কার্টুন গাজরের 🥕চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি কার্টুন গাজরের 🥕চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

image.png
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে মাটির স্তর বোঝানোর জন্য একটি বক্ররেখা অঙ্কন করে নিলাম। এরপর যে জায়গায় গাজরগুলো লাগানো হয়েছে সেই জায়গায় ছোট ছোট বক্ররেখা অংকন করে নিলাম। এরপর সেই ছোট ছোট বক্ররেখার উপর বিভিন্ন আকৃতির গাজর অংকন করতে শুরু করলাম।

298953791_609767023833653_3073403977498624049_n.jpg299873323_1659229657811612_7390266846764972251_n.jpg

ধাপ - 2

এরপর বিভিন্ন মুখো ভঙ্গি দিয়ে সবগুলো গাজরের কার্টুন অঙ্কন করে নিলাম। এরপর শুরু করলাম রঙের কাজ। কমলা কালারের জল রঙের সাহায্যে গাজর গুলো রং করে নিলাম।

298555127_3081777495460425_5912910633806175991_n.jpg299012557_1223311005098026_8255284806928788658_n.jpg

ধাপ - 3

এরপর মাটির স্তরটি হালকা বাদামী কালারের জল রঙের সাহায্যে ভালোভাবে রং করে নিলাম। এবং এর উপর আবার গাঢ় বাদামি কালারের জল রঙের সাহায্যে রং করে নিলাম। এতে মাটির স্তরের কালারটি অনেক সুন্দর ভাবে বোঝা যাবে।

299043933_630059691727462_3180265237899909488_n.jpg299215649_782790823062233_4623640040043366765_n.jpg

ধাপ - 4

এরপর গাজরের মাথার উপর সবুজ পাতা রং করতে শুরু করলাম। হালকা সবুজ কালারের জল রঙের সাহায্যে পাতাগুলো ভালোভাবে রং করে নিলাম।

298527740_620211636364343_556428754249586434_n.jpg298753148_5137507679694934_3802871468483353853_n.jpg

ধাপ - 5

এরপর কালো মার্কার প্যানের সাহায্যে পুরো চিত্রাংকন টি গাঢ় করতে শুরু করলাম। কালো মার্কার প্রেমের সাহায্যে কার্টুন গাজর গুলোর মুখভঙ্গি, চোখের আকৃতি ভালোভাবে গাঢ় করে নিলাম।
এবং এভাবেই আমি আমার চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

299006954_1426054351233152_7243967851066037079_n.jpg298977399_598897558499339_309189504986530221_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
image.pngimage.png
image.pngimage.png


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং আগস্ট 17, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার আর্ট গুলো বরাবরই খুব ইউনিক হয়। আজকের আর্ট টিও অসাধারণ হয়েছে। গাজর গুলোকে খুবই কিউট লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অও,অসাধারণ হয়েছে👌 আপু কার্টুন গাজরের চিত্রাংকনটি।আমার তো খুবই ভালো লেগেছে, বেশ মজার ছিল চিত্রটি।মনে হচ্ছে আপনি মা-বাবা, ছেলে-মেয়েসহ গাজরের পুরো পরিবারকে অঙ্কন করেছেন।হি হি☺️☺️।ধন্যবাদ আপু ,ভালোবাসা অবিরাম💝।

 2 years ago 

কার্টুনের আর্ট গুলো অসাধারণ হয়েছে আপু ৷আপনার দক্ষতা ভালো আছে ৷ধন্যবাদ আপু

 2 years ago 

গাজরের কার্টুন চিত্র গুলো অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি ৷ অনেক সুন্দর হয়েছে ৷ আপনার চিত্রাংকনে বেশ দক্ষতা আছে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

কার্টুন গাজরের চিত্রাংকন টা আসলেই অনেক সুন্দর হয়েছে। সবুজ পাতা দেওয়ার জন্য আর্ট টি বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু খুব সুন্দর ভাবে কার্টুন গাজরের আর্ট করেছেন।সবসময় আপনি খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন।আপনার আর্ট সবসময় আমার অনেক ভালো লাগে।আজকের এই আর্ট আরও বেশি ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর করে আপনি গাজর ক্ষেতে গাজরের কার্টুন চিত্রটি ফুটিয়ে তুলেছেন । একেকটা মুখের ভঙ্গি দেখে সত্যিই খুব হাসি পেল । তবে আপু আপনার এই গাজরের ক্ষেতটি একটু সাবধানে রাখবেন কয়েকদিনের মাঝেই আমি একটি খরগোশের ছবি আর্ট করতে চলেছি ।

 2 years ago 

আপু আপনার কার্টুন গাজর এর চিত্র অঙ্কন সত্যি চমতকার হয়েছে। রঙ এর মিশ্রন টা বেশি ভালো লেগেছে।

আমি আপনার আর্টের ফ্যান আগে থেকেই। সব সময় নতুনত্ব থাকবে। এক একটা গাজরের মুখের এক্সপ্রেশন এক এক রকম , এই ব্যাপারটা দারুন লেগেছে আমার 👌👌। চমৎকার একটা কনসেপ্ট এক কথায়।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43