রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্ট || 10% beneficiaries for @shy-fox🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️হ্যালো বন্ধুরা❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্ট শেয়ার করছি। আপনারা কম বেশি ‌সবাই জানেন আমি বাহিরে খেতে যেতে অনেক পছন্দ করি। তাই অনেকদিন ধরেই খুব ভালো একটা রেস্টুরেন্টের খোঁজ করছিলাম। যেখানে খাওয়া-দাওয়ার মানের পাশাপাশি পরিবেশটা অনেক খোলামেলা এবং সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন হবে। এরপর একদিন একটা বান্ধবীর ফেসবুক পোস্টে তার কিছু ছবি দেখে তাকে জিজ্ঞেস করলাম এটা কোন রেস্টুরেন্ট। তারপর সে পুরো রেস্টুরেন্ট সম্পর্কে আমাকে বলল। এরপর আমি ঠিক করলাম আমি ও যাবো এই রেস্টুরেন্টটিতে। এরপর কালকে সময় করে চলে গেলাম 'দা ফুড কোম্পানি' রেস্টুরেন্টে।


273641624_996288074617170_6162954008175889902_n.jpg



এরপর ঢুকেই আমার কাছে খুব ভালো লাগলো। যেমন বড় তেমন খোলামেলা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। বিভিন্ন খাবারের জন্য বিভিন্ন খাবারের দোকান দেওয়া ছিল। সবচেয়ে ভালো লেগেছে রেষ্টুরেন্টটিতে সেল্ফ - সার্ভিস ব্যবস্থা ছিল অর্থাৎ নিজেদের খাবার নিজেরা গিয়ে অর্ডার করে বিল পেমেন্ট করতে হয়। এরপর ওরা একটা রিংফোন দিয়ে দেয়। এরপর যখন ফোনটিতে বেল বাজে তখন নিজেরা যেয়ে খাবার নিয়ে আসতে হয়। খুব ভালো লেগেছে আমার পুরো ব্যবস্থাটি।
তো আমি খাবার অর্ডার করার আগে পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখলাম এবং মন মতো কিছু ছবি তুলে নিলাম। খুব উপভোগ করছিলাম বিকেলের সূর্যাস্ত এবং খোলামেলা পরিবেশ।

274182381_496754275392747_8496573298649895649_n.jpg274103823_387860883378110_1037819054887343542_n.jpg
274138169_328171259326204_5020393837871772612_n.jpg274149052_637850914160932_9062673834801025615_n.jpg


274103823_387860883378110_1037819054887343542_n.jpg



এরপর সব ঘুরে দেখে আমি খাবার অর্ডার করলাম। সেখানে চার থেকে পাঁচটি দোকান ছিল। এমনকি কোল্ড্রিংসের জন্য ও আলাদা দোকান ছিল। প্রথমে আমি প্রত্যেকটি দোকানের মেনু ঘুরে দেখলাম। এরপর 'স্ট্রীট হাব' দোকানটির 'চিজ চিকেন চাপ' খাবারটি আমাকে আকর্ষণ করে। ওই দোকানে আমি খাবার অর্ডার করি।এরপর চলে যাই 'ফিজ নি'দোকান টি থেকে একটি কোলড্রিংস কিনে নেই। এরপর ফোনে রিং বাজার অপেক্ষা করতে থাকি এবং সেই সাথে নিজের কিছু ফটোগ্রাফি ও করেনেই।


274248275_463810562139924_6993356109911458318_n.jpg

273609504_683211322704214_4364376923973085088_n.jpg274130254_493604309040482_3769275743022329608_n.jpg
274181151_280542614200842_3279946961144878931_n.jpg274215596_356039199707551_3889770653735766978_n.jpg


এরপর ফোনে বেল বেজে উঠলে, আমি নিজে গিয়ে খাবার গুলো নিয়ে আসি। খুবই মজার ছিল প্রতিটি খাবার। লুচি গুলো অনেক বেশি সফ্ট ছিলো। মাংস গুলো অনেক জুসি ছিল। সম্পূর্ণ কম্বোটি অনেক বেশি মজার ছিল। অনেক মজা করে উপভোগ করেছি ঠান্ডা কোকাকোলার সাথে।

274113867_635547414386938_1949801152769881269_n.jpg274234977_913149186041132_589314637208091729_n.jpg
274177481_497634548595275_625804566018556464_n.jpg274262147_815072439889376_2601367782005494205_n(1).jpg


সবমিলিয়ে আমার কাছে রেস্টুরেন্টটি অনেক ‌বেশি ভালো লেগেছে। প্রতিটি জিনিস অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল।যেমন খোলামেলা, তেমনি সবুজে ঘেরা ছিল। যারা খোলা আকাশের নিচে খেতে চায় তাদের জন্য এক পাশে সেই ব্যবস্থা ছিল এবং যারা খোলামেলা খেতে পছন্দ করে না।তাদের জন্য ও সেই ব্যবস্থা ছিল।

274216811_1592810804438919_8806537976662077925_n.jpg274168114_2109563265859656_4910161622069367021_n.jpg

সব মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে 🥰। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমি রেস্টুরেন্টের লোকেশন শেয়ার করছি আপনাদের সাথে তাই আপনারা যারা যেতে চান তারা অবশ্যই যেয়ে পরিবেশ এবং খাবার উপভোগ করে আসতে পারেন ❤️। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ধৈর্য সহকারে আমার পুরো রিভিউ পোস্ট টি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং প্রচুর খাওয়া-দাওয়া করবেন 😋😁❤️।

চিকেন চিজ চাপ- ১৬৫ টাকা
এবং কোকাকোলা- ৪০ টাকা
আমি ১৭০ টাকা বিল পেমেন্ট করেছিলাম, তবে তাদের কাছে ৫ টাকা খুচরো ছিল না বলে তারা বিল ১৬০ টাকা নিয়েছে।
আর কোকাকোলার জন্য কোনো আলাদা বিলের কাগজ দেয়নি। এটা এমনই টাকা দিয়ে কিনে এনেছিলাম।
আমি রেস্টুরেন্ট টিকে রেটিং এ - ৯/১০ দিলাম এবং
এবং খাবার গুলো কে রেটিং এ- ৯/১০ দিলাম।



লোকেশন

ডিভাইস : Samsung Galaxy M12



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 24 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনার রেস্টুরেন্টের রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো। মনে হচ্ছে এখনি চলে যাই খাবার জন্য। তবে 170 টাকায় চিকেন চিজ খুব একটা খারাপ নয়। সাথে লুচিগুলোর দাম কিন্তু বলেননি। ওটাকি কম্ব প্যাক এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল নাকি আলাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago (edited)

ভাইয়া লুচি গুলোর দামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কোকাকোলা ছাড়া সবমিলিয়ে ১৭০ টাকা বিল এসেছিল। যা সত্যিই অনেক রিজেনেবল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার রিভিউটি পড়ে খুবই ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে সবকিছু বর্ণনা দিয়েছেন। আপনার রিভিউ দেখে মনে হচ্ছে যে খাবারগুলো খুবই ভালো মানের ছিল। আর দামের দিক থেকেও খাবার গুলো ঠিক ছিল। মোটামুটি সবকিছু ভালো লেগেছে আমার কাছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

জি ভাইয়া একদম ঠিক ধরতে পেরেছেন, দামে ও মানে সবদিক দিয়ে খাবার গুলো খুব ভাল ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টে যাই না অনেক দিন হয়ে গেলো। আসলে সময়ই পাই না। আপনার খাওয়া-দাওয়ার ছবি দেখে এখন যেন মন মানছে না। আপনার পোস্ট পড়ে এখনি রেস্টুরেন্টে যেতে মন চাচ্ছে। দি ফুড কোম্পানি রেস্টুরেন্টটি অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। খুব জলদি চলে যান রেস্টুরেন্টে এবং মজার মজার ভালো ভালো খাবার খেয়ে আসেন। এরপরে আমাদের সাথে এভাবেই সুন্দর করে শেয়ার করেন। যাতে আমরা প্রতিবার আপনাদের রিভিউ পোস্ট দেখে রেস্টুরেন্টে গিয়ে আবারো ভালো খেয়ে আসতে পারি।হিহিহি 😂।

 2 years ago 

রেস্টুরেন্টে কাটানো সময়টুকু অনেক সুন্দর ছিল আপনার । সুন্দর সময় কাটানোর সাথে সাথে ফুড রিভিউ গুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে । এত সুন্দর একটি সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চিকেন চাপ তো অনেক খেয়েছি। কিন্তু চিকেন চিজ চাপ এখন পর্যন্ত খাওয়া হয়নি। এর পরের বার ঢাকা গেলে এই আইটেমটা টেস্ট করে দেখবো। বাকেট লিস্টে এটা যোগ করে নিলাম। আপনি যেখানে খেতে গিয়েছে জায়গাটা আসলেই সুন্দর। এ ধরনের পরিবেশে বসে খাওয়ার মজাই আলাদা। খাবারের দাম ও যথেষ্ট রিজনেবল।

 2 years ago 

জি ভাইয়া আমিও এই প্রথমবার চিকেন চিজ চাপ ট্রাই করেছি। আমার কাছে তো অসাধারণ লাগছে,আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। অবশ্যই ঢাকায় আসলে চেষ্টা করবেন এই আইটেমটি টেস্ট করার। ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবার গুলো দেখে বেশ ভালই মানসম্মত ও গুনগত মনে হচ্ছে। আর আপনার খাবারের দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছিল খাবারগুলো দেখে বেশ খুশি হয়েছেন আপনি 😁। যাইহোক সুন্দর উপস্থাপনা ছিল আপনার। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক খুশি হয়েছিলাম আমি খাবার গুলো দেখে। কারণ আমার কাছে খাবার মানে শুধু টেস্ট নয়, পরিবেশনও অনেক বড় ব্যাপার। আমার কাছে খাবার গুলোর দুটোই বেশ আকর্ষনীয় লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

না জানিয়ে একা একা খেতে যাওয়া কিন্তু একদমই ঠিক হয় নি দিদি 🥰। কত সুন্দর খোলামেলা পরিবেশ। আমার দারুন লেগেছে রেস্তোরাঁ টা দিদি। আর খাবার গুলো তো জিভে জল এনে দিয়েছে। সত্যি মন ভালো করে দেওয়ার মত ছিল সব কিছু।

 2 years ago 

আপু আমাদের দেশে বেড়াতে আসেন জলদি। যা আমি একা একা খেয়েছি,এরপর তা আপনাকে নিয়েই খাবো❤️। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। খাবারগুলো অনেক মানসম্মত ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুড রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74