DIY - এসো নিজে করি : একটি মেয়ের দোল খেলার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আপনাদের সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমি নিজে কখনো এই উৎসবটি পালন করেনি। তবে যতবারই এই উৎসব পালন হতে দেখেছি। দেখলেই মনটা রঙিন হয়ে যায়। মনে হচ্ছে পৃথিবী নতুন করে হাজারো রঙে রাঙিয়ে উঠছে। আবির দিয়ে সবার মাখামাখি শরীর, মুখ। এই উৎসবের জন্য সবার হাসি ভরা মুখ। অর্থাৎ সবার রং এর সাথে উৎসবে মেতে ওঠা। এই জিনিসটা দোল উৎসবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং আমাকে অনেক বেশি আকর্ষণ করে। পুরো পরিবারের সবাই একত্রিত হয়ে অনেক আনন্দের সাথে উৎসবটি পালন করে। আশা করছি সবাই সবার দোল উৎসব খুব সুন্দর ভাবে আনন্দের সাথে উদযাপন করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। আবারো দোল উৎসবের হাজারো শুভেচ্ছা রইল। এবং অবশ্যই সুস্থভাবে দোল উৎসব উদযাপন করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

275767838_350556763672893_4410604034097079217_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি মেয়ের নিচের অংশের স্কার্ট এর অবয়ব অঙ্কন করে নিলাম। এরপর মেয়েটির শরীরের কিছু অংশ এবং গায়ে জড়িয়ে থাকা একটি ওড়না অঙ্কন করে নিলাম।

275691248_500841774869898_7654208866817319138_n.jpg275772250_2795546667415403_8740175301420166772_n.jpg

ধাপ - 2

এরপর দোল উৎসব খেলছে এমন অঙ্গভঙ্গি একটি মেয়ে অংকন করে নিলাম।

275783744_367977908475607_2008089765604744999_n.jpg275789684_519992559510149_4279030783492399903_n.jpg

ধাপ - 3

এরপর চিত্রাংকন এর উপরের অংশে কিছু সাজসজ্জা অঙ্কন করে নিলাম। সেই সাথে চিত্রাঙ্কনের যেসকল অংশ গাঢ় করা প্রয়োজন। সেই সকল অংশ কালো মার্কার পেন দিয়ে গাঢ় করে নিলাম।

275763769_429181802299389_7161099871475960484_n.jpg275792408_3155422868049381_6850237640101276133_n.jpg

ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। মেয়েটির হাতে থাকা আবির এবং অন্য হাত দিয়ে আবির ছড়িয়ে দিচ্ছে এভাবে রং করে নিলাম। উপরে ঝুলে থাকা পাতিলটি রং করে নিলাম। সেইসাথে নিচে ছড়িয়ে পড়া কিছু আবিরের সংমিশ্রণ রং করে নিলাম।

275768919_316278700490823_111398581992985367_n.jpg275607203_1184898612281453_4419786012637180560_n.jpg

ধাপ - 5

এরপর উপরের সাজসজ্জা বিভিন্ন রং এর মাধ্যমে রং করে নিলাম। সেই সাথে বিভিন্ন রং এর মাধ্যমে হ্যাপি হোলি লিখে সবাইকে দোল উৎসবের শুভেচ্ছা জানালাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।


275765772_1167545707335756_875722801173207513_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
275771648_1905659673156375_6685006293505431227_n.jpg275770578_526733419173239_6566393594199192733_n.jpg
275839343_951929755517510_3599946775726034188_n.jpg275767838_350556763672893_4410604034097079217_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 18 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

প্রথমে জানাই আপনাকে দোলের শুভেচ্ছা। ওয়াও আপু একটি মেয়ে দোলখেলা চিত্র অংকন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক দক্ষতা নিয়ে মেয়েটির চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মেয়ের চিত্র শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর চিত্রাংকন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

প্রথমেই দোলের শুভেচ্ছা রইল। , আপু কি সুন্দর একটি মেয়ের দোল খেলার চিএাঙ্গন করেছেন।সাদা কালোর মাঝে রঙ্গিন রং। জাস্ট অসাধারণ। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।ঠিক বলেছেন সাদা কালোর মাঝে রঙিন জিনিস সত্যিই খুব ভালোভাবে ফুটে উঠে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে একটি মেয়ের দোল খেলার চিত্রাংকন তৈরি করেছেন আপু। আপনার চিত্রাংকন করার এই পদ্ধতিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। চিত্রটি অঙ্কন করার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদেরই কমেন্টগুলো আমাকে সত্যিই ভালো কাজের প্রতি অনেক উৎসাহিত করে ভাইয়া। কমেন্ট টি পড়ে খুব ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

একটি মেয়ের দল খেলার চিত্র অঙ্কন করেছেন। বেশ ভালো লাগলো আর আর্টপ্রেমী আপু। আসলেই আপনার আর্টগুলো দেখে অনুপ্রেরণা পায়। দারুন দারুন আপনি আর্ট করে থাকেন। আসলেই এটা প্রশংসনীয় ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর প্রশংসার মাধ্যমে কমেন্ট করার জন্য। আমার আর্ট গুলো যেমন আপনার কাছে ভালো লাগে আপনার কমেন্টগুলো তেমনি আমার কাছে ভালো লাগে। কারণ এই কমেন্টগুলো আমার জন্য অনুপ্রেরণা। ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

একটি মেয়ের দোল খেলার দৃশ্য পটভূমি আপনার অংকন এর মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এমনিতেই আপনি অনেক সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকের টা বেস্ট ছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর চিত্রাংকন গুলো আপনাদের সাথে শেয়ার করার এবং পরবর্তীতে আমার সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে যাবো। আশা করছি আপনারা এমন সুন্দর কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি তো অনেক সুন্দর ভাবে একটি মেয়ের দোল খেলার চিত্রাংকন করলেন আপু। চিত্রাংকন টা আমার কাছে খুব ভালো লেগেছে। অসাধারণ হয়েছে।আপনি খুব দক্ষতার সাথে চিত্রগ্রহণ টি অঙ্কন করেছেন এবং আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আমাদের এদিকেও হোলি উৎসব টা তেমন ঘটা করে পালন হতে দেখি না। তবে টেলিভিশনের পর্দায় যখন দেখি তখন মনে হয় আমিও তাদের সঙ্গে অংশগ্রহণ করি। চমৎকার একটা ছবি একেছেন আপনি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া টেলিভিশনের পর্দায় যখন দেখি তখন ইচ্ছে করে তাদের সঙ্গে আমিও সামিল হই। আমি কখনোই সামনাসামনি হোলি উৎসব পালন হতে দেখিনি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকবেন সবসময়। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মোম রং দিয়ে খুব চমৎকার করে একটি মেয়ের দোল খেলার চিত্রাংকন করেছেন দেখে খুব ভালো লাগছে
আপনি দোল খেলা একটি মেয়ের চিত্রাংকনের সবগুলো ধাপ অত্যন্ত নিখুত ভাবে সম্পন্ন করেছেন। তাছাড়া চিত্রাঙ্কনের সবগুলো স্টেপ পর্যায়ক্রমে চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টগুলোতে প্রতিনিয়ত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি ধাপগুলো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। যাতে আপনারা সহজেই আমার আর্ট টি বুঝতে পারেন এবং নিজেরাও চেষ্টা করলে এমন চিত্রাংকন করতে পারেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

মেয়েটির দোল খেলার চিত্র অঙ্কনটি অসাধারন হয়েছে। আপনি খুবই নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন ।আপনার কাজের প্রশংসা অবশ্যই করতে হয়। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত প্রশংসনীয় কমেন্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পাওয়ার বৃদ্ধির সাথে সাথে প্রথমত নিজের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে একটি ফার্নিচার থেকে যাচ্ছে আপনার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এভাবেই পাওয়ার বৃদ্ধি করতে থাকুন ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাইয়া এরপর থেকে ভালোভাবে পোস্ট দেখে কমেন্ট করবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62816.09
ETH 2466.13
USDT 1.00
SBD 2.64