DIY - জীবনের দুটি ধাপ নিয়ে দুটি মুখোশের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকে আর্ট পোষ্টের মাধ্যমে আপনাদের কাছে আমি একটি নতুন তথ্য পৌঁছে দিব। সুখী মানুষের জীবনে দুটি জিনিস রয়েছে। একটি হলো সুখ অর্থাৎ হাসিখুশি। এবং অন্যটি হলো দুঃখ অর্থাৎ কান্না। এই দুটো জিনিস মিলিয়ে একটি মানুষের জীবন। কোনো মানুষ চাইলেই আজীবন সুখে থাকতে পারবেনা। আবার কোনো মানুষ চাইলেই আজীবন দুঃখে থাকতে পারবে না। জীবনে দুটোই আসবে এবং যাবে।এই সত্য মেনে নিয়েই আমাদের জীবনে পথ চলতে হব।
আমি চেষ্টা করেছি চিত্রাংকন এর পাশাপাশি রং দিয়ে জীবনের এই দুটো ধাপকে ভালো ভাবে প্রকাশ করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিত্রাংকন টি ভালো লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ যারা ধৈর্য্যসহকারে আমার পুরো পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে কোনাকুনি লম্বাটে দুটো দাগ টেনে নিলাম। এবং সেই দাগ দুটির দুই পাশে দুটি মুখোশের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।
এরপর মুখোশ দুটোর ভিতরে চোখ নাক মুখ অঙ্কন করতে শুরু করলাম। প্রথমে উপরের মুখোশটির চোখ,নাক, মুখ এমনভাবে অংকন করলাম,যাতে দেখে মনে হয় এটি খুব হাসিখুশি মানুষের মুখোশ। এবং নিচের মুখোশটিতে চোখ, নাক, মুখ এমনভাবে অংকন করলাম যাতে, দেখে মনে হয় এটি খুবই কষ্টে আছে এবং চিৎকার করে কাঁদছে।
এরপর পেন্সিল এর সাহায্যে মুখোশ দুটির দুপাশে দুটি হাত অঙ্কন করে নিলাম। যাতে দেখে মনে হয়,এই দুটি হাত ওই দুটি মুখোশ প্রকাশ করার জন্য ধরে রেখেছে।
এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি কালো মার্কার পেন দ্বারা গাঢ় করে নিতে শুরু করলাম। এবং খুব ভালোভাবে গাঢ় কালো করে নিলাম।
এরপর যে সকল অংশ আরো বেশি গাঢ় করার প্রয়োজন ছিল এবং কিছু হেচ ডিজাইনের প্রয়োজন ছিল। কালো মার্কার পেন এর সাহায্যে সেই সকল কাজ ভালোভাবে সম্পন্ন করে নিলাম। এরপর হাসিখুশি মুখোশের উপরের দিকে কালারফুল জল রঙ ছিটিয়ে দিলাম। এবং কষ্টে দুঃখে ভরা মুখোশের নিচের দিকে। দুঃখ প্রকাশ করে এই ধরনের জল রং ছিটিয়ে দিলাম।
এবং এভাবেই আমি আজকের চিত্রাংকন টি সম্পন্ন করে নিলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 29 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার আর্ট গুলো বরাবরই একদম ইউনিক হয়। আজকের টিও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে কনসেপ্ট টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের জীবনে সুখ থাকলে দুঃখ অবশ্যই থাকবে। কারণ এই ২ টি জিনিস না থাকলে আমরা কখনোই জীবন উপভোগ করতে পারতাম না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
একদম ঠিক বলেছেন আপনি জীবনের সুখ-দুঃখ না থাকলে সত্যিই আমরা জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারতাম না। সে ক্ষেত্রে যা জীবনের সুখ শুধু সুখ ই থাকতো। আর যার জীবনের দুঃখ তার জীবনে শুধু দুঃখই থাকতো। ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
আপু আপনার চিত্রের মাধ্যমে একটি মানুষের জীবনের এপিঠ-ওপিঠ দুটি পরিলক্ষিত হচ্ছে। কারণ মানুষের দুঃখের পরের পিঠে সুখ আর সেটি আপনার চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। এত সুন্দর চিন্তাধারা আপনার ভেতরে আছে এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। এই চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। আপনাদের এই কমেন্ট গুলোর কারণে আসলে আমি ভালো কাজ করতে পারি অথবা ভালো কাজ করার চেষ্টা করি। আশা করছি সবসময় এমন সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন।
ঠিকই বলেছেন আপু, সুখ এবং দুঃখ এই দুইটি বিষয় নিয়েই মানুষের জীবন। আপনি মানুষের মুখোশের চিত্রাংকন এর মাধ্যমে সুখ এবং দুঃখ কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার চিত্রাংকন এর থিম গুলো সব সময় খুবই অসাধারণ হয় আপু। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার চিত্রাংকন এর থিম গুলো বুঝতে পারার জন্য। আসলে বাস্তবতা কে সামনে রেখে যদি কোন চিত্রাংকন করা যায় সেটা সব সময় অসাধারণ লাগে সবার কাছে যেটা আমি করার চেষ্টা করেছি।
এটা আমাদের সবাইকে মেনে নিয়েই চলতে হবে যে জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে। সুখ এবং দুঃখ নিয়েই আমাদের জীবন। আপনার চিত্রাংকনের মধ্যে দেখছি মানুষের জীবনের এই চিরন্তন সত্য খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। খুবই ভালো লাগলো আপু আপনার চিত্রাংকনটি। ধন্যবাদ।
ঠিক বলেছেন যে আমাদেরকে মেনে নেওয়া উচিত জীবনে সুখ দুঃখ দুটোই আছে । কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন কিন্তু আমরা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনা আর হয়তো কখনো পারব না কারণ মানুষের আবেগটা মানুষ যখন দুঃখের মধ্যে পড়ে যায় তখন ধরে রাখতে পারেনা।
সুখ-দুঃখের খুব সুন্দর একটি আর্ট করেছেন। এমন নিখুঁত করেছেন যে হাসির মুখ যেটা সেটাই একেবারে চোখের ভিতর হাসিটা ফুটেছে ।আর দুঃখের চেহারাটা চোখের ভিতর তাকালেই বোঝা যাচ্ছে ।অনেক বেশি সুন্দর এঁকেছেন আপু। খুব ভালো লাগলো।
সত্যি আমি অনেক আনন্দিত যে আপনি আমার চিত্রাংকন এর গভীরতা বুঝতে পেরেছেন এটা একজন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া বলে আমি বিশ্বাস করি। অসংখ্য শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।
বেশ অনেক আগে থেকেই জনপ্রিয় একটি চিত্রকর্ম এটি।আপনি সেটা আজ করে দেখিয়েছেন।জীবনের দুঃখ কষ্ট সব মেনে নিয়েই এগোতে হবে।
একটা কথা আছেনা যে,,ye zindegi hain beta.ma nehi jo har wakt pyaar de.
খুব সুন্দর ছিল।শুভ কামনা রইলো 😍🥰
বাহ খুব সুন্দর কথা লিখেন তো আপনি। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।এটা একদম বাস্তব সত্য কথা জীবনের দুঃখ কষ্ট সব মেনে নিয়েই এগোতে হবে। এবং এটা যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে,সে জীবনে তত বেশি ভালো থাকবে। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
কি চমৎকার আর্ট 👌👌👌 দেখেই আটকে গেলাম আপু। প্রশংসা করার মত বিশেষণ আমার কাছে নেই আপু। অনেক গভীরতা আছে পুরো কাজের ভেতরে। ছবি টার দিকে তাকিয়ে থাকলে এক এক সময় এক এক রূপ দেখছি যেন। মাঝে মাঝে ভয়ও লাগছে। অপূর্ব আপনার চিন্তাধারা আপু।
ধন্যবাদ আপনাকে এই পোস্টে আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আমি সত্যি খুব আনন্দিত বোধ করছি যে আপনি আমার কাজের গভীরতাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ কমেন্টের মাধ্যমে আমার এত সুন্দর প্রশংসা করে ভালো কাজ করার তাগিদ আরো বাড়িয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার চিত্রাঙ্কনের মধ্যে আপনি খুব সুন্দর করে আমাদের জীবনের দুইটি অবস্থার প্রকাশ ঘটিয়েছেন। আপনার চিত্রাংকনটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি চিত্রাংকনের সবগুলো ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চিত্রাংকন টি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জীবনের বাস্তবতা গুলো আসলে এমনই হয় কখনো সুখ কখনো দুঃখ। যার কারণে দুটোকে একসাথে দেখানোর জন্যই আমার এই ধরনের চিত্র অংকন করা। আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার অনেক পাওয়া।
দারুন আইডিয়া। এবং খুব সুন্দর ভাবে সেই আইডিয়াটি বাস্তবায়ন করে দেখিয়েছেন আমাদের। তবে সবচেয়ে বেটার হতো যদি সুখের প্রতিচ্ছবি টি সামনে দিয়ে দুঃখের প্রতিচ্ছবি টি পেছনে দিতেন।তাহলে কনসেপ্ট টা দাড়াতো সুখের আড়ালে দুঃখ বিরাজমান😍
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমার কনসেপ্টটা কে আরো সুন্দর করে বলার জন্য। আসলে তখন আমার মাথায় যতটুকু এসেছে আমি তা নিয়েই কাজ করেছি। এরপর অবশ্য এমন কোন কাজ করতে গেলে আপনার কনসেপ্টটি প্রথমে কাজে লাগাবো। ভালো থাকবেন ভাইয়া।
সুখ-দুঃখ মিলেই জীবন। মানুষ কখনো হাসে কখনো বা কাঁদে। আর এই হাসি ও কান্না দুই ওভারে সুন্দর প্রকাশ ঘটিয়েছেন আপনার এই চিত্রাংকন এর মধ্যে। চমৎকার এঁকেছেন। একদম প্রফেশনাল আর্টিস্ট দের মত। শুভকামনা রইল আপু।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি জীবনের এই দুটি ধাপ কে সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার। আপনারা যে সেটা আমার চিত্রাংকন এর মাধ্যমে বুঝতে পেরেছেন এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।