DIY - এসো নিজে করি : খাদ্য প্রেমিকদের জন্য ফাস্টফুড খাবারের চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আপনারা যারা কম বেশি আমার পোস্ট‌ পড়েন, তারা অনেকেই জানেন যে আমি ভোজন রসিক। অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার খেতে খুব পছন্দ করি। খাদ্য প্রেমিক হওয়াটাও কিন্তু একটা গুণ। হিহিহি 😁। যেটা সবার মধ্যে থাকে না। কিন্তু এই গুণটা আমার মধ্যে একেবারে ভরপুর। ঘরোয়া খাবারের পাশাপাশি বাহিরের ফাস্টফুড খাবার ও আমার খুব পছন্দ। যদিও এগুলোর স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরও মন কেন জানি ওই খাবার গুলোর দিকেই ছুটে যায়। কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছে বাহিরে যেয়ে নিজের পছন্দমত ফাস্টফুড খেয়ে আসবো। কিন্তু ইউনিভার্সিটির প্রেসার এবং নিজের কিছু ব্যস্ততার কারণে সময় করে বাহিরে যাওয়া হচ্ছে না। তাই পছন্দমত খাবারগুলো খেতে পারছি না। আমার অবশ্য পছন্দের খাবারগুলো বাসায় অর্ডার দিয়ে খাওয়ার থেকে বাহিরে যেয়ে খেতে বেশি ভালো লাগে। কারণ এতে করে নিজের জন্য কিছু সময় বের করা হয়। নইলে তো আজকাল আমরা নিজেদের সময় দিতে ভুলেই গেছি। বলতে পারেন জানিই না কিভাবে সময় দিতে হয় নিজেদেরকে।

যাই হোক আর কথা না বাড়িয়ে বলে ফেলি যে আজকের আর্টটি কি নিয়ে করেছি। অনেকে অবশ্য এতক্ষণে ধরতে পেরেছেন। হ্যাঁ আজকে আমি ফাস্টফুড খাবারের চিত্রাংকন করেছি 😋। আমার মত খাদ্য প্রেমিকদের জন্য। কারন আপনারা সবাই জানেন যেটা আমার বাস্তব জীবনের হয়ে ওঠে না। সেটা আমি আমার স্কেচবুক,পেন্সিল এবং রং তুলির মাধ্যমে সম্ভব করে ফেলি। আশা করছি আজকের চিত্রাংকন টি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

276053483_3151071955214053_4982667798642244953_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি বার্গারের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর বার্গারটির সামনে একটি পিজ্জা, ডান পাশে একটি নাচোজ এবং বাম পাশে একটি হটডগ অঙ্কন করে নিলাম।

275991206_653082379316578_8408697822059209064_n.jpg276015737_856996191713262_7101910343024588043_n.jpg

ধাপ - 2

এরপর আবারো পেন্সিলের সাহায্য দুটি শর্মা এবং একটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাকেট অংকন করে নিলাম। সেইসাথে কোল্ড ড্রিংক্স এবং কোল্ড কফির বোতল অঙ্কন করে নিলাম।

275806699_703973100632441_765694964391474977_n.jpg276003079_354230773384372_3054300345235193620_n.jpg

ধাপ - 3

এরপর খাবারগুলোর নিচে একটি খাবার পরিবেশন করার প্লেট অঙ্কন করে নিলাম। এভাবে চিত্রাঙ্কনে পেন্সিলের কাজ সম্পন্ন করলাম।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে চিত্রাঙ্কনে যে সকল অংশে লাল এবং সবুজ রং প্রয়োজন। সেই সকল অংশ ভালোভাবে রং করে নিলাম।

275997567_4702525819857217_5725984541862575178_n.jpg276047724_380678820303457_7300698404684305641_n.jpg

ধাপ - 4

এরপর হালকা বাদামি ও গাঢ় বাদামী রঙের কাজগুলো সম্পন্ন করলাম। এবং সেইসাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাকেট, কোল্ড ড্রিংক্স এবং কোল্ড কফির বোতল ভালোভাবে রং করে নিলাম।

276120877_1328990320947916_1173774673113603705_n.jpg276100668_714168289949399_5167352247845849775_n.jpg

ধাপ - 5

পুরো চিত্রাংকন টি মার্কার পেন এর সাহায্যে যে সকল অংশ গাঢ় কালো করা প্রয়োজন ছিল। সেগুলো গাঢ় কালো করে নিলাম। এবং সেই সাথে খাবারগুলোর নিচে থাকা প্লেট বা ট্রে রং করে নিলাম।

276142988_216758593982116_3272844424476396473_n.jpg275987235_333838275446917_506160072582972625_n.jpg

ধাপ - 6

সবশেষে পুরো চিত্রাংকন এর পিছনে হলুদ রঙের সাহায্যে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড রং করে নিলাম। এবং এভাবে আমি খাদ্য প্রেমিকদের জন্য ফাস্টফুডের চিত্রাংকন সম্পন্ন করলাম।


276122785_389255915973041_6725016887708142182_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
276053483_3151071955214053_4982667798642244953_n.jpg275969421_500537834944109_513122951021249267_n.jpg
275996412_717761689399367_7477103195625576216_n.jpg276152525_501267754735322_5037130854280751084_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 22 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনি যে শত ব্যস্ততার মধ্যেও সুন্দর একটি ফাস্টফুডের চিত্র অঙ্কন করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ ভাবে ফাস্টফুড খাবারের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকন টি খুবই সুন্দর লেগেছে ।ধাপগুলো সুন্দরভাবে দেখিয়েছেন যা বুঝতে সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর চিত্র অংকন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

ফাস্টফুড খাবারের খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপনি সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে হয় ।আমারও খুব ফেভারিট সময় পেলেই পেট পুরে খাওয়া হয় চিত্রের কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিবার এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। বাহ ভাইয়া আমার আর আপনার খাবারের পছন্দের তো দেখি ভালোই মিল আছে। আমি সবসময় চেষ্টা করব সুন্দর চিত্রাংকন গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ফাস্ট ফুডের চিত্র দেখে মনে হচ্ছে বাস্তব খাবার সাজিয়ে রাখা হয়েছে।খুবই ভালো লাগে আপনার অঙ্কিত চিত্রগুলো। অন্য রকম সুন্দর হয় আপনার প্রতিটি চিত্র। আপনার চিত্রে বার্গার দেখে বেশি ভালো লাগলো। কারণ বাইরে গেলেই বার্গার খাই। ❣️❣️

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমারতো বাহিরে গেলে ফাস্টফুড খাবারের জন্য মন তোলপাড় শুরু করে 😋। সত্যি ভালো লাগলো আমার প্রতিটি চিত্রের প্রশংসা শুনে। ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফাস্টফুড খাবারের চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে আপনি পুরো চিত্র কোনটি সম্পন্ন করেছেন। চিত্রাংকন এর ধাপগুলো আপনি খুবই গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা ছিল অনেক অনেক ভালো লাগার মত। শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর ভাবে আপনাদের মাঝে প্রতিটি কাজ উপস্থাপন করতে পারি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

খাদ্য প্রেমিকদের জন্য আপনি অনেক চমৎকার ভাবে ফাস্টফুডের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে ফাস্টফুড আমার অনেক ফেভারিট। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আসলে আমি নিজেই অনেক বড় একজন খাদ্য প্রেমিক তাই আমি খাদ্য প্রেমিকদের জন্য চিত্রাংকন করতে খুব পছন্দ করি। এবং আমি সেই সাথে আশা করছে আমার মত আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আরো অনেক খাদ্য প্রেমিক রয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আপনার কমেন্টটি পড়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

তারা অনেকেই জানেন যে আমি ভোজন রসিক।

আপু আসলে কম বেশি সবাই ভোজন রসিক। বিশেষ করে আমি নিজেও। অসাধারণ একটি অংকন করেছেন। আমি নিজেও আপনার আর্ট এর প্রেমে পরে যাই।🥰🥰🥰🥰

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছিলেন গত কালকে আর আজকে যেন সুন্দর একটি রেসিপি অংকন করে আমাদের দেখালেন। বার্গার পিৎজা বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। ভিন্ন ধরনের একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু মনি 🥰

 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি আমার প্রতিটি পোস্ট ভাল ভাবে অনুসরণ করেন। সত্যিই আপনার কমেন্টটি পড়ে খুব খুব খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য এবং সবসময় ভালো থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে খাদ্য প্রেমিকদের জন্য ফাস্টফুড খাবারের চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সবসময়ই চাই সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের প্রশংসা কেড়ে নেওয়ার জন্য। প্রশংসা পেতে কার না ভাল লাগে তাই না। খুশি হলাম আপনার গুছানো কমেন্টটি পড়ে। ভালো থাকবেন এবং অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখে মনে হচ্ছে ফাস্টফুড গুলো কেউ সাজিয়ে রেখেছে। ফাস্টফুড আমাদের সবার প্রায় পছন্দ। আপনার আর্টগুলো দারুণ হয়। ফাস্টফুড গুলোর আর্টটা অনেক ভালো করেছেন। আপু। যেকোন ভোজন রসিক এটা দেখলে খুশি হয়ে যাবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি ভাল কাজগুলো করার এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থকতা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53807.82
ETH 2237.98
USDT 1.00
SBD 2.30