DIY - এসো নিজে করি : একটি সিংহের মুখের আর্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি সিংহের মুখের আর্ট করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(6).jpg

উপকরণ:

  • ব্রাশ
  • গ্রাফাইট পেন্সিল
  • মার্কার পেন
  • মিশ্রণ কালার
  • ‌ ক্যালেন্ডারের কাগজ


আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

সিংহের মুখে চিত্র আঁকার জন্য আমি প্রথমে লাভ এর মত করে একটি চিহ্ন আঁকলাম এবং নিচে একইরকমভাবে আরেকটি আর্ট করলাম। আমি এখানে সহজভাবে আর্ট করছি যেন কেউ যদি আর্ট করতে চাই তবে সে যেন খুব সহজেই আমার এখান থেকে বুঝতে পারে।


242794627_398579338345347_3299964054905034096_n.jpg


ধাপ - 2

এরপর খুব সহজেই তৈরি হয়ে গেল মুখের মূল অংশটুকু। তারপর আমি চোখের অংশ আর্ট করলাম এবং তার সাথে নাকের অংশটুকু আর্ট করলাম।


242774880_633580268027645_3379602855023607820_n.jpg


ধাপ - 3

এরপর সিংহের মুখমন্ডলের মধ্যে যে দাড়ি এবং চুল যুক্ত থাকে সেগুলো আমি আর্ট করলাম।


242225335_382909036821730_5309373244612084682_n.jpg


ধাপ - 4

এরপর সিংহের মাথার উপরে চুলগুলো অনেকটা মুকুট এর মত দেখায় তারপর আমি সেগুলো পেন্সিল এর মাধ্যমে আর্ট করলাম।


242496400_388157886353493_2948057184041196998_n.jpg


ধাপ - 5

এরপর মার্কার পেন দিয়ে পেন্সিলের উপরে গারো করে দাগ দিলাম যেন এটি ফুটে উঠে।


242256922_264162028912864_8383874599179071182_n.jpg


ধাপ - 6

এরপর ডিজাইনের কাজ শুরু করলাম মার্কারের পেন দিয়ে এমনভাবে দাগ দিলাম নাম যেন বোঝা যায় এগুলো আসল চুল।


242301058_2333942090076171_3799472471150109074_n.jpg


ধাপ - 7

এরপর এ সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করার জন্য আমি চুলের ভিতরে ভিতরে ডিজাইন করলাম।


242504127_562266418193317_8947276889288618428_n.jpg


ধাপ - 8

এরপর পুরো সবগুলোতে ডিজাইনের কাজ শেষ করলাম তারপর চোখের অংশটুকু ডিজাইন করলাম।


242123233_242002497864456_1940701606498710640_n.jpg


242466372_543678616689110_8796627989493228069_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


243023074_1988331927998821_7292912508318572262_n.jpg


242164085_1045091706278471_2233380038186925944_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


242363870_288274632829342_1707065143411989591_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 26 সেপ্টেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

সিংহের ছবিটি অনেক সুন্দর ভাবে পরিশ্রম করে আপনি এঁকেছেন আপু।
হুবহু লাগছে। অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

একটি সিংহের মুখের আর্ট অনেক সুন্দর হয়েছে আপু আমার অনেক পছন্দ হয়েছে। আপু আপনি মেনশন করেন কেনো মেনশন করা নিষেধ রয়েছে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ তথ্য এর জন্য।

 3 years ago 

অও, সত্যিকারের সিংহ মহাশয় বলে মনে হচ্ছে আমার।অসাধারণ হয়েছে আপু।আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর আর্ট করেছেন।সিংহের ছবিটা অনেক সুন্দর হয়েছে সাথে সুন্দর উপস্থাপন। অসাধারন।

শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সত্যি অসাধারণ হয়েছে আপনার সিংহের চিত্রাংকন ‌‌। আমি প্রত্যেকটা স্টেপ দেখেছি সত্যি সবগুলো অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সিংহের ছবিটি জাস্ট দারুণ হয়েছে।
আপনি খুবই ভালো আঁকেন।
মনে হচ্ছে সিংহ মামা একদম রেগে মেগে আমাদের দিকে তাকিয়ে আছেন।
সত্যিই আপনি একজন প্রকৃত আর্টিস্ট।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 62427.05
ETH 2721.95
USDT 1.00
SBD 2.56