🎉"শুভ জন্মদিন"🎉টিনটিন🎈🎈

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও ভালো আছি। আপনার কাছে সবাই জানেন আজকে আমাদের সবার প্রিয় টিনটিন বাবুর জন্মদিন। বাচ্চারা সত্যিই ঈশ্বরের আরেক রূপ। তাই বোধ হয় সবাই বাচ্চাদের এত পছন্দ করে। তেমনি টিনটিন বাবুকে হয়তো সামনে থেকে কখনো দেখিনি। তবে দূর থেকেই ওর জন্য অনেক বেশি মায়া এবং ভালোবাসা জন্মে গেছে। প্রার্থনা করি টিনটিন যেন দীর্ঘায়ু লাভ করে। এবং বড় হয়ে যেন খুব ভালো একজন মানুষ হয়। শুধু সুখ চাইতে পারবো না, কারণ দুঃখ এবং সুখ মিলিয়েই জীবন। তাই চাইছি তার সব বাধা-বিপত্তি কাটিয়ে ওঠার মত শক্তি যেন তাকে ঈশ্বর দান করে। টিনটিন বাবু তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সব সময় তোমার হাসি মাখা মুখ ধরে রেখো।সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিও। তোমার জন্য জন্মদিনের উপহার হিসেবে আমার ছোট্ট এই আর্ট। এই আর্টের মাধ্যমে আমি তোমার কাছে একটি গিফট বক্স এর মধ্যে টেডি বিয়ার 🐻ও অনেকগুলো বেলুনের🎈🎈 মাধ্যমে তোমার এই শুভ দিনের জন্য অনেক শুভেচ্ছা🎉🎉 পাঠালাম। আশা করছি তোমার কাছে এটি খুবই ভালো লাগবে। বাবা- মা কে নিয়ে এবং নিজের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো ❣️।

308061889_1260037038161908_742292958164159710_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি গিফট বক্স অঙ্কন করে নিলাম। এরপর এর ভেতর বসে থাকা একটি টেডি বিয়ারের অবয়ব অঙ্কন করে নিলাম।

308057287_483200100369884_8136416075294325882_n.jpg308191231_482513427118422_7584196666967707384_n.jpg

ধাপ - 2

এরপর টেডি বিয়ারের দুই পাশে দুটি লাভ বেলুন অঙ্কন করে নিলাম। এরূপ আশেপাশে কতগুলো বেলুনের দড়ি অঙ্কন করে নিলাম। সেই সাথে যেহেতু টিনটিন বাবু চার বছরে পা দিয়েছে। তাই একটি ফোর বেলুন অঙ্কন করে নিলাম।

308711905_755080445558117_434938078271140959_n.jpg308004115_8669056673108164_4036993251575084663_n.jpg

ধাপ - 3

এরপর যেহেতু টিনটিন বাবু তিন বছর পার করে এসেছে। তাই থ্রি বেলুন টি উড়িয়ে দিলাম।
এরপর শুরু করলাম রঙের কাজ। নীল কালারের জল রঙের সাহায্যে কিছু অংশ ভালোভাবে রং করে নিলাম।

308185958_1202975217215737_6811194845182734792_n.jpg307959134_763679144719252_6020845896474255214_n.jpg

ধাপ - 4

এরপর হালকা এবং গাঢ় খয়রি কালারের জলরঙের সাহায্যে বাকি অংশগুলো ভালোভাবে রং করে নিলাম। সেই সাথে গিফট বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো ফুল অঙ্কন করে নিলাম।

308328455_1058110358077334_4783488242113476121_n.jpg308655862_1374300819642698_2366057191895761696_n.jpg

ধাপ - 5

এরপর টেডি বিয়ারের চোখ মুখ ভালোভাবে অঙ্কন করে নিলাম। দেখে মনে হচ্ছে যে সে টিনটিন বাবুকে শুভেচ্ছা বার্তা দিতে এসে অনেক খুশি। কাল মার্কার পেনের সাহায্যে কিছু অংশ গাঢ় করতে শুরু করলাম।


308032326_1270710080343713_4967765799945404654_n.jpg


ধাপ - 6

এরপর বেলুনগুলোর ভিতরে একই রঙের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম। সেই সাথে গিফট বক্স এর মধ্যেও সাদা রংয়ের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।
সবশেষে টিনটিন বাবুর জন্য জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখে দিলাম। সেই সাথে অনেক ভালোবাসা ছড়িয়ে দিলাম।

308218934_1058787144789663_648815859365082519_n.jpg308147109_593269305868221_665734478708974856_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
308061889_1260037038161908_742292958164159710_n.jpg308076619_1526386187802644_1104160013254633053_n.jpg
308278489_1041865259838746_2785587458015074804_n.jpg308199643_612396960602935_9187637887209591848_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ২৬, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন বাচ্চারা হলো ঈশ্বরের আরেক রূপ, টিনটিন সোনার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল। আপনি খুব সুন্দর করে গিফট বক্সের মধ্যে টেডিবিয়ার ও বেলুন এঁকেছেন টিনটিন সোনার জন্য। আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ পৌঁছে যাক আমাদের সকলের প্রিয় টিনটিন সোনার কাছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

টিনটিন বাবুর জন্মদিন হিসেবে খুবই চমৎকার একটা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। একই সাথে আপনি একটা টেডি বিয়ার অনেকগুলো বেলুন উপহার হিসেবে পাঠিয়েছেন। সবথেকে ভালো লেগেছে তিন থেকে চার বছরে পদার্পণ হবার চিত্রটি।

 2 years ago 

টিনটিন বাবুর জন্য আমার তরফ থেকেও অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। আপনি তিন তিন বাবুর জন্মদিন হিসেবে খুবই সুন্দর একটি আর্ট করেছেন যা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে।

 2 years ago 

আপু টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর ভাবে আইসক্রিম বানিয়েছেন। আপনার আইসক্রিম দেখে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কালার করাতে আরও বেশি ভালো লাগছে।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রথমে টিনটিন বাবুর জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি জন্মদিন উপলক্ষে টিনটিন বাবুর জন্য খুবই সুন্দর একটি আর্ট অঙ্কন করেছ আমাদের সাথে শেয়ার করলেন। আর্টি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

প্রথমে টিনটিন নিয়ে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জন্মদিনের উপলক্ষে আপনি অনেক সুন্দর আর্ট করে উশ করেছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

টিনটিনের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। টিনটিনের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর চিত্রাংকনটি করেছেন। দেখে খুব ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

স্নেহের টিনটিন বাবুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো জন্মদিনের শুভেচ্ছা - শুভ জন্মদিন।

আপনি খুব সুন্দর করে টিনটিন বাবুর জন্য জন্মদিনের কার্ড তৈরি করেছেন। আসলে আপনার চিত্র অঙ্কন বেশ দুর্দান্ত হয়েছে । দেখতো আমি খুব মুগ্ধ হলাম। এত সুন্দর নিখুঁতভাবে আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56