DIY - একটি অর্ধ ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকের চিত্রাংকনটি মূলত সময় নিয়ে। আমাদের সকলের উচিত সময়ের কাজ সময়ে সম্পন্ন করা এবং সময়কে গুরুত্ব দেওয়া। যখনই আমরা সময়কে গুরুত্ব দিব না। তখনই আমাদের জীবনের দুঃসময় নেমে আসবে এবং সময়ের ভাঙ্গন ঘটবে।

সময়ের ভাঙ্গন কে বোঝানোর জন্যই ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন করেছি। আমাদের জীবন অনেক রঙিন থাকে। কিন্তু সেই জীবনে আস্তে-আস্তে ধূসর রংয়ের প্রবেশ ঘটে যখনই আমরা সময়ের মূল্য বুঝি না। কারণ সময় বহমান। একবার চলে গেলে এই সময় আর কখনোই ফিরে আসে না। হাজারো আফসোস, কষ্ট এই সময় ফিরিয়ে আনতে পারবে না। তাই সময়কে সুন্দর ভাবে ব্যবহার করি এবং এটাকে মূল্য দিতে শিখি। তবেই জীবনে ভাঙ্গা ঘড়ির বদলে, পরিপক্ক সুন্দর ঘড়ির আগমন ঘটবে। আশা করছি আমার আজকের এই চিত্রাংকন টি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 🥰। সেই সাথে সময়ের সঠিক ব্যবহার করবেন ❣️🕚।

278418928_2593909000741148_4032563280448636899_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে কয়েকটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম। এরপর পেন্সিলের সাহায্যে বড় অর্ধবৃত্তটির ভিতরে কয়েকটি সংখ্যা লিখে নিলাম।

275851495_4998167820231042_1030327276245398701_n.jpg278377560_1359133691272894_909147447216262208_n.jpg

ধাপ - 2

এরপর মাঝখানের ছোট দুটি বৃত্ত থেকে ঘড়ির দুটি কাটা অঙ্কন করে নিলাম। এবং সেইসাথে ঘড়িতে যে ফাটল ধরেছে সেই ফাটলের দাগগুলো অঙ্কন করে নিলাম।


278452462_412941490641958_9188732974800283680_n.jpg


ধাপ - 3

এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত অংশগুলো কালো জেল পেন এর সাহায্যে ভালোভাবে গাঢ় করে নিলাম। যাতে চিত্রাংকন টি আরো ভালোভাবে ফুটে উঠে।


278393493_697735367937879_2222773559008974126_n.jpg


ধাপ - 4

এরপর কাল মার্কার পেন এর সাহায্যে বাকি যেসকল অংশে পুরোপুরি কালো করা প্রয়োজন ছিল।সেই সকল অংশে একেবারে গাঢ় কালো করে নিলাম। অর্থাৎ ঘড়ির দুটি কাটা এবং ঘড়ির সময়ের সংখ্যাগুলো।


278458612_1062487597670627_4581113390639359334_n.jpg


ধাপ - 5

এরপর করলাম একটু রংয়ের কাজ। হালকা নীল, গাঢ় নীল, হলুদ এবং ধূসর কালারের সংমিশ্রণে ঘড়ির উপরের পাশের রং সম্পন্ন করলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন সম্পন্ন করলাম।


278396113_457950989350643_3137053865705282779_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
278418928_2593909000741148_4032563280448636899_n.jpg278398600_964824367538151_6618068438240379208_n.jpg
278364031_693803312048413_3774585945012262878_n.jpg278453763_524315472414964_4270890624026177349_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 17 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago (edited)

ভাঙ্গা ঘড়ি সময় না দিলেও একবার হলেও সে সঠিক সময় প্রদান করে । হা হ হা। সুন্দর একটি চিত্র। ভাল লাগার মতন। বাকি অংশ টুকু কৈ গেল। একেবারে টুকরো টুকরো। চিত্র তো ভালই অংকন করেন । যাইহোক সুন্দর পূর্বের মতই। ভাল থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া এটা ঠিক বলেছেন কারণ ভাঙ্গা ঘড়িটা অবশ্যই একসঙ্গে ঠিকঠাক ঘড়ি ছিল এবং সেটা সঠিক সময় দিত। গলি যৌথ ভেঙে গেছে তার বাকি অংশটুকু ভেঙে পড়ে গেছে। হিহিহি 😂। ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে প্রতিবার সুন্দর মন্তব্য করার জন্য। আপনিও ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার অর্ধ ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন টি সত্যি অসাধারণ হয়েছে। এটি দেখে মনে হচ্ছে না যে আপনি চিত্রাংকন করেছেন ।দেখে মনে হচ্ছে যেন একটি ফটোগ্রাফ ।মনে হচ্ছে ঘড়িটি যেন সত্যি সত্যি অর্ধেক ভেঙে গেছে। দারুন এঁকেছেন আপনি ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার আর্ট এর প্রশংসা করার জন্য। আপনাদের এই কমেন্টগুলোই আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে। এমনই সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন আপু। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু চমৎকার হয়েছে।আপনার তৈরি অর্ধ ভাঙ্গা ঘড়ি চিত্রাংকন আসলেই অনেক সুন্দর হয়েছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে অর্ধ ভাঙ্গা ঘড়ি অংকন করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটি চিত্রাংকন সুন্দরভাবে করার। এবং সেই চিত্রাংকন সুন্দরভাবে ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করার। এভাবেই সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন ভাইয়া। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য। ্

বাহ আপনি কি দারুন একটি চিত্রকর্ম আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার চিন্তাভাবনা সত্যিই অনেক ইউনিক। আপনার মাথায় সত্যি অনেক ভালো চিন্তা ভাবনা বা আইডি আছে বলেই এমন একটি চিত্রকর্ম আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করে যাবেন। আপনাদের কমেন্ট গুলো পড়লে আমি ভালো কাজ করার আরও সাহস পাই। আশা করছি এভাবেই ভালো কমেন্ট গুলো নিয়ে পরবর্তীতে ও পাশে থাকবেন ভাইয়া।

 2 years ago 

আপনার কাজগুলো দেখলে আমার বেশ ভালো লাগে। আপনার পোস্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি। বেশ ভালোভাবে আপনি উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি যে আপনি আমার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এভাবেই সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করে যাবেন ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু এত সুন্দর ঘড়িটা ভেঙ্গে ফেললেন? অবশ্য ভাঙ্গার কারণে ঘড়িটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি এত অদ্ভুত অদ্ভুত আর্ট এর আইডিয়া কোথায় খুঁজে পান তাই আমি চিন্তা করি। সবসময় আপনার আর্টগুলো ইউনিক হয়। আজকের আর্টটি খুবই ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর প্রশংসাজনক মন্তব্য করার জন্য আমার পোস্টে। দোয়া করবেন যাতে সবসময় ইউনিক আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আমি আশা করছি আপনারা সবসময় এমন সুন্দর কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য আপু।

 2 years ago 

আমিতো প্রথমে দেখে ভাবছিলাম কম্পিউটারে প্রিন্ট করা হয়েছে পরে দেখি আপনার হাতে এঁকেছেন। আপনার অর্ধ ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে অর্ধ ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন সম্পন্ন করেছেন এবং ধাপসমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এত অসাধারণ আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

না ভাইয়া কম্পিউটারে প্রিন্ট করা নয়। এটা পুরোপুরি আমার হাতে আঁকা একটি চিত্রাংকন। আপনাদের কমেন্ট গুলো পড়লে মনে হয় জীবনে এমন সুন্দর সুন্দর কাজ করে যায় এবং আপনাদের মাঝে উপহার দিয়ে মাই। অনেক ধন্যবাদ ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর একটি ছবি এঁকেছেন আপনি।
সত্যি বলতে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে একটি আস্ত নতুন ঘড়ি এবং আপনার আঁকা অর্ধেক ভাঙ্গা ঘড়ির ছবি। আপনি কোনটা নিবেন আমি বলব আপনার আঁকা এই অর্ধেক ভাঙ্গা ঘড়ির ছবিটাই আমি নেব।
এর কারণ এই ছবিটার ভিতরে যে পরিমাণ আপনার শ্রম মেধা এবং আবেগ অনুভূতি গুলো রয়েছে একটা আস্ত নতুন ঘড়ির ভিতরে সেই জিনিসগুলো নেই তাই এটাই আমার কাছে অনেক বেশি মূল্যবান বলে মনে হলো।

 2 years ago 

আপনাদের কমেন্ট গুলো পড়তে পড়তে এখন আমার নিজের কাছেই নিজের চাহিদা অনেক বেড়ে গেছে। এখন যাই কাজ করিনা কেন মনে হয় যে, এর থেকে ভালো করতে পারতাম। এর জন্য সত্যিই আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এবং সেইসাথে আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

ভাঙা ঘড়িটি দেখে একটা মুভির কথা মনে পড়ে গেলো। সেটি ভৌতিক মুভি ছিলো। আপনি খুব সুন্দর ভাবে আপনার অঙ্কনের কৌশল শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। তাই নাকি আমাকে মুভিটার নাম বলেন ভাইয়া সময় করে দেখার চেষ্টা করব। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি অর্ধ ভাঙ্গা ঘড়ির চিত্রাংকন করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময়ই চেষ্টা করব সুন্দর কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং আপনাদের মাঝে শেয়ার করার। আপনারা ও এভাবেই আমাকে অনুপ্রাণিত করে যাবেন আশা করছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74