DIY - এসো নিজে করি : বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি।আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম আবারো নতুন আর্ট পোস্ট নিয়ে। আজকের চিত্রাঙ্কন টি আসলে আমার খাবারের চাহিদা থেকে করা হয়েছে। আমি বরাবরই খাদ্য প্রিয় একজন মানুষ। তবে এর মধ্যে মিষ্টিটা খুব বেশি খাই। মিষ্টিজাতীয় যে কোনো খাবারই আমার খুব পছন্দ। আর সেটা যদি হয় আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই।
শীতের দিনে আইসক্রিম খাওয়ার মজা সত্যিই আলাদা। আজকে অনেক ইচ্ছে করছিল আইসক্রিম খেতে।তবে খুব ঠান্ডা পড়ছে আমাদের এদিকে,এজন্য আম্মুকে কোন ভাবেই রাজি করাতে পারিনি।তার একটাই কথা এখন এমন ঠান্ডা আইসক্রিম খেলে জোরেশোরে সর্দি হয়ে যাবে। এ কারণে আমার আজ আইসক্রিম খাওয়া হলো না। আমি ভাবছিলাম যদি আইসক্রিম বানাতে পারতাম তাহলে খেতে ও পারতাম। আর আপনাদের সাথে আইসক্রিমের রেসিপি ও শেয়ার করতে পারতাম। তবে দুঃখের বিষয় আমি আইসক্রিম ভালো বানাতে পারি না। কিন্তু মজার বিষয় আর্ট তো করতেই পারি।
এজন্যই নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার জন্য শীতের দিনে কম্বলের নিচে বসে বসে একে ফেললাম বাটিতে রাখা আইসক্রিমের চিত্র। আশা করছি, আমার আজকের এই চিত্রাংকন আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতিতে চিত্রাংকনটি আপনাদের সাথে শেয়ার করার।
আর আমার লেখাগুলো পড়ে ভুলেও আপনারা আইসক্রিম খেতে চলে যাবেন না।কারন এখন যতটা সম্ভব সচেতন হয়ে চলা উচিত।সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মোম রং
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি বাটির অবয়ব অংঙ্কন করলাম।
এরপর বাটিতে আইসক্রিম আছে এমনটা বোঝানোর জন্য আইসক্রিম হিসেবে কয়েকটি অর্ধবৃত্ত অংকন করলাম। এবং এরপর একপাশে কয়েকটি চকলেট স্টিক এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি পাতা অঙ্কন করলাম।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে ধূসর কালারের মোম রং দিয়ে বাটির অবয়ব গাঢ় করে নিলাম। এরপর বাটির ভিতরে আইসক্রিম গলে পড়ছে এমন টা বোঝানোর জন্য তিনটি রঙের মিশ্রণ দিয়ে রং করে নিলাম।
এরপর চারটি কালারের মোম রং এর সাহায্যে আইসক্রিমের গোল গুলো ভালোভাবে রং করে নিলাম। এবং সেইসাথে একটি চকলেট স্টিক রং করে নিলাম।
এরপর চারটি চকলেট স্টিক এর রং সম্পন্ন করলাম। এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য যে পাতা ব্যবহার করেছি সেটিও ভালোভাবে সবুজ রঙের মোম রং দ্বারা রং করে নিলাম। এরপর গাঢ় ধূসর কালার মোম রং এর সাহায্যে আইসক্রিমের বাটি টি ভালোভাবে গাঢ় করে নিলাম। সবশেষে সাদা রং দিয়ে বাটির উপরে কিছু ডিজাইন করলাম, যাতে দেখে মনে হয় যে এটি একটি কাচের বাটি।
সবশেষে সবুজ কালার জল রং এর সাহায্যে পুরো চিত্রাংকনের একপাশে একটি ব্রাশের সাহায্যে কিছু রঙ ছিটিয়ে দিলাম।
এভাবে আমি আমার পুরো চিত্রাংকনটি সম্পন্ন করলাম।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 29 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
ওয়াও আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনি আসলে ঠিকই বলেছেন শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। আপনার বাটির মধ্যে আইসক্রিমের চিত্রাংকন দেখে খুব আইসক্রীম খেতে ইচ্ছে করছে। সত্যিই অসম্ভব সুন্দর একটি আর্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের সাথে সুন্দর আর্ট গুলো শেয়ার করতে পারি। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।
আপন নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য আইসক্রিমের আর্টটি করলে কি হবে আমাদের তো মাথা খারাপ করে দিলেন। এরকম আইসক্রিমের ছবি দেখলে কি আইসক্রিম না খেয়ে থাকা যায়। আপনার আইসক্রিম দেখে মনে হচ্ছে যে সত্যি কারের আইসক্রিম। লোভ সামলাতে পারছিনা। খুব চমৎকার হয়েছে আপনার আইসক্রিমের আর্টটি।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপু মাথা খারাপ করার কিছু নেই,আমি যেমন আর্ট করে আইসক্রিম খাওয়ার সান্তনা নিয়েছি। আপনিও তেমন আমার ছবি থেকে একটুখানি আইসক্রিম খেয়ে নিন। হিহিহি। ভালো থাকবেন আপু, অসংখ্য শুভকামনা রইল।
আহ্ 😋
শীতকালে কি দেখালেন আপু।
যাক এটা ছবি তাও রক্ষা ☺️
ছবিটি দারুন ছিল 😍
হিহিহি।জি ভাইয়া ঠিক বলেছেন এটা ছবি তাও রক্ষা। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকন দেখে তো আমার কাছে অসাধারণ লেগেছে। যদি সত্যি কারের আইসক্রিম হতো তাহলে বলতাম একটু টেস্ট করার জন্য পাঠিয়ে দিতেন। আমার কাছে তো মনে হচ্ছে যেন সত্যি কারের আইসক্রিম বাটিতে নিয়ে রেখেছেন। একেবারে অসাধারণ ভাবে অংকন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
বাহ্ আপু আপনি অনেক সুন্দর করে মেধা খাটিয়ে এইরকম ইউনিক একটি বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকন পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। এদেরই কমেন্টগুলো আমার কাজের প্রতি তাগিদ আরও বাড়িয়ে দেয়। এভাবেই পাশে থাকবেন আশা করছি।অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
ওয়াও আপু। বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকনটি দেখতে অনেক সুন্দর লাগছে। একদম সত্যিকারের বাটিতে রাখা আইসক্রিম মনে হচ্ছে। আর্টটি সুন্দর করে প্রতিটি স্টেপ বাই স্টেপ ভালো ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। প্রতিবার সুন্দর কমেন্ট গুলো করে আপনি সত্যিই আমাকে অনেক উৎসাহ করেন। আপনাদের কাছে এজন্যই আমি প্রতিবারের মত অনেক কৃতজ্ঞ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
https://twitter.com/gorllara/status/1487481697772130304
আপনার করা আর্টটি দেখে খুবই ভালো লাগলো। আপনি অসাধারণ ভাবে বাটিতে রাখা আইস্কিম অঙ্কেন করেছেন। আপনাত উপস্থাপনা আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। চেষ্টা করে আপনাদের ভালো লাগবে এ ধরনের কাজ করার। দোয়া করবেন এই চেষ্টাকে যেন সবসময় অব্যাহত রাখতে পারি। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
একদম ঠিক বলছেন আপু শীলকালে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা।তবে আপু আপনার আইসক্রিম চিত্র অংকন দেখে তো মনে হচ্ছে একদম সত্যি সত্যি আইসক্রিম। প্রতিটি ধাপ খুব দক্ষতার সাথে করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো আপু মনি।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। বাহ্ আপনারা বেশিরভাগ মানুষই দেখছি আমার মত শীতকালে সবারই আইসক্রিম খুব পছন্দ। অনেক ভালো থাকবেন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি করা বাটিতে রাখা আইসক্রিমের চিত্রাংকন টি সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে আপু। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য অনেক।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।