DIY - এসো নিজে করি : পিয়ানোর মধ্যে থাকা একটি রঙিন দৃশ্যের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল পিয়ানোর মধ্যে থাকা একটি রঙিন দৃশ্যের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

271818068_475211717370982_1183203253881172999_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে সঙ্গীতের বাদ্যযন্ত্র পিয়ানো এর উপরের এবং নিচের অংশ ভালোভাবে অংঙ্কন করলাম।

271868695_701392987907832_6687664583987958491_n.jpg271739838_455689649352040_1707946192223703428_n.jpg

ধাপ - 2

এরপর আমি পেন্সিল এর সাহায্যে পিয়ানোর নিচে খুটি অংকন করলাম।এবং পিয়ানোর উপরের ঢাকনা দিয়ে আটকে রাখার স্ট্যান্ড অঙ্কন করলাম। এরসাথে যে বই দেখে পিয়ানোতে সুর বাজানো হয় সে বইটিও অঙ্কন করলাম।

271742071_472120070965768_8150860966467833552_n.jpg271764423_902427793970920_1177795504204389043_n.jpg

ধাপ - 3

এরপর পিয়ানো টির মধ্যে নীল রঙের জল রং দ্বারা উপরের অংশে আকাশ এবং নিচের অংশে পানি রং করলাম।


271833441_644398206896067_5635922365299588818_n.jpg


ধাপ - 4

এরপর সবুজ এবং বাদামী রঙের জল রং দ্বারা নদীর ওপারের দূরের কিছু গাছপালা দৃশ্য রং করলাম। এবং এর আশেপাশে গাঢ় নীল জল রং দ্বারা রং করে নিলাম।

271754492_988406925091796_6502971194977282795_n.jpg271793653_241118208173571_3623565823061895303_n.jpg

ধাপ - 5

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে যে যে অংশ গাঢ় কালো করার প্রয়োজন ছিল,সেই অংশগুলো গাঢ় কালো করে নিলাম।


271806988_1435638213499417_1690071079046461284_n.jpg


ধাপ - 6

এরপর নদীর উপর দূরের গাছপালার ছায়া পড়ছে এমনটা বোঝানোর জন্য নদীর উপর সবুজ এবং বাদামী রঙের জল রং দ্বারা হালকা রঙ করে নিলাম। এবং খুঁটিগুলো মার্কার পেন এর সাহায্যে ভালো করে ডিজাইন করে নিলাম। এরপর এর নিচে কিছু সবুজ ঘাস বুঝানোর জন্য সবুজ জল রং দ্বারা রং করে নিলাম।


271878797_611785373266874_8637376103674986852_n.jpg


ধাপ - 7

এরপর পিয়ানোর ভিতরে থাকা দৃশ্য থেকে কিছু রঙিন পাখি উড়ে বেরিয়ে এসেছে এমনটা বোঝানোর জন্য, বাইরে কিছু উড়ন্ত পাখি বিভিন্ন রং দ্বারা রং করে নিলাম। এবং একটি ব্রাশের সাহায্যে আশেপাশে কিছু রঙ ছিটিয়ে দিলাম।
এবং এভাবেই আমি সম্পন্ন করলাম পিয়ানোর মধ্যে থাকা একটি রঙিন দৃশ্যের পেইন্টিং।


271743979_1235442086945292_4764757318026654419_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
271806976_922226411809750_8404017000011690717_n.jpg272018528_454995259594051_3029439352416801340_n.jpg
272086426_613484236399718_5716701707339203224_n.jpg271818068_475211717370982_1183203253881172999_n.jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 19 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর একটি পেইন্টিং করেছেন ।পিয়ানোর মধ্যে সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আপনার সবগুলো আর্ট আমার কাছে খুবই ভালো লাগে আজকেরটাও তার ব্যতিক্রম নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ অসাধারণ পেইন্টিং আপু। আপনার পেইন্টিং নিয়ে কোনো কথাই হবে না। পিয়ানো এর মধ‍্যে প্রাকৃতিক দৃশ‍্যের উপস্থিতি দারুণ একটা চিন্তা ভাবনা। অসাধারণ করেছেন পেইন্টিংটা। এবং ধাপে ধাপে উপস্থাপনা টাও ভালো ছিল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জল রং দিয়ে পিয়ানোর দৃশ্যপট খুব সুন্দর করে অঙ্কন করেছেন। আমার কাছে আপনার পিয়ানোর অংকনটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনি খুব সুন্দর ও দক্ষতার সাথে পিয়ানোর দৃশ্যপট এঁকেছেন। অনেক সুন্দর উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি যে পেইন্টিং করায় কত্তোটা দক্ষ তা আপনার প্রত্যেকটি পেইন্টিং পোস্ট দেখলেই বোঝা যায় আপু। তেমন এই পেইন্টিংটিও দারুণ হয়েছে। আমার মন ছুয়ে গেলো আপনার করা পেইন্টিংটি। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া যাতে সবসময় আমার করা আর্ট গুলো দিয়ে আমি আপনাদের মন ছুয়ে যেতে পারি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।অসংখ্য শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার প্রতিটা আর্ট অনেক সুন্দর হয়,আমাকে যদি রেটিং দিতে বলা হত আমি আপনার সকল আর্টে ফুল মার্ক দিতাম। প্রতিটা ধাপ আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করছেন, এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর, প্রশংসাজনক এবং উৎসাহ মূলক কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অসাধারন হয়েছে আপু আপনার তৈরি পিয়ানোর মধ্যে থাকা একটি রঙিন দৃশ্যের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনি সব সময়ই ইউনিক কিছু করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন সব সময় যেন এমন ইউনিক কিছু কাজ করে আপনাদের উপহার দিতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।সুস্থ থাকুন।

 3 years ago 

আপু আপনার পেইন্টিং সব সময় আমার ভালো লাগে। অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করেছেন আজকে। আপনি অনেক সুন্দর করে রং তুলি দিয়ে পিয়ানো ও এর ভিতরের সৌন্দর্য উপস্থাপন করেছেন। আপনার অংকিত এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি চিত্রাংকন। বরাবরের মতোই অতি সুন্দর একটি চিত্র আপনি উপহার দিয়েছেন আমাদের।খুবই চমৎকার হয়েছে পেইন্টিংটি। শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনার কাজটি অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে পেইন্টিংটি।আর তাছাড়া আপনার প্রত্যেকটি আর্ট অসাধারণ হয়।

ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার প্রতিটি আর্ট এর সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনার কমেন্ট গুলো সত্যিই আমাকে অনেক অনুপ্রাণিত করে।শুভকামনা রইল আপনার জন্য।

পিয়ানোর মধ্যে থাকা একটি রঙিন দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। এটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। প্রত্যেকটা ধাপ ছিল অসাধারণ। যাকে বলে অনবদ্য পোস্ট। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58394.86
ETH 2618.86
USDT 1.00
SBD 2.39