DIY - আমার নিজের করা জাদুঘরের আর্কিটেকচারাল ডিজাইন প্রজেক্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ধর্মী একটি পোস্ট শেয়ার করবো।এই কয়দিন আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। কিছুদিন আগেই আমার ৫ম সেমিস্টার এর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। কম বেশি সবাই জানেন যে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। আজকে আমি আমার করা একটি প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো- মিউজিয়াম প্রজেক্ট। অর্থাৎ জাদুঘর ডিজাইনের উপর কাজ করেছি।সেই ডিজাইনের প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ কাজ এবং এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য্যসহকারে আমার পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

290096791_993702071293300_610660779451955098_n.jpg


ডিজাইনের কাজের প্রথমে আমাদের প্লেন নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ একটি বিল্ডিং এর ফ্লোর প্লান কেমন হবে সেটা নিয়ে। আমি চার তলা একটি জাদুঘর ডিজাইন করেছি। তাই আমাকে টোটাল চারটা ফ্লোর নিয়ে কাজ করতে হয়েছে। আমরা সর্বপ্রথম বিল্ডিং এর ফরম অর্থাৎ বাইরের দিকটা দেখতে কেমন হবে সেটা নিয়ে কাজ করি। এরপর বিল্ডিং এর ভিতরের ফ্লোরের ডিজাইন এর কাজ করি। অর্থাৎ কোথায় কোন রুম হবে বা কোন ফাংশন হবে সেটা নিয়ে।

290186631_431548072160584_6262250006990512261_n.jpg290088276_1433230070457835_1565071382269600747_n.jpg
289819546_418270066980153_1073626432098529404_n.jpg289523301_423884892944744_2951147441626804801_n(1).jpg

286888280_541045044337586_4090582256187399108_n.jpg



ফ্লোর প্ল্যান এর কাজ শেষ হওয়ার পর। আমরা বিল্ডিং এর সেকশন এবং ইলেভেশন নিয়ে কাজ করে থাকি। সেকশন হল একটি বিল্ডিং কে কোন এক পাশ থেকে ভাগ করে ফেললে ভেতরটা কেমন দেখাবে সেটা। এবং ইলেভেশন হল বিল্ডিং এর বাহিরের দিকটা। অর্থাৎ কোন পাশ থেকে বিল্ডিং টা কেমন দেখাবে সেটা বোঝার জন্য সাধারণত আমরা ইলেভেশন করে থাকি। আমি আমার এই জাদুঘরে ডিজাইনের জন্য একটি সেকশন এবং একটি ইলেভেশন করেছি।

285449941_418089729986196_5167645792488727205_n.jpg285389505_435395565079437_3154443021294066459_n.jpg
289626329_719103049312152_7741289616613997109_n.jpg289595905_5051070491670875_6257747595069071968_n.jpg


এরপর আমাদের থ্রিডি নিয়ে কাজ করতে হয়। কারণ থ্রিডি এর সাহায্যে বোঝা যায় বিল্ডিংটি বাস্তবে তৈরি হওয়ার পর কেমন দেখাবে। এ কারণে যে কোনো ডিজাইনছ থ্রিডি অনেক গুরুত্বপূর্ণ। আমি স্কেচ অ্যাপের সাহায্যে এই বিল্ডিং এর থ্রিডি তুলেছি। যদিও এই থ্রিডি পুরো ডিটেইল এ করা না। কিন্তু ফরম বোঝার জন্য ঠিকাছে।

289419478_3279450599045910_543948267874743954_n.jpg



সর্বশেষ স্টেপ হচ্ছে মডেল বানানো। আমাদের ডিপার্টমেন্টে এবং এই পড়াশোনায় এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন একটি ডিটেইলিং মডেল এর মাধ্যমে পুরো বিল্ডিং এর বাহ্যিক দিক বোঝানো যায়। আমি সবসময় চেষ্টা করে আমার সবগুলো কাজ খুব মনোযোগের সাথে করার। এমন সত্যি বলতে আমার ডিপার্টমেন্টে শিক্ষকরা খুবই বিনয়ী এবং সহযোগী। তারা খুবই সাহায্য করে আমাদের সবকিছু বুঝিয়ে সুন্দরভাবে কাজগুলো শিখিয়ে দেওয়ার। কারণ আমি মনে করি এই ধরনের পাবলিক বিল্ডিং একজন দুইজনের জন্য তৈরি করা হয় না। এই ধরনের পাবলিক বিল্ডিং প্রায় হাজার মানুষের জন্য তৈরি করা হয়। তাই এ ধরনের বিল্ডিং ডিজাইনে অনেক বেশি মনযোগী হয়ে চিন্তাভাবনা করে করতে হয়।

289097224_3439341352965079_6548898400870202257_n.jpg

289620723_441720034160030_4477615167642024028_n.jpg



সবশেষে এই কাজগুলো একত্রিত করে একটি শিটের মাধ্যমে জমা দিতে হয়। এরপর ডিপার্টমেন্টের সকল শিক্ষকদের সামনে সব কাজ এবং প্রজেক্ট নিয়ে কথা বলতে হয়। তারা ভুল ত্রুটির সব বুঝিয়ে দিয়ে এরপর মার্কিং করা হয়। এবং এইটাকে বলা হয় জুরি। আমাদের প্রতি সেমিস্টারে দুটো জুরি হয়। অর্থাৎ এখানে সবাই আমাদের কাজকে জাজ করে এবং পাশাপাশি মন্তব্য করে। এ কারণে জুরি অনেক বেশি গুরুত্বপূর্ণ।

289857706_1457493408046467_1334156484160586561_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 29, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

ব্রিলিয়ান্ট কাজ ও দৃষ্টিনন্দন উপস্থাপনা সেই সাথে আধুনিকতার ছোঁয়া ও সর্বশেষ বাস্তবতার আলোকে প্রতিটি চিত্র প্রকাশ করে বাস্তব চিত্র প্রদর্শন। যাই হোক আমার জন্য দোয়া করিয়েন আপু। আপনাদের ধারে কাছে যেন যেতে পারি।

 2 years ago 

আপনি খুব চমৎকার করে জাদুঘরের আর্কিটেকচারাল ডিজাইন প্রজেক্ট করেছেন। জাদুঘরের আর্কিটেকচারাল ডিজাইন প্রজেক্ট এর সবগুলো ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই প্রজেক্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগার এই প্রজেক্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও!! সুন্দর তো আপু। আপনি তাহলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হবেন। জাদুঘরের ডিজাইনটা সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার নিজের করা জাদুঘরের আর্কিটেকচারাল ডিজাইন প্রজেক্ট দেখতে খুব অসাধারণ। সত্যি আপনাকে প্রশংসা করার মত এত সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও জাস্ট অসাধারণ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি আপনার কাজের প্রশংসার দাবিদার। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

জাদুঘরে ডিজাইন আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। গ্রাফিক্সের মাধ্যমে আপনি এত সুন্দর একটি কাজ আমাদেরকে উপস্থাপন করে দেখিয়েছেন বলে অনেক ধন্যবাদ। আপনার জাদুঘরের ডিজাইনটি সত্যি অনেক ভালো হয়েছে আপু। দোয়া রইলো

 2 years ago 

আপু প্রজেক্টটি অনেক সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে আপনার পোস্টগুলোর মধ্যে আমি সৃজনশীলতা খুঁজে পাই । আপনার ক্রিয়েটিভিটি এবং দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98