DIY - এসো নিজে করি : প্লাস্টিক উড দিয়ে দেয়াল ঘড়ি তৈরি || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা ,

সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু করার এর দ্বারা বাহিকতা বজায় রাখার জন্য আজকের নতুন আরেকটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি প্লাস্টিক উড দিয়ে দেওয়াল ঘড়ি তৈরি করার পদ্ধতি। আমি এখানে খুব সহজেই তৈরি করেছি এবং প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আমি আশা করছি আপনারা সবাই প্রত্যেকবারের মতো এবারও আমাকে উৎসাহ দিবেন যেন আমি ভবিষ্যতে আরও ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(13).jpg

উপকরণ:

  • পেন্সিল
  • এন্টিকাটার
  • কালো রং
  • উভয় পাশের টেপ
  • প্লাস্টিক উড


আসুন আমার শিল্প শুরু করি:

যেহেতু ঘড়ি বানাবো এর জন্য আমাদের কিছু সংখ্যক নাম্বারের প্রয়োজন এজন্য প্রথমেই আমি প্লাস্টিক উড এর মধ্যে পেন্সিল দিয়ে নাম্বারগুলো লিখে নিলাম যেন বরাবর করে সেগুলো এন্টিকাটার দিয়ে কাটতে পারি।

প্রথমেই আমি 1,2,9,6 এ তিনটি সংখ্যা পেন্সিল দিয়ে লিখলাম তারপর সেগুলো কে কাটলাম।

245165600_558532155408293_8946287227548995098_n.jpg

245142841_592293115551799_1263182245403099838_n.jpg


এরপর লিখলাম ইংলিশে one, two এরপর এগুলো খুব সুন্দর করে কাটলাম এন্টিকাটার দিয়ে।

245175040_604015497394585_8530733682108560968_n.jpg

244699549_389801639281600_3966247895680560069_n.jpg


এরপর লিখলাম ইংলিশে three, four, five এরপর এগুলো খুব সুন্দর করে কাটলাম এন্টিকাটার দিয়ে।

245154484_628150328203870_5529744215100655744_n.jpg

245142843_636114160889006_7765977013815561228_n.jpg


এরপর ঘড়ির আরো বিভিন্ন অংশের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন অংশ কাটলাম। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটা ইত্যাদি।

245223512_297651981887131_1296781868506070813_n.jpg

245166133_1210208116128789_2542631426307002482_n.jpg


এরপর শুরু করলাম রংয়ের কাজ আমি যে দেওয়ালে আমার ঘড়িটি লাগাবো সে দেয়ালের কালার অনেকটা সাদা তাই আমি সব গুলোকে কালো রং করলাম।

245207087_424299619038491_339439837417764288_n.jpg

245105184_619651175866005_4806035438280897227_n.jpg


আমি পেন্সিল এর মাধ্যমে যেখানে যেখানে আমি সংখ্যা এবং অন্যান্য জিনিস গুলো বসাবো প্রথমেই সেগুলো দাগ দিয়ে নিলাম।

245180921_962872717773834_3960346258461146413_n.jpg

এরপর শুরু হলো আমার সংখ্যা বসানোর কাজ। আমি 12, 9 এবং 6 এ তিনটি সংখ্যা বসালাম। এজন্য আমি ব্যবহার করেছি যেসব টেপের মধ্যে দুই পাশেই থাকে সে ধরনের টেপগুলো।

245141654_423438119399524_7284475179664108416_n.jpg

এরপর বসালাম one, two, three একই পদ্ধতিতে।

243129222_4639535942775733_3046754509305674610_n.jpg

তারপরে একই রকম পদ্ধতি ব্যবহার করে সবগুলো বসালাম গোল করে।

245136658_1000033930561599_4441105862433568576_n.jpg

এরপর ঘড়ির মাঝখানে ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাঁটা যুক্ত করলাম। আমি আমার পুরো কাজটি সমাপ্ত করলাম।

245150336_609927323754830_6190032620042314731_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


245150336_609927323754830_6190032620042314731_n.jpg



আমার প্লাস্টিক উড দিয়ে দেয়াল ঘড়ি এর সাথে আমার ছবি


245160017_412507397134997_9058669021942917782_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 13 অক্টোবর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপু আপনার মতো হওয়ার চেষ্টা করলেও মনে হয় পারবোনা। 😜 এতো ভালো কাজ আপনার সব কিছুতেই। জাস্ট বাকরুদ্ধ হয়ে যাই আমি।
অনেক বেশি ভালো হয়েছে আপু। জাস্ট ওয়াও!!

 3 years ago 

সবই আপনাদের দোয়ায়। আপনি আমার থেকেও ভালো কাজ করেন আমি আপনার সবগুলো পোস্টটি দেখি অনেক ভালো লাগে আমার।

 3 years ago 

বাহ দারুণ দেখাচ্ছে তো আপনার তৈরি কার্ড দিয়ে দেওয়াল ঘড়ি টি। আপনি আসলেই প্রশংসার যোগ্য। আপনার ঘড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের একটি ভালো মানের ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনের জন্য শুভকামনা থাকলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ও আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

😍😍😍

আমি অবাক আপু। আপনার এতো সুন্দর ড্রাই প্রজেক্ট দেখে। বাস্ত একটা দেওয়াল ঘড়ির মতো দেখতে লাগছে। অনেক দক্ষতা সম্পূর্ণ একটা ড্রাই প্রজেক্ট করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু জাস্ট ওয়াও ভাষায় প্রকাশ এর নয় এটি এতো চমৎকার সৃজনশীলতা। আমার খুবই ভালো লেগেছে আপনার কাজটি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

আপনি খুব ইউনিক এবং অসাধারণ একটি ড্রাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। আমিতো দেখে অবাক এত সুন্দর একটি ড্রাই প্রজেক্ট। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি কাজ খুব সুন্দর।এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

জাস্ট অসম।👍 আপু আপনার তুলনা হয় না।খুব সুন্দর হয়েছে একদম দেওয়াল ঘড়ির মতো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু অনেক উৎসাহ পেলাম আপনার কাছ থেকে।

 3 years ago 

প্লাস্টিক উড দিয়ে দেয়াল ঘড়ি তৈরি করেছেন দারুন হয়েছে আপু, আপনার পোস্ট গুলো বরাবরই সুন্দর হয়, ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমে তো ভাবছি অরজিনাল দেওয়াল ঘড়ি। অনেক প্রতিভা ও দক্ষতার সাথে বানানো হয়ছে দেওয়াল ঘড়িটি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জাস্ট অসাধারণ,,,,, আমার কিছু বলার নেই, আপনি অনেক সুন্দর ভাবে ঘড়ি টি তৈরি করেছেন, দেখতে সত্যিই একদম দেয়াল ঘড়ি মনে হচ্ছে । খুবই সুন্দরভাবে দেয়ালে ঘড়িটি ফুটে উঠেছে।

অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমি উৎসাহ পেলাম আপনার কমেন্টটি পড়ে। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45