনার চিত্রাঙ্কন আমার কাছে খুবই ভালো লাগে। কালার কম্বিনেশন অনেক ভালো ছিলো।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে গ্রীন-টি প্যাকের চিত্রাংকন করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে প্রতিনিয়ত আমাকে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য।

 2 years ago 

মার্কার পেন এবং জল রং দিয়ে খুব চমৎকার গ্রিন টি প্যাক আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পেন্সিল কাগজ মার্কার পেন আর জল রঙ দিয়ে সুন্দর একটি চিত্রাংকন আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।গ্রিন টি এর প্যাকটি খুবই ন্যাচারাল মনে হচ্ছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার চিত্রাংকন টি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি। এভাবেই অনুপ্রাণিত করে যাবেন সবসময়। ভালো থাকবেন ভাইয়া। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57329.79
ETH 2914.99
USDT 1.00
SBD 3.67