DIY - এসো নিজে করি : ম্যাচের কাঠি দিয়ে লাজুক খ্যাঁকের থ্রিডি || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়েছি ম্যাচের কাঠি দিয়ে লাজুক খ্যাঁকের থ্রিডি। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য যার কারনে আজকে আমি এমন একটা কিছু বানিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই থ্রিডি জঙ্গল ভালো লাগবে যেখানে আমি দুইটি লাজুক খ্যাঁক দিয়েছি।

262781032_267111368768058_7887962537570365320_n.jpg

উপকরণ:
  • পেন্সিল
  • ম্যাচের কাঠি
  • প্লাস্টিক উড
  • গাম

262134231_649190383159068_2438877097142929396_n.jpg



আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে একটি প্লাস্টিক উড এর মধ্যে পেন্সিল দিয়ে আমি লাজুক শিয়ালের চিত্রাংকন করার জন্য মাথার উপরের অংশ এবং শরীরের কিছু অংশ আর্ট করলাম। আপনারা চাইলে এখানে প্লাস্টিক উড এর পরিবর্তে কোন মোটা কাগজে ব্যবহার করতে পারেন।


262142080_780654422890965_3069203925906053748_n.jpg


ধাপ - 2

এরপর পুরো লাজুক শিয়াল টির চিত্রাংকন করলাম। এমনভাবে আর্ট করেছি যেন দেখে মনে হচ্ছে শিয়ালটি অনেক লজ্জা পাচ্ছে তাই লেজ দিয়ে মুখ ঢেকে রেখেছে।


262097717_230240335900544_8560655176798745031_n.jpg


ধাপ - 3

শিয়াল টির শরীরের বাহিরের অংশগুলো আমি জ্বলে যাওয়া কাঠি দিয়ে সাজাবো তাই আমি প্রথমেই লাইনগুলোর মধ্যে গাম দিয়ে ম্যাচের কাঠি গুলো মাথার উপরের অংশে লাগিয়ে দিলাম।


261958644_639715823716467_851795512496836428_n.jpg
261995763_330119495215943_7708725438757566819_n.jpg


ধাপ - 4

শিয়ালটি শরীরের বর্ডার গুলো শুধু জ্বলে যাওয়া ম্যাচের কাঠি দিয়ে সাজাবো আর বাকি সবগুলো লাল বারুদের ম্যাচের কাঠি দিয়ে সাজাবো তাই মুখের অংশগুলো আমি সাজালাম এবং শুধু চোখের অংশগুলো আমি জ্বলে যাওয়া ম্যাচের কাঠি দিয়ে সাজাবো। যেন দূর থেকে চোখটা স্পষ্ট বুঝা যায়।


262038776_1077865179691386_6106988385062601419_n.jpg
261966138_300530652078321_7992847084849455134_n.jpg


ধাপ - 5

এরপর পুরো মুখের অংশটুকু সাজিয়ে ফেললাম ম্যাচের কাঠি দিয়ে।


262141952_1061152064726717_7216197357721279641_n.jpg


ধাপ - 6

এরপর লেজের ডান সাইডের অংশটুকু সম্পূর্ণ সাজিয়ে ফেললাম।

262038654_1872794416441504_19307184383864253_n.jpg261862819_427995442223729_5911455398352565690_n.jpg
262114111_256494063212407_7593063175123183666_n.jpg262241992_604831677421333_6631156253534577193_n.jpg

ধাপ - 7

লেজের একবারে নিচের অংশটুকু আলাদা বুঝানোর জন্য ম্যাচের কাঠি গুলোকে উল্টা করে বসালাম যেন সাদা অংশটা উপরে থাকে।


262271187_941796706759381_8750457889371010411_n.jpg


ধাপ - 8

এরপর একই রকমভাবে পুরো অংশটুকু ভরাট করে ফেললাম ম্যাচের কাঠির উল্টো অংশ দিয়ে। আর এভাবে আমি শেষ করলাম ম্যাচের কাঠি দিয়ে লাজুক খ্যাঁকের থ্রিডি.


262108319_596769004980791_6460888913501749582_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
IMG_20211130_232931.jpgIMG_20211201_093243.jpg
IMG_20211130_233036.jpgIMG_20211130_232845.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


262316870_448424666875145_915607920573066602_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং পহেলা ডিসেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু। কাজটি দেখেই খুব ভালো লাগলো। কালো আর লাল রঙের কাঠি মিলিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখতে সত্যিই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কাজ উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কিছু কিছু কাজ একদম পাগল করে দেয় দিদি। আজকেও তাই। কি সুন্দর থিম। কাছে থেকে বুঝতে একটু অসুবিধা হলেও দূর থেকে দারুন ফুটে উঠেছে। আপনার ধৈর্যশক্তির প্রশংসা করতেই হবে। অনেক সুন্দর উপস্থাপন দিদি। অনেক অনেক ভালোবাসা রইলো। ❤️❤️❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। প্রার্থনা করবেন আপু ধৈর্য শক্তি ধরে সবসময় কাজ করে যেতে পারি আর আপনাদের কাছ থেকে প্রশংসা গুলো নিতে পারি। আপনার জন্য ও অনেক ভালোবাসা রইলো।

 3 years ago 

সত্যি বলতে আপনার কাজ দেখে মুগ্ধ হলাম। ম্যাচের কাঠি দিয়ে লাজুক খ্যা্ঁক এর থ্রিডি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল আপু আর আপনার কাজ প্রশংসার দাবিদার। আমার খুব এ ভাল লাগে✨

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেকবারই আপনি আমার কাজের অনেক প্রশংসা করেন সত্যিই এটাই আমার জন্য অনেক উৎসাহজনক। এজন্য আবার আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অবাক করার মতো একটি ডাই বানিয়েছেন আপু।এতোটা নিখুত, আর সময় নিয়ে করেছেন কি বলবো।অসাধারন হয়েছে আমার কাছে খুবই ইউনিক আর সুন্দর লেগেছে। ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কি অসাধারণ ক্রিয়েটিভিটি আপনার। অনেক সুন্দর লাগছে থ্রিডি টি দেখতে। বিশেষ করে ভালো লেগেছে দুই রকমের ম্যাচের কাঠি ব্যবহার করায়। অনেক ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। খুব সুন্দর করে ধাপগুলো উপস্থাপন করেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য ‌। আমি চেষ্টা করব সব সময় ইউনিক জিনিসগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ম্যাচের কাঠি দিয়ে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁকের থ্রিডি তৈরি করেছেন দারুন হয়েছে ভাই একবারেই অসাধারণ। আমি তো দেখে রিতিমত অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ। আপনি সত্যিই প্রতিনিয়ত অনেক কষ্ট করে সব সময় ইউনিক কিছু করার চেষ্টা করেন। দেখে অনেক ভালো লাগে। লাজুক খ্যাঁক 🦊 এর চোখ দুইটি আমার ভিশন পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনাদের থেকেই তো শেখা প্রতিনিয়ত কিভাবে সুন্দর সুন্দর পোস্ট এবং ইউনিক কাজগুলো করতে হয়। এভাবেই সব সময় পাশে থাকবেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও!! অসাধারণ হয়েছে আপনার চালাক শিয়াল।দেখতে অসাধারণ হয়েছে। আপনার সৃজনশীল শিল্প কর্ম দেখে আমি মুগ্ধ।
শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর চিন্তা ভাবনার বর্হিপ্রকাশ।খুব সুন্দর হয়েছে আপনার তৈরি মেজের কাঠির লাজুক খ্যাক।এটা সৃজনশীলতার বর্হিপ্রকাশ।সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করে যাবো সব সময় আমার সৃজনশীলতার বহিরপ্রকাশ এর মাধ্যমে আপনাদের মাঝে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার।

আপু আপনার আর্টের তুলেনা হয় না।আপনি একদম আলাদা একটা ইউনিক আমাদের সাথে শেয়ার করছেন।আপনি অনেক সুন্দর করে ম্যাচের কাঠি দিয়ে ল্যাজুক খ্যাকের থ্রিডি কার্ড তৈরি করছেন।দেখতে অনেক দারুণ লাগছে।আর্টের সাথে সাথে উপস্থাপনা বেশ সুন্দর হয়েছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধণ্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সত্যি আপনাদের এই কমেন্ট করার জন্য আমি কৃতজ্ঞ কারণ এই কমেন্টগুলো আমার কাজ করার তাগিদ আরও বাড়িয়ে দেয়। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

বাহ আপু কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা খুজে পাচ্ছি না। কেননা এটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। কষ্টতা ও দক্ষতার সাথে সুন্দর একটা পোস্ট তৈরী করেছেন আপনি। তাও আবার ম্যাচের কাঠি দিয়ে লাজুক শিয়াল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62205.55
ETH 2397.85
USDT 1.00
SBD 2.50