DIY - এসো নিজে করি : একটি ঘোড়ার পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি ঘোড়ার পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(23).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • ক্যালেন্ডারকাগজ
  • আরকিলিক কালার
  • রাবার


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে ক্যালেন্ডার এর উপর পেন্সিল দিয়ে আমি একটি ঘোড়ার গঠন তৈরি করে নিলাম।এরপর ঘোড়াটির মুখের মধ্যে চোখ এবং নাক অঙ্কন করে নিলাম।


258267402_1284116378703439_4405853425280587869_n.jpg
258525831_576331313671193_7685286821707256759_n.jpg


ধাপ - 2

এরপর ক্যালেন্ডারের যে অংশটুকু ফাঁকা রেখেছি সেই অংশটুকুতে পারপেল কালার আরকিলিক রং এবং নীল কালার আরকিলিক রং ব্যবহার করেছি। তুলির মাধ্যমে আমি পুরো রংটি করে নিয়েছি।


258718609_272448951494255_3439271057149487497_n.jpg
258316323_572847580608118_9196776736422270810_n.jpg


ধাপ - 3

এরপর টিস্যু পানিতে ভিজিয়ে রঙ গুলোর উপর চেপে চেপে একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। যাতে ঘোড়ার পিছনের অংশ টুকু দেখতে অনেক বেশী সুন্দর দেখায়।


258316306_220613613526455_734296424997808500_n.jpg


ধাপ - 4

এরপর ঘোড়াতে রং করা শুরু করবো। প্রথমে তুলির মাধ্যমে লাল আরকিলিক রং ছড়িয়ে ছিটিয়ে করে নিব। এরপর হলুদ এবং কমলা রং ও ব্যবহার করবো।


258564384_436510771216480_1167301131969629686_n.jpg
258353986_1937335693113518_7859288652393263367_n.jpg


ধাপ - 5

এরপর নীল, সবুজ ,হলুদ এমন বিভিন্ন রং এর মিশ্রণ ঘোড়াটির উপর তুলির মাধ্যমে ভালোভাবে রং করে নিলাম। মনে রাখবেন পেইন্টিং এর রঙের ক্ষেত্রে কোন ধরা বাধা নেই আপনি আপনার কাল্পনিক চিত্র টাকে যেকোনো রঙেই ফুটিয়ে তুলতে পারবেন। আর এটাই পেইন্টিং এর আসল মজা।


258174216_459229932233162_785828384916761113_n.jpg


ধাপ - 6

এরপর আমি কাল রং দিয়ে ঘোড়াটির কান, চোখ এবং নাক কালার করে নিলাম।মুখ এবং দেহের কিছুটা গঠন ও কালো রং এর মাধ্যমে রং করে নিলাম।


258244299_406840234318106_7996789541606663698_n.jpg
258381739_435183374878272_2189094687374587701_n.jpg


ধাপ - 7

এরপর ঘোড়া টির মধ্যে সাদা আরকিলিক রং দিয়ে যে যে অংশে আমার মনে হয়েছে সাদা রং করা দরকার সেই সেই অংশে সুন্দরভাবে সাদা রং করে নিলাম। সাদা রং এই ঘোড়াটিকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।এর মাধ্যমে আমি আমার ঘোড়ার পেইন্টিংটি শেষ করলাম।


258207235_264381852377852_5178144817688372683_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

258288340_863698154316337_196997341985681440_n.jpg

258342577_1042407189946382_1151104302180605057_n.jpg

258174212_191832873144982_2385920764709327160_n.jpg

258207109_585389995866350_2624861130461303012_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


258843180_1017044639077168_2833696968506306984_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 20 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপু আপনার চিত্রাংকন টি অসাধারণ হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে এটা একটা আর্ট আমি ভেবেছিলাম এটা একটি ফটোগ্রাফিক ।কিন্তু আপনার সম্পূর্ণ পোস্ট টি ভালোভাবে দেখার পর বুঝতে পারলাম এটা আপনার নিজের হাতে আঁকা একটি আর্ট। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে আপনার আঁকা ঘোড়ার চোখ আর কান । আপনার পেইন্টিং বরাবরই সুন্দর হয়।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। ধন্যবাদ আমার প্রতিটি কাজ এবং প্রতিটি পেইন্টিং নিয়ে এত প্রশংসা করার জন্য। আমি চেষ্টা করবো আপনাদের প্রশংসা গুলোর মান রাখার। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু।

 3 years ago 

ওয়াও আপনি এত সুন্দর পেইন্টিং তৈরি করতে পারেন। ঘোড়ার পেইন্টিংটি দেখে আমি তো এটার মায়ায় পড়ে গেলাম ☺️☺️ । প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রতিভা থাকে যার দ্বারা সবার থেকে আলাদা হয়ে যাই যেমনটা আপনি অসাধারণ আপনার প্রতিভা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমার প্রতিভার প্রশংসা করার জন্য। সত্যিই প্রশংসার শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। আবারো অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

বাহ আপু অসাধারণ হয়েছে আপনার আজকের পেইন্টিং। এটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগবে না কেন আপনার দক্ষতা সুন্দরভাবে উপস্থাপন করে যাচ্ছেন এটা সত্যিই আশ্চর্যজনক।ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয়। আমি চেষ্টা করে যাবো এভাবেই সুন্দর কাজগুলি সুন্দরভাবে উপস্থাপন করার আপনাদের সামনে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার প্রত্যেকটি শিল্পকর্মই আমার খুব ভালো লাগে। আপনি সবসময় সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরেন। এক্রেলিক কালার দিয়ে ঘোড়ার পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে। ক্যালেন্ডার কাগজের উপর পেইন্টিংটি করেছেন বলে বেশ আলাদা লাগলো আমার।পেইন্টিং এর প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। জি আপু পেইন্টিংটি একটু আলাদা করার জন্যই ক্যালেন্ডার কাগজ ব্যবহার করেছি। এভাবে সব সময় পাশে থাকবেন আমি ও চেষ্টা করবো আপনাদের ভাল কাজগুলো উপহার দেওয়ার। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দারুণ তো আপু😍😍
ঘোড়ার পেইন্টিং অনেক সুন্দর করে আর্ট করেছেন আপু।
প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে আপু, অনেক দক্ষতার সঙ্গে করেছেন আপু।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপু আপনার পেইন্টিং গুলো আমার কাছে জাস্ট অসাধারণ লাগে।আজকের আপনার পেইন্টিং টিও খুব ভালো লেগেছে আমার কাছে। আর এতো সুন্দর ভাবে যে কি করে পারেন আমার মাথাতেই আসেনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু প্রতিনিয়ত আমাকে এভাবে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। আমি সব সময় চেষ্টা করবো ভালো কাজ করে আপনাদের কাছ থেকে প্রশংসা কেড়ে নেওয়ার। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু,আপনার ড্রয়িং গুলো সব সময় অসাধারণ সুন্দর হয় আজকেও তার ব্যাতিক্রম হয়নি। আপু,আপনি ড্রয়িং খুব দক্ষতার সাথে করে থাকেন আপনার ড্রয়িং গুলো দেখে বোঝা যায়। একটি ঘোড়ার পেন্টিং খুবই খুবই সুন্দর হয়েছে। ড্রয়িং টি মনে হচ্ছে একদম বাস্তবিক।আপু, ঘোড়ার পেইন্টিং তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না আপনাদের এত প্রশংসা গুলো কোথায় রাখবো। নিজেকে তখন সত্যি অনেক ভাগ্যবতী মনে হয়। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

ঘোড়ার পেইন্টিংটি দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই দক্ষ তার সাথেই পেন্টিংটি অঙ্কন করেছেন।আপনার সুন্দর ভাবে উপস্থাপনটি দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া আমি শুনে সত্যি খুব খুশি হয়েছি যে আপনি আমার উপস্থাপনা দেখে শিখতে পেরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনি এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু সত্যিই আমি আপনার কাজের বিশাল একজন ভক্ত। এত সুন্দর করে আপনি পেইনটিং করেন। প্রতিটি পেইন্টিং আমাকে মুগ্ধ করে তোলে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আর এক একটা পেইন্টিং মানে মন বলে তাকিয়ে থাক। দারুন দক্ষতা আপনার। অনেক অনেক শুভকামনা রইল আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। সময় চেষ্টা করব দক্ষতার সাথে ভালো ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দেওয়ার। আর আশা করছি আপনারা এবং ভালো ভালো কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

ওয়াও অসাধারন, আপনাকে সাধুবাদ জানাই এত সুন্দর ঘোড়ার পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার পেইন্টিং দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলে প্রশংসা করবো ভাষা খুজে পাচ্ছি না। আসলে সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না, কিন্তু আপনি অসম্ভবকে সম্ভব করেছেন তা আপনার কাজ দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য। আমার কাছে পেইন্টিংটা অনেক অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ঠিক সবার দ্বারা সবকিছু হয় না কিন্তু চেষ্টা করতে দোষ কি। আমি বিশ্বাস করি ইচ্ছা থাকলে উপায় হয়। কেউ যদি কোন কিছু মনে থেকে চায়, তাহলে সে সেটা অবশ্যই করতে পারবে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68500.64
ETH 3751.22
USDT 1.00
SBD 3.65