DIY - এসো নিজে করি : মাশরুম আকৃতির বাড়ির চিত্রাংকন 🍄 || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি চিত্রাঙ্কন শেয়ার করছি।সেটা হলো মাশরুম আকৃতির বাসা। আমরা সবাই জানি মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হয়। আমরা যেরকম রোদ- বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি। ঠিক তেমনি ব্যাঙ প্রজাতি মাশরুমকে তাদের ছাতা হিসেবে ব্যবহার করে। কারণ মাশরুমের শরীর থেকে উপরের অংশটা কিছুটা ছড়ানো ছাতার মতো।তাই আমি ভাবছিলাম যে কেননা মাশরুমের মত করে বাসা তৈরি করলে। আরো সহজে ব্যাঙ তাদের নিজেদের বাসস্থান তৈরি করতে পারবে। একটি সুন্দর মাশরুম আকৃতির বাসার চিত্রাংকন করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে রঙিন এই বাড়ি গুলো ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

277543730_858032935595193_4145485094915409038_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোমরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে দুটি মাশরুমের অর্থাৎ ব্যাঙের ছাতার অবয়বের চিত্রাংকন করে নিলাম।

277608440_2816599441974411_7677840806641700745_n.jpg277542791_656181655640232_3009790111248220966_n.jpg

ধাপ - 2

একইভাবে ছোট বড় করে আরও একটি মাশরুমের চিত্রাংকন করে নিলাম।


277542791_656181655640232_3009790111248220966_n.jpg


ধাপ - 3

এরপর মাশরুম গুলোকে বাড়ি বোঝানোর জন্য এরমধ্যে দরজা-জানালা অঙ্কন করে নিলাম। এবং আশেপাশের গাছপালা অংকন করে নিলাম।

277540150_4936352813150750_6158308028203904979_n.jpg277542738_546436873435285_1249313897749915750_n.jpg

ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে গাছপালাগুলো রং করে নিলাম মোম রং এর সাহায্যে। এরপর মাশরুমের উপরের অংশ লাল এবং কমলা রঙের মোম রং এর সাহায্যে রং করে নিলাম।

277592963_528749962187872_9220479030189649061_n.jpg277529878_336262055022464_6152316516665585905_n.jpg

ধাপ - 5

এরপর মাশরুমের শরীরের অংশ হালকা এবং গাঢ় বাদামি মোম রং এর সাহায্যে রং করে নিলাম। এবং সেইসাথে দরজা-জানালাগুলো ভালোভাবে রং করে নিলাম।

277682988_512756290243842_7238241659075046583_n.jpg277550520_443828574175472_4556499069736458919_n.jpg

ধাপ - 6

রং করার সম্পূর্ণ হলে কালো মার্কার পেন এর সাহায্যে যেসকল অংশ গুলো কালো করা প্রয়োজন বা মাশরুমের শরীরের যে অংশে কিছু ডিজাইনের প্রয়োজন ছিল সেগুলো করে নিলাম।
এভাবেই আমি আমার পুরো চিত্রাংকন সম্পন্ন করলাম।


277596641_1042034129858230_1411593759338406848_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
277543730_858032935595193_4145485094915409038_n.jpg277543381_691459098845050_5147041632209485971_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং এপ্রিল ০৩, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

কিভাবে আপনি পারেন এতো সুন্দর ভাবে ফিনিশিং দিতে! এক কথায় অসাধারন হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার কাজের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। এই কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে।আর এ জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া আপনার জন্য ❤️।

 2 years ago 

আপু আপনার অঙ্কণ গুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই, এতো সুন্দর আর্ট কি করে করেন আপু, আপনার অঙ্কণ গুলো দেখে চোখ ফিরানো যায় না, আজকের মাশরুম অঙ্কণটি অসম্ভব সুন্দর হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

 2 years ago 

আপু আপনার হাতে মনে হয় জাদু আছে। আমি আপনার আর্ট পোস্ট গুলো ফলো করি সত্যি অসাধারণ সুন্দর হয়। সবশেষে এত সুন্দর করে ফিনিশিং দেন দেখে মনে হয় যেন প্রিন্ট করা ছবি।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে মাশরুম আকৃতির বাড়ির এর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম অংকন দেখে। আপনার কাছ থেকে পরবর্তীতে ঐ রকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব আপু। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে মাছ মাশরুম আকৃতির একটি চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 2 years ago 

অনেক ইউনিক একটি আইডিয়া। মাশরুম আকৃতির বাড়ির চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। অনেক কালারফুল ও আকর্ষনীয়। শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনার চিত্রাংকন টি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে চিত্রাঙ্কন ঠিক করেছেন আর কালার কম্বিনেশনটা এত সুন্দর অসাধারণ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

ওয়াও আপু আপনার তৈরি করা মাশরুম আকৃতির বাড়ির চিত্রাংকন টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর তাই আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

এই রকম কাল্পনিক বাড়ির ছবিগুলো আমার অনেক ভালো লাগে। বিল্ডিং করে এমন বাড়ির ডিজাইন করলে অনেক জনপ্রিয় হবে। আপনার আর্টের প্রশংসা না করলেই নয়। অনেক ভালো ছিলো আপু।

 2 years ago 

মাশরুম আকৃতির খুবই কিউট একটি বাড়ি আপনি অঙ্কন করেছেন আপু দেখতে কি ভালো লাগছে ।এরকম একটা বাড়ির হলে ভালই হয় অন্যরকম একটি বাড়ি। খুব সুন্দর করে রঙগুলো করেছেন দেখতে খুব ভালো লাগছে। আপনার আর্ট গুলো সত্যি অসাধারণ হয় আমার কাছে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59329.35
ETH 2613.53
USDT 1.00
SBD 2.44