DIY - এসো নিজে করি : একটি ভাঙা ঘড়ির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমিএকটি ভাঙা ঘড়ির চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

260298822_330009218517455_5488228875731115336_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি কাটা কম্পাস এর মাধ্যমে বৃত্তের মত করে একটি গোল দিলাম। এরপর মাঝখান বরাবর একটি দাগ দিলাম। এরপর বাম পাশে আরো দুইটি অংশ অর্ধেক করে আর্ট করলাম।


259884280_206669521617915_7152604923721460598_n.jpg


ধাপ - 2

এরপর তীর চিহ্ন মাধ্যমে ঘড়ির কাঁটা বুঝলাম বৃত্তের মাঝখানে, উপরে এবং নিচে।


259964255_3792215474215261_3474423218102612773_n.jpg


ধাপ - 3

এরপর ঘড়িটির ডান পাশে প্রজাপতির ডানা আর্ট করলাম।


260042194_592063702073440_2224416575767281226_n.jpg


ধাপ - 4

এবার ঘড়ি টি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এরমধ্যে আরো কিছু কারু কাজ করলাম। এবং প্রজাপতির ডানার মধ্যে কিছু ডিজাইন করলাম।


260125990_626957238445970_5909735856071102057_n.jpg


ধাপ - 5

এরপর ঘড়ির মধ্যে রোমান হরফ দিয়ে নাম্বার লিখলাম। আমি এখানে ঘড়ির শুধু বাম পাশের অংশে রোমান হরফ দিয়ে নাম্বার লিখেছি আর বাকি ডানপাশটা প্রজাপতি ডানা দিয়ে দিয়েছি।


259964490_743002499990797_665875573450434150_n.jpg


ধাপ - 6

এরপর প্রজাপতির কিছু অংশ ভেঙে গেছে এমন বুঝানোর জন্য খন্ড খন্ড কিছু অংশ আর্ট করলাম। এরপর পুরো ঘড়িতে যা যা আর্ট করেছি সবকিছু মার্কার কলমের মাধ্যমে গারো করে আর্ট করলাম।


259981568_349279293652535_6289295783255178902_n.jpg
260126436_4363464223779488_4981552469810349076_n.jpg


ধাপ - 7

এরপর শুরু করলাম মোম রং এর কাজ। প্রথমেই ঘড়িটির মাঝখানে কমলা রং এবং হলুদ রঙের সংমিশ্রণে রং করলাম। এরপর আশেপাশের যেসকল শিকর ছিল সেগুলো রং করলাম।


260168102_367228895156812_1405085488903809096_n.jpg
259977961_644977793612630_7841655670982820448_n.jpg


ধাপ - 8

এরপর ডান পাশের অংশটুকু রং করলাম। এখানে অনেকগুলো রঙের সংমিশ্রণের রং করেছি যেন দেখতে একটু সুন্দর লাগে।


259844038_217566690402069_8057160909440414328_n.jpg
259977899_565917137817949_4798088606527802435_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


259888962_592827978707568_934235553539850881_n.jpg
259955538_595793318323297_5214708763467947960_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


260156404_432018291772308_4995682884342734375_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 25 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাঙ্গা ঘড়ি অংকন।আপনি চিত্র অঙ্কনে অনেক দক্ষ তা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। এভাবেই সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার DIY আমার বন্ধু খুব ভাল, পদক্ষেপগুলি মানুষের বোঝার জন্য খুব সহজ

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দিদি আজকেও একটা নতুন থিম। ফাটাফাটি জাস্ট। আমার কেন যেন মনে হল আজকের আর্ট টির একটা আলাদাই গভীরতা আছে। সেটা যে যে ভাবে গভীরে ঢুকতে পারে। সপ্তম ধাপ থেকে যা লাগছিল। প্রেমে পড়ে যাচ্ছিলাম। দারুন কাজ হয়েছে দিদি দারুন 👌👌👌

 3 years ago 

জি আপু ঠিকই ধরতে পেরেছেন। প্রত্যেকটি আর্ট এর নিজস্ব গভীরতা থাকে। তবে এই গভীরতা দেখার নজর প্রত্যেক মানুষের আলাদা আলাদা। অনেক ধন্যবাদ আপু প্রত্যেকবার সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি খুবই সুন্দরভাবে ভাঙ্গা ঘড়ির চিত্র অঙ্কন করেছেন। দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনার ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের মুগ্ধ করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি ভাঙা ঘড়ির চিত্রাংকন করেছেন দারুন হয়েছে আপু আর মাঝখানে তো প্রজাপতির মতো দেখাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আমার ভিশন পছন্দ হয়েছে। আপনার প্রতিটা পোস্ট অনেক সুন্দর হয়। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। এভাবেই চালিয়ে যান পাশে আছি সবসময় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সবসময় এই কামনাই করি

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগছে। আমিও চেষ্টা করবো ভালো ভালো পোস্ট করার যাতে আপনারা আমার পাশে থাকতে পারেন। ভাইয়া আপনি ও অনেক ভালো থাকুন এবং শুভকামনা রইল আপনার জন্য।

Thank you for this beautiful DIY step by step.
It brought me joy to know that I can do it one day.
I found your post at @ r2cornell discord. Happy and long live.

 3 years ago 

Thank you soooo much for your nice comment. I'm really grateful for that. Yes, of course you can do it. Always be happy.

💖💖💖

 3 years ago 

আশ্চর্যজনক, আপনার শিল্প সত্যিই খুব ভাল. ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম . তোমার সাথে দেখা করে ভালো লাগলো .

 3 years ago 

আপু আমি যদি এক কথাই বলতে চাই তাহলে বলবো এই আর্টটি মারাত্মক হয়েছে। এতোটা বেশি সুন্দর লাগছে যে কি আর বলবো!!জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। আপনি সব সময় অনেক বেশি ভালো আঁকেন।তবে আজকের এই ঘড়ির অংকনটি আমার কাছে অন্য সবকিছুর চেয়ে একেবারেই ভিন্ন লেগেছে। অনেক দারুন আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব সব সময় ভালো আর্ট গুলো আপনাদেরকে উপহার দেওয়ার। আর প্রত্যেক বার আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

সত্যিই আপনার চিত্রাঙ্কন দেখে আমি একদম চমকে উঠি। এত সুন্দর দক্ষতা নিয়ে একটি মানুষ কিভাবে অঙ্কন করে তার একমাত্র প্রমাণ হচ্ছে আপনি। খুবই ভালো লাগে আপনার অংকন গুলো আজকে একটি ভাঙ্গা ঘড়ির ছবি চিত্র অঙ্কন করেছেন খু্বই দক্ষতার সাথে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। এত প্রশংসা কোথায় রাখি বলেন তো? সব সময় ভালো কমেন্টগুলো করে আমাকে উৎসাহিত করার জন্য সত্যিই অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট গুলো আমার কাজ করার তাগিদ আরো বাড়িয়ে দেয়। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনি বরাবরই খুব সুন্দর পেইন্টিং করেন আমার সব সময় খুব ভালো লাগে।ভাঙা ঘড়ির চিত্র অংকন এই পেইন্টিংটি যেমন ইউনিক, তেমনিই সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সঙ্গে আপনি অঙ্কনটি করেছেন।এবং প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সব সময় চেষ্টা করব আমার যতটুকু দক্ষতা আছে তার মধ্য দিয়েই আপনাদের সাথে সুন্দর আর্ট গুলো সুন্দর ধাপ এর মাধ্যমে শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য ও।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68492.14
ETH 2699.27
USDT 1.00
SBD 2.72