DIY - এসো নিজে করি : জল রং দিয়ে একটি মা এবং একটি বাচ্চা জিরাফের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি একটি মা এবং একটি বাচ্চা জিরাফের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

251341277_624037861947757_8592313873714697524_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি একটি পেইজ নিলাম। তারপর সেখান পেন্সিল দিয়ে সোজা করে দু'পাশে দুটি লম্বা দাগ টানলাম। এরপর আমি মা জিরাফের শরীরের গঠন চিত্রাংকন করলাম পেন্সিল দিয়ে।


250844911_829238961104996_5633426899791221313_n.jpg


ধাপ - 2

এরপর বাচ্চা জিরাফ টির চিত্রাংকন করলাম। এমনভাবে চিত্রাংকন করলাম যেন মা তার বাচ্চাকে আদর করছে।


250824577_580678633045881_3238445578360807200_n.jpg


ধাপ - 3

এরপর জিরাফ গুলোর আশেপাশে প্রজাপতি উড়ছে এমন কিছু বোঝানোর জন্য তিনটি প্রজাপতি আর্ট করলাম।


250824570_1005150150065078_7794510432690504723_n.jpg


ধাপ - 4

এরপর জলরং এর কাজ শুরু করলাম। প্রথমেই জল রং দিয়ে পেজের বিভিন্ন জায়গায় রং করলাম। তারপর বাচ্চা জিরাফের শরীরের রং করলাম। এবং সর্বশেষে সেগুলো আরো গাড়ভাবে গঠন বোঝানোর জন্য শরীরের উপরে অংশগুলোতে কাল মার্কার দিয়ে দাগ টেনে দিলাম।


250803336_1014156182765375_8068566139585078026_n.jpg
250966640_407598044202123_2269314312024198092_n.jpg


ধাপ - 5

এরপর মা জিরাফটির শরীরের অংশগুলো রং করলাম। এবং মার্কার পেন দিয়ে শরীরের গঠন গুলো আরো ভালোভাবে ফুটিয়ে তুললাম। তারপর প্রজাপতিগুলো মার্কার পেন দিয়ে আবারো পেন্সিল এর উপর দাগ টেনে দিলাম।


250850814_1867768843405893_1014602582865540929_n.jpg


ধাপ - 6

এরপর পেজের মধ্যে আরো কিছু রং করলাম এবং প্রজাপতি গুলোর শরীরের রং করলাম। একেকটি প্রজাপতির রং একেক কালার দেওয়ার চেষ্টা করেছি যেন এ সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়।


250859702_174102488177698_5304707062621299963_n.jpg


ধাপ - 7

এরপর পেজের মধ্যে গোল গোল করে কিছু রং করলাম এবং জিরাফ গুলোর শরীরের মধ্যে সাদা রং করলাম মাঝখানে যেখানে খালি ছিল। এভাবেই আমি জল রং দিয়ে একটি মা এবং একটি বাচ্চা জিরাফের চিত্রাংকন করেছি।


250757810_1275353226248529_5641647758503313482_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


251140782_256798249734482_5819612219589678287_n.jpg
250922955_905464853410557_7721547302167394536_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


250959140_252322676938972_8875769911525007446_n.jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০১ নভেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার জল রং দিয়ে মা ও বাচ্চা জিরাফের চিত্র অংকন দেখতে অনেক সুন্দর হয়েছে। তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপু।

 3 years ago 

এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনার হতে যেন জাদু আছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর চিত্র অংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন যাতে সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর চিত্র অংকন উপহার দিতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি দুটি জিরাফ এর মাধ্যমে মায়ের ভালোবাসা কে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কোন কিছু তুলনা হয়না। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে উত্তম আর কিছু নেই। আমি আমার পেইন্টিংয়ে মায়ের ভালোবাসাটা ও ফুটিয়ে তুলতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আবার ও মুগ্ধ হয়ে গেলাম আপু। জাস্ট অসাধারণ ছিল👌👌👌

দিন দিন অসাধারণ হয়ে উঠছে আপনার পেইন্টিং আপু😍😍😍🥰
আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে এই ভাবেই আপনাদের মুগ্ধ করে যেতে পারে আমার সুন্দর সুন্দর কাজ দিয়ে। আপনার জন্য ও অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু, বরাবরই জলরং এর চিত্র অংকন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। জলরং দিয়ে এত সুন্দর একটি মা একটি বাচ্চা জিরাফের ড্রয়িং টি খুবই খুবই সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে নিখুঁত এবং দক্ষতার সাথে এই ড্রয়িং টি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ড্রয়িং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমাকে সত্যিই অনেক অনুপ্রাণিত করে। এভাবেই আমাকে উৎসাহ দিয়ে যান যাতে আমি আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারি। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার আর্ট নিয়ে আমি কি বলব বুঝতেছিনা। আমি নিজেও একজন আর্ট প্রেমি। আপনার প্রতি আর্ট আমাকে অনুপ্রেরণা দেয়। খুব ভালো লাগে আপনার আর্ট গুলো। কত সুন্দর করে আপনি আর্ট করেছেন দেখেই মন জুড়ে যায়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমি আপনাকে অনুপ্রাণিত করি এ কথাটা শুনে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

এক কথায় বললে অসাধারণ হয়েছে আপনার চিত্রাংকন। দক্ষতা থাকলে অনেক কিছু করা সম্ভব সেটা আপনাকে দেখলে বোঝা যায়।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

জল রং দিয়ে একটি মা এবং একটি বাচ্চা জিরাফের অনেক সুন্দর চিত্রাংকন করেছেন। কি দারুন আর্ট করেন আপনি আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আপনার আর্ট বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। শুভকামনা রইলো আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে একটি মা এবং একটি বাচ্চা জিরাফের চিত্রাংকনটি অতি চমৎকার হয়েছে আপু।সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামণা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ এটা সত্যিই আশ্চর্যজনক এবং আপনি যে ফলাফলগুলি করেছেন তা দেখে আমি খুব অবাক হয়েছি, আমি এটি সত্যিই আশ্চর্যজনক ছাড়া আর কিছু বলতে পারি না। আমার বন্ধু আপনি সব শুভ কামনা এবং একটি সুখী দিন 😊😊

 3 years ago 

ভাইয়া আমি সত্যি আপনাদের এসব কমেন্ট করে অনেক বেশি উৎসাহিত হই। আমার ভালো কাজ করার তাগিদ যেন আরো বেড়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য। অনেক শুভকামনা নিবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65124.62
ETH 3554.39
USDT 1.00
SBD 2.46