DIY - এসো নিজে করি : কালারফুল চোখের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল চোখের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

246728900_197999542472463_4461687278448498364_n.jpg

উপকরণ:

  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

প্রথমে আমি চোখের গঠন পেন্সিল দিয়ে হালকা করে আর্ট করলাম।


246760126_1199847953831831_2584264382918728364_n.jpg
246786609_1574462379565373_1294365960103000471_n.jpg


ধাপ - 2

এরপর চোখের পাপড়িগুলো দিলাম খুবই হালকা করে আমি প্রথম প্রাথমিকভাবে দাগগুলো দিয়েছি পরবর্তীতে গারো করে দিয়ে দেওয়ার জন্য।


246880059_1011119853064431_2239359348468957313_n.jpg


ধাপ - 3

এরপর সাইন পেন দিয়ে পুরো চোখের সবগুলো অংশ আবার আর্ট করলাম।


246972319_392840675661121_1011821841428646384_n.jpg
246770220_3162987260651756_9184552004708467813_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম জল রং এর কাজ। প্রথমেই চোখের পাপড়িগুলো বিভিন্ন কালারের করলাম জল রং দিয়ে। এরপর চোখের চারপাশে জলরঙের বিভিন্ন রং ব্যবহার করলাম।


246762672_405765474558587_4540808695766835010_n.jpg
246529598_3036846343197177_686337581573246919_n.jpg


ধাপ - 5

এরপর একটি ব্রাশ এর মাধ্যমে জল রং গুলো ছিটিয়ে দিলাম চোখের উপর।


246821747_586742405860381_5762439536917289850_n.jpg


ধাপ - 6

এরপর চোখের মনির ভিতর জল রং দিয়ে চিত্রাংকন করলাম।


246966169_2925199304459200_7707250661627048025_n.jpg


ধাপ - 7

এরপর মনির সব কাজ শেষ করলাম রং করার মাধ্যমে। তারপর চোখের নিচের অংশে জল রং দিয়ে চোখের নিচে পাপড়িগুলো চিত্রাংকন করলাম।


246842224_210990151060893_9079843697981922943_n(1).jpg


ধাপ - 8

এরপর সবটুকু আর্ট চেক করে ভালোভাবে দেখলাম কোথাও কোনো কিছু মিসিং আছে কিনা ঠিক করতে হবে কিনা। এরপর আরো কিছু কাজ করলাম তারপর আমি আমার চিত্রাঙ্কনের কাজ শেষ করলাম।


246842224_210990151060893_9079843697981922943_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


246852759_851482775566978_4462577685391210306_n.jpg
246957664_398165471851451_3633641472135119730_n.jpg
246728900_197999542472463_4461687278448498364_n.jpg
246739287_620892708934674_4871479947385176925_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


247459690_300512281640747_8355482326564070412_n.jpg

বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 21 অক্টোবর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার অংকন টি অসাধারণ সুন্দর হয়েছে আপু । অনেক সুন্দর সুন্দর রঙের মিশ্রণে আপনি আপনার অংকন টিকে আরো সুন্দর করে তুলেছেন। আমার কাছে অনেক সুন্দর এবং ভালো লেগেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার আর্ট গুলো আসলেই প্রশংসার দাবিদার।
আপনার প্রতিটি আর্ট আমার কাছে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এতো সুন্দর একটি আর্ট উপস্থিত করার জন্য 😊

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার কালারফুল চোখের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। দেখে খুব ভালো লাগলো। আর এমন একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়।

 3 years ago 

আপনার আর্টের কোনো তুলনা হয়না! এক কথায় অসাধারন হয়েছে আপু। আপনার কালারফুল চোখের চিত্রাঙ্কনটা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়।

 3 years ago 

আপনার অংকন অসাধারণ হয়েছে । এটি দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি তুলির সঠিক ব্যবহার করে খুব অসাধারণ ভাবে অংকন করেছেন

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনারা যে শিল্পটি করেন তা আমি সত্যিই উপভোগ করি এবং আমি মনে করি আপনার হাতের মাধ্যমে একটি শিল্পে আপনার দক্ষতা আছে, শুভকামনা সবসময় বন্ধুরা।😊😊

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়। শুভকামনা রইল আপনার জন্য

অসাধারণ হয়েছে আপু আপনার চোখের আর্টটি।একদম প্রফেশনাল দের মতো হইছে।ধাপে ধাপে উপস্থাপনা ও কালারের ব্যাবহারও ছিল চোখে পড়ার মতো।শুভকামনা রইলো আপু আপনারা জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি বলতে আপু চোখের চিত্র টি এতো ভালই লেগেছে এটা আমি সেইভ করে রাখলাম।এতো ভালো দক্ষতা দারুন প্রতিভা।অনেক সুন্দর ভাবে ধাপ গুলো তুলে ধরেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়।

 3 years ago 

আপনার আর্টের ফ্যান আমি দিদি। যা কিছুই করেন সব কিছু এত চমৎকার ভাবে ফুটিয়ে তোলেন , আমি হা করে দেখি শুধু। আপনার থেকে অনেক কিছু শেখার আছে দিদি। ভালো থাকুন।

 3 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

কি অসম্ভব সুন্দর হয়েছে ছবিটা!!! এত বড় এক মায়াবী চোখ। কেমন যেন চোখের মায়ায় ডুবে গেলাম।
আপনার মধ্যে সৃজনশীলতা ভরপুর। প্রতিটি পোস্টে আপনি আপনার সৃজনশীলতার পরিচয় দেন। যেটা দেখে আমার খুবই ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে ছবিটা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61670.63
ETH 3448.98
USDT 1.00
SBD 2.51