DIY - পিকাচু কার্টুনের রঙিন চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। সেটা হলো আমার সবচেয়ে পছন্দের কার্টুন পিকাচু এর চিত্রাংকন। আমার ছোটোবেলা অনেক কার্টুন দেখেই কেটেছে। কারণ আমরা শহরে যারা বড় হয়েছি তাদের জীবনটা অনেকটা বন্দি কারাগারের মতো ছিল। আমাদের সারাদিন সময় পেন্সিল,কলম,খাতা এবং টিভিতে কেটে যেতো। আমার ছোটবেলা তো ডোরেমন,পিকাচু,অগি, টম এন্ড জেরি, নিনজা হাতুড়ি এসব দেখেই কেটেছে।
অর্থাৎ টিভিতে ডিজনি চ্যানেল ছাড়া আমার বোধহয় ভাত হজম হতো না। এখন সত্যিই কার্টুন দেখা হয় না।তবে অনেক মিস করি ওই সময়গুলো। তাই আজকে একটি ফেললাম আমার খুব পছন্দের পিকাচু কার্টুন এর রঙিন চিত্রাংকন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি কার্টুন দিয়ে মুখ এবং কানের অবয়ব অঙ্কন করে নিলাম পেন্সিল এর সাহায্যে। এরপর কার্টুনটির দুটি হাত এবং একটি পা অঙ্কন করে নিলাম কিছু শরীরের গঠন সহ।
এরপর আমি কার্টুনটির দুটি পা, একটি লেজ অংকন করে নিলাম। অর্থাৎ এই ধাপে ভালোভাবে কার্টুনটির শরীরের অবয়ব অংকন করে নিলাম।
এরপর কার্টুনটি মুখমন্ডলের ভিতরে থাকা চোখ,নাক,হাসি মাখা ঠোঁট এবং চোয়াল অঙ্কন করে নিলাম। এবং এভাবেই পেন্সিল দ্বারা কার্টুনটির পুরো চিত্রাংকন সম্পন্ন করে নিলাম।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। কার্টুনের শরীরের ভিতরে হলুদ এবং হালকা বাদামী কালারে জল রং মিশিয়ে ভালোভাবে রং করে নিলাম। সেই সাথে তার চোয়াল এবং জিহবা রং করে নিলাম।
এরপর বিভিন্ন কালারের জলরং কার্টুনটি আশেপাশে ভালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। চিত্রাঙ্কন টিকে কালারফুল করার জন্য।এবং এই চিত্রাংকনের সুন্দর ব্যাকগ্রাউন্ড এর জন্যই কার্টুন টির পিছনে বিভিন্ন কালারের জল রং ব্যবহার করেছি।
এরপর ভালোভাবে কার্টুনটির আশেপাশে জলরঙের ফোটা ছিটিয়ে দিলাম একটি ব্রাশের সাহায্যে। এবং কালো মার্কার পেন এর সাহায্যে কার্টুনটির অবয়ব এবং যে সকল অংশ গাঢ় করা প্রয়োজন ছিল। সেই সকল অংশ গাঢ় করে নিলাম।
কি
এভাবেই আমি পিকাচু কার্টুনের চিত্রাংকন সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 17 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
অনেক দিন পর আপনার একটা আর্ট চোখে পড়ল। আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। শহরের ছেলেমেয়ে রা অনেকটা ঘরবন্দি থাকে সেজন্য তাদের টিভি দেখে অনেক টা সময় অতিবাহিত করতে হয়। যাইহোক পিকাচু এর আর্টটা চমৎকার করেছেন। দেখে সত্যি ভালো লাগছে। এবং খুব সুন্দর উপস্থাপনা ছিল।।
এই সারছে 😍
আমার তো ছবিটি এখনই ডাউনলোড করে দেয়ালে টাঙিয়ে রাখতে হবে দেখছি 😍
কারন ঈলমা এটা পেলে আর খাওয়া দাওয়া কিছু লাগবে না। 🤗
দারুন শিল্পকর্ম ❣️
আমারও ছোট বেলাটা কার্টুন দেখেই কেটেছি আপু পনি, ছোট বেলায় আমার সব থেকে প্রিয় কার্টুন ছিল টম এন্ড জেরি এবং ডোরেমন যাই হোক আপনার আর্ট করা পিকাচুর কার্টুন অনেক সুন্দর করে তৈরি করেছেন,আপনার আর্ট গুলোর তুলনা হয় না আপু মনি, খুবই সুন্দর সুন্দর আর্ট করেন, আজকের আর্টটি আমার খুবই ভালো লেগেছে শুভকামনা রইলো আপনার জন্য
আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। অসাধারন কালার কম্বিনেশন। পিকাচুকে কিছুদিন আগে আমি ও ড্রয়িং করেছিলাম।
আমি বেশ কিছুদিন আগে পিকাচুর ডিজিটাল আর্ট করেছিলাম। আপনি চিত্র অংকন করলেন পোস্টার রং দিয়ে এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। বিশেষ করে আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলাম আর আপনার জন্য শুভকামনা রইল
পোকেমন কার্টুন এ এশ এর পর পিকাচু আমার সব চেয়ে প্রিয় ক্যারেক্টার। আপনি খুব কিউট করে সেই ক্যারেক্টার এর চিত্র এঁকেছেন আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে। দারুণ এঁকেছেন। কালার কম্বিনেশন টা বেশি পছন্দ হয়েছে আমার।
আপনার পিকাচু কার্টুন এর রঙিন চিত্রাংকন বেশ চমৎকার হয়েছে ।দেখতে বেশ ভালো লাগছে। দারুন ভাবে আপনি আর্টটি করেছেন। যদিও আপনি বরাবরই খুব সুন্দর আর্ট করেন ।তবে আপনার এই আর্টটিও খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে তো বেশ ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
এইরকম রঙিন আর্ট দেখতে ভালো লাগে। আমিও সবসময় চেষ্টা করি রঙিন কিছু করার। এমনকি রঙিন পেইন্টিং দেখতে ভীষণ ভালো লাগে। আপনি তো আজকে অসাধারনভাবে পিকাচু এর সাথে কালারফুল একটা দৃশ্য ফুটিয়ে তুললেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পিকাচু কার্টুন এর দারুন একটি চিত্র একেছেন আপু খুবই সুন্দর হয়েছে আপনার অংকন টা খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।
বাহ্! আপনি বেশ সুন্দরভাবে পিকাচু কার্টুনের ছবি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন।আপনার অকংনকৃত পিকাচু কার্টুনের প্রশংসা করতেই হয়।