DIY - কৌটার বন্দী জীবন থেকে মুক্তি পাওয়া উড়ন্ত প্রজাপতির🦋 চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। প্রজাপতি কার না ভালো লাগে।তাই না?? তবে এই প্রাণীটিকে সব সময় দেখতে পাওয়া যায় না। এইজন্য আমি প্রায়ই ভাবি যদি প্রজাপতিকে একটি কাচের কোটায় বন্দি করে রাখা যেত। এবং এভাবেই যদি তাদের পালতে পারতাম,তাহলে কতই না ভালো হতো। যখনই ইচ্ছে হতো মন ভরে দেখে নিতাম। তবে সেটা কি আর সম্ভব? তাদেরকে বন্দি করে রেখে তাদের উড়ন্ত জীবনটাকে নষ্ট করতে চাই না। তারা যা খোলামেলাভাবে তাদের রঙিন ডানা দুটো মেলে আকাশে উড়ে বেড়ায় ফুলে ফুলে বসে।এটাই বোধ হয় তাদের সৌন্দর্যের প্রধান কারণ। এ কারনেই এই প্রাণীটিকে বন্দি করে রাখা অপরাধ হবে এবং তাদের সৌন্দর্য নষ্ট করা হবে। এই ব্যাপারটা নিয়ে আমার আজকের এই চিত্রাংকন।

বন্দী করা প্রজাপতি গুলোকে আকাশে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ফুলের সাথে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের চিত্রাংকন টি ভালো লাগবে। এবং সেইসাথে আপনারা আমার চিত্রাঙ্কনের গভীরতাটা ও বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

277989043_306426214896298_2390665598951218086_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি চারকোনা বক্স অঙ্কন করে নিলাম। এরপর ওই বক্স থেকে একটি কৌটার অবয়ব অংকন করতে শুরু করলাম।

277974803_1189195891619988_131443898703945061_n.jpg278007173_516698506777287_291441725351391891_n.jpg

ধাপ - 2

এরপর কৌটা টি ভালোভাবে অঙ্কন করে নিলাম। এবং কৌটার ভিতরে কিছু ফুল ও প্রজাপতি অঙ্কন করে নিলাম।

278012800_2331365493672103_8282813485477187425_n.jpg277938761_734695441235494_2011118764313691076_n.jpg

ধাপ - 3

কৌটা থেকে বেরিয়ে আসছে এমন কিছু প্রজাপতি ও ফুলের অঙ্কন করে নিলাম। ছোট-বড় বিভিন্ন মাপের প্রজাপতি অংকন করলাম। এবং সেই সাথে ছোট বড় করে বিভিন্ন ধরনের ফুল অংকন করে নিলাম।

277913254_1329165877595757_7960238294473332849_n.jpg277853291_393333712336307_9197688744229534442_n.jpg

ধাপ - 4

এরপর শুরু করলাম গাঢ় করার কাজ এবং রংয়ের কাজ। প্রথমেই মার্কার পেন দিয়ে কৌটা টি গাঢ় কালো করে নিলাম। এবং সেইসাথে হলুদ ও কমলা কালারের সংমিশ্রণে একটি প্রজাপতির রং করে নিলাম।


277925683_347576990736755_425545410664435744_n.jpg


ধাপ - 5

এরপর বাইরের ভিন্ন ধরনের ফুল এবং প্রজাপতি কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম। এবং একটি প্রজাপতি হালকা ও গাঢ় বেগুনি কালারের সাহায্যে রং করে নিলাম।
এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন সম্পন্ন করলাম।


277952572_957839095103877_3364407791230463407_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
277989043_306426214896298_2390665598951218086_n.jpg277972269_450758006823905_7238009481576541550_n.jpg
277852723_1348205175661841_5571153575809617066_n.jpg277962328_306100888312692_1675617204637061276_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 10 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

বাহ অনেক সুন্দর আপু। আপনার আজকের আর্ট এর থিমটা দারুণ ছিল। কৌটায় বন্দি প্রজাপ্রতির মুক্তির দৃশ্য। যেমন সুন্দর চিন্তা তেমন সুন্দর একেছেন। অনেক সুন্দর লাগছে। এবং উপস্থাপনা টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাইয়া আমি সবসময় চেষ্টা করি আমার চিন্তা ভাবনা গুলোকে চিত্রাংকন এর মাধ্যমে প্রকাশ করার। দোয়া করবেন যাতে এই কাজটা প্রতিনিয়ত বহাল রাখতে পারি। আর আমি সেই সাথে চেষ্টা করি উপস্থাপনাটা ও সুন্দর ভাবে করার।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কৌটার বন্দী জীবন থেকে মুক্তি পাওয়া উড়ন্ত প্রজাপতির চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে মুক্ত প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন। প্রজাপতিগুলো মনের আনন্দে উড়ে রেরাচ্ছে। দেখতে অনেক ভালো লাগছে। দারুন এই চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে আপু কোন কিছু বন্দী করে রাখার মধ্যে আনন্দ নেই। তারা যে ডানা মেলে প্রাণোচ্ছল ভাবে আকাশে উড়ে যাবে এটা দেখার মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য এবং তৃপ্তি রয়েছে। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

কৌটার বন্দী জীবন থেকে মুক্ত প্রজাপতি অংকন খুবই সুন্দর হয়েছে আপু। প্রজাপতি টি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। বিশেষ করে হলুদ ও বেগুনি রঙের প্রজাপতি টি দেখতে খুবই সুন্দর । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের সুন্দর কমেন্ট গুলো সত্যিই আমাকে ভালো কাজের প্রতি অনেক অনুপ্রাণিত করে। ভালো থাকবেন সবসময় এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কি যে বলি আপু ,প্রতিবারই আপনি দারুন দারুন চিত্র অঙ্কন করেন আর মুগ্ধ করে দেন সবাইকে ।আজকের এই চিত্রটা এত সুন্দর হয়েছে যে তাকিয়েই আছি। কৌটা থেকে প্রজাপতি গুলো বেরিয়ে যাচ্ছে তা দেখতেই যেন মনটা ভরে গেল।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা। কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভালো কাজগুলো আপনাদেরকে উপহার দেওয়ার। অনেক ভালো থাকবেন আপু এবং ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কৌটার বন্দী জীবন থেকে প্রজাপতির উড়ে যাওয়ার চিত্র খুবই সুন্দর হয়েছে। আপনার এই কৌটা অঙ্কন আমার খুবই ভালো লেগেছে।কী চমৎকার হয়েছে এটি। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কমেন্টটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। এভাবেই ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন যাতে আমি আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কৌটার বন্দী জীবন থেকে মুক্তি পাওয়া উড়ন্ত প্রজাপতির🦋 চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার আর্ট পোস্টে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনারা যারা নিজেরা ভালো ভালো কাজ করেন।তাদের কাছ থেকে এমন প্রশংসাজনক কমেন্ট পাওয়া সত্যিই আমার কাছে অনেক বড় ব্যাপার। সব সময় এমন ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন ভাইয়া। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কৌটার বন্দি জীবন থেকে মুক্ত পাওয়ার উড়ন্ত প্রজাপতির চিত্রাংকন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আপনি অনেক অসাধারণ একটি চিত্রাংকন করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি এই চিত্রাংকন আমাদের সঙ্গে সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কোটার বন্দী জীবন থেকে মুক্ত পাওয়ার উড়ন্ত প্রজাপতির চিত্রাংকন শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার চিত্রাংকন গুলো আমাকে মুগ্ধ করে দেয়। আপনি আমার চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করছেন সত্যিই আমার কাছে খুব ভালো লাগছে। আমি সব সময় চেষ্টা করবো আমার কাজগুলো সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এভাবেই পাশে থাকবেন আপু এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি আপনার ছবি অংকন এর মধ্য দিয়ে জনসচেতন মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

কৌটার বন্দী জীবন থেকে মুক্তি পাওয়া উড়ন্ত প্রজাপতির🦋 চিত্রাংকন দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম 😍
মনে হচ্ছিল প্রজাতিগুলো ছুঁয়ে দেই।
দারুন ছিল ♥️
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং কিউট মন্তব্য করার জন্য। আমি নিজেও চিত্রাংকন শেষ করার পর ইচ্ছে করছিল রঙিন প্রজাপতি গুলো কে একটু ছুঁয়ে দেখি। প্রজাপতি প্রাণীটা এমন যা প্রতিনিয়ত আমাদের মুগ্ধ করে রাখে।সেটা বাস্তবে হোক আর চিত্রাঙ্কনে হোক। আপনার কমেন্টটি পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সেলুট আপনার চিন্তা ভাবনাকে, কবির মতো কল্পনা করেন দেখি আপনি। সত্যিই চমৎকার আইডিয়া আর আপনারা আর্ট সেটাকে নিয়ে গিয়েছে আর এক অনন্য উচ্চতায়। দারুন ছিল আপু অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সব সময় দোয়া করবেন ভাইয়া যেন এমনই সুন্দর চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যেতে পারি। এবং আপনাদের মাঝে আবার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ করতে পারি চিত্রাংকন এর মাধ্যমে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33