DIY - এসো নিজে করি : পেন কেক রেসিপি || @gorllara দ্বারা খাদ্য রেসিপি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

❤️হ্যালো খাদ্যপ্রেমীরা ❤️

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। রান্না করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের কিছু রান্না করার পদ্ধতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যাতে সবাই আমার মত করে রান্না করতে পারে। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটি আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেন কেক রেসিপি করতে হয়। আমি সব কিছু বিবরণ দিয়ে দিয়েছি কিভাবে আমি রেসিপি করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার রেসিপি ভালো লাগবে।




262879421_271102748390398_8340796969894491456_n.jpg



উপকরণ :

262924085_4583832275039799_354897417664362690_n.jpg

  • ডিম
  • ময়দা
  • দুধ
  • চিনি
  • বেকিং পাউডার
  • সয়াবিন তেল
  • চকলেট সস


প্রথমে একটি বাটির মধ্যে ডিম গুলো ভেঙ্গে নিলাম।

262790642_2157160037767575_1108167189271725625_n.jpg


এরপর সেখানে পরিমানমতো চিনি নিয়ে নিলাম। তারপর ডিমের সাথে চিনি গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।

262948833_912153116341869_5931644665423333463_n.jpg

262990482_891051921779645_7676970615898329883_n.jpg


এরপর সেখানে পরিমাণমতো দুধ দিয়ে সেগুলো খুব ভালোভাবে আবার মিশে নিলাম।

262962760_1767505490106091_7530622120447533233_n(1).jpg


এরপর সেখানে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর সব গুলোর সাথে সয়াবিন তেল খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।

262773863_236037528634395_4839879903992459050_n.jpg


এরপর ময়দা নিলাম একটি বাটির মধ্যে। তারপর সেখানে পরিমাণমতো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।

262837354_1423224671408934_3144281287934064051_n.jpg262720110_1571520976559329_5060966200961949052_n.jpg

এরপর ময়দা গুলো সেই ডিম দুধ মেশানো লিকুইড এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবগুলো খুব ভালোভাবে মিশে নিলাম।

262665740_4740852899311067_4308141942023062587_n(1).jpg

262812734_943646336558130_8517848455139675978_n.jpg262933197_927392654619138_6839517319641427605_n.jpg

এরপর একটি পাত্রের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল নিয়ে পুরো পাত্রের মধ্যে লাগিয়ে নিলাম।

262679406_1289329051536748_179959678814053577_n.jpg


এরপর সেখানে গোল গোল করে পরিমাণমতো আটা গুলো দিয়ে হালকা তেলে ভেজে নিব। তাহলে তৈরি হয়ে যাবে আপনার আমার সকলের প্রিয় পেনকেক।

262660944_245696610834615_83329417592953669_n.jpg

262738171_338172104309060_564263415775881574_n.jpg


পেনকেক গুলো তৈরি হয়ে গেলে সেগুলোর উপর চকলেট সস দিয়ে দিব ।

262667495_1626697641015885_3346038070407865986_n.jpg

262720226_282955373763568_5759527044667952566_n.jpg



আমার পেন কেক রেসিপি :

262694785_643227350021745_7011036447227477129_n.jpg

262720226_282955373763568_5759527044667952566_n.jpg



আমার রেসিপি সাথে আমি

263083613_405813671240153_12099411602884191_n(1).jpg



আশা করি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যদি আপনার কারও রেসিপি বুঝতে কোন সমস্যা হয়, দয়া করে আমাকে মন্তব্যগুলিতে জানান। আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব।



#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 03 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

পেন কেক রেসিপি এই প্রথম শুনলাম নামটি আপু আপনার তৈরীর পেন কেক রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার রেসিপি দেখে আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

কি বলতেছেন ভাইয়া!! আমি সব সময় আপনার রেসিপি দেখে অনেক কিছু শিখি। আর আপনি আমার রেসিপি দেখে আজকে শিখলেন শুনে সত্যিই আমি অনেক বেশি আনন্দিত। অনেক কৃতজ্ঞ বোধ করছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

উফ্ কী লোভনীয় রেসিপি।কেক এর উপর চকলেট সস দেওয়া বেশি লোভনীয় লাগছে।কেক তৈরির ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া এই প্যানকেক গুলো চকলেট সস দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে পেন কেক তৈরি করেছেন। দেখে আমার খেতে ইচ্ছে করছে। আপনার ধাপে ধাপে উপস্থাপনা অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আজকের রেসিপিটি অসাধারণ হয়েছে। কেক আমার খুবই পছন্দের। তবে আমি কখনো নিজে নিজে তৈরি করিনি। আপনার এই পোস্টটি দেখে সেই অনুযায়ী আমিও চেষ্টা করবো কেক তৈরি করার। আশা করছি সফলভাবে কেক তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। অবশ্যই আপু বাসায় কেক তৈরি করার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনি সফলভাবে এবং সুন্দরভাবে মজাদার পেন কেক তৈরি করে ফেলতে পারবেন। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

আপু,আপনার তৈরি করা প্যানকেক সত্যি খুবই লোভনীয় লাগছে। আমি প্যানকেক ঘরে তৈরি করে খেয়ে থাকি আমার কাছে খুবই সুস্বাদু লাগে। প্যানকেকের স্বাদ একদম আলাদা। সত্যি বলতে কি আপু ঘরে তৈরি করা যেকোনো জিনিস খুবই সুস্বাদু হয় এছাড়াও স্বাস্থ্যকর হয়ে থাকে।আপু প্যান কেক তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

জ্বী আপু ঠিক বলেছেন ঘরে তৈরি করা যে কোন খাবারের স্বাদই আলাদা হয়। অন্যরকম মজা লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার পছন্দের খাবারগুলো ঘরে তৈরি করার। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও! আপনি অসাধারণ একটি প্যানকেক রেসিপি শেয়ার ককরেছেন,দেখতে যেমন অসাধারণ খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছে। এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং উৎসাহ দেয়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে ইচ্ছে করছে এখনই নিয়ে খেয়ে ফেলি। প্যানকেকের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে চকলেট সস দেওয়ার কারনে আরো বেশি লোভনীয় লাগছে। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টের জন্য। জি এই পেন কেক চকলেট সস দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগে। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

খুবই মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু এটা খেতে আসলেই অনেক মজা। আর আপনি যেটা তৈরি করছেন তার ধাপ গুলো আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্যানকেক মাঝে মাঝেই খাওয়া হয়. ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আর আপনার জন্য শুভকামনা

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের কাছ থেকে কমেন্ট গুলো পেয়ে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। এভাবেই সবসময় ভালো কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা কেক তৈরি করেছেন আপনি। যার নাম হচ্ছে পেন কেক। তবে কখনো শুনিনি, খাইনিও। তবে অনেক ভালো লাগলো এই কেক রেসিপির সাথে পরিচয় হয়ে। বাসায় একদিন বানিয়ে খাওয়ার ট্রাই করবো। ধন্যবাদ সুন্দর একটা কেকের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এবার অবশ্যই আমার রেসিপির ধাপগুলো অনুসরণ করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

সত্যিই আপু কেক খেতে আমাকে দারুন লাগে। তবে কেক কখনো এভাবে রান্না করা হয়নি। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন এজন্য মন থেকে ধন্যবাদ জানাই। শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এভাবেও খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59453.81
ETH 2607.50
USDT 1.00
SBD 2.39