DIY - এসো নিজে করি : গাছের ডালে বসে থাকা তোতা পাখির চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি গাছের ডালে বসে থাকা তোতাপাখির চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- মোম রং
প্রথমে পেন্সিল দিয়ে আমি গাছের পাতার আর্ট করলাম এরপর ডালের মধ্যে বসে আছে একটি তোতাপাখি এমন কিছু বুঝানোর জন্য একটি তোতাপাখির শরীরের গঠন চিত্রাংকন করলাম।
এরপর পাশাপাশি বসে থাকা আরেকটি তোতাপাখি চিত্রাংকন করলাম।
এরপর ডালের নিচে আরো কিছু পাতার চিত্রাংকন করলাম।
এরপর গাছের পাতাগুলো রং করলাম সবুজ রং দিয়ে।
এরপর শুরু করলাম তোতা পাখি গুলোর মধ্যে রং করা। প্রথমে আমি দুইটি তোতা পাখির লেজ এবং গলার উপরের অংশ গুলো লাল রং দিয়ে রং করলাম।
এরপর হলুদ , নীল এবং কমলা রং এর সংমিশ্রণে পাখিগুলোর শরীরের বিভিন্ন অংশের রং করলাম।
এরপর তোতা পাখি গুলোর ঠোঁট এবং চোখের রঙ করলাম এবং পাশাপাশি শরীরের মধ্যে সাদা এবং কালো রংয়ের সংমিশ্রন দিয়ে আরও কিছু রঙ করলাম যেন এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। এরপর পাখিগুলো যে ডালে বসে ছিল সেই ডালের রং করলাম।
এরপর প্রথম তোতাপাখি টির পিছনে গারো করে সবুজ রং করে নিলাম ঘন জঙ্গল বোঝানোর জন্য। এবং দ্বিতীয় তোতা পাখি টির পিছনে হালকা নীল রং করে দিলাম আকাশ বোঝানোর জন্য। এভাবে আমি আমার চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 18 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপু আপনাকে সাধুবাদ জানাই, আপনি আপনার নিপুন হাতের সাহায্যে খুবই সুন্দর ডালে বসে থাকা তোতাপাখির অঙ্কন করেছেন। অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ভালো লেগেছে, সত্যিই আপনি প্রশংসার দাবিদার। অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করবো আরও ভালো ভালো আরেক আপনাদের মাঝে শেয়ার করার। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর ভাবে চিত্রটিকে প্রদর্শন করেছেন। যা আসলেই প্রসংশার দাবি রাখে।আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন দেখে ভাল লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
গাছের ডালে বসে থাকা অসাধারণ দুটি তোতা পাখির চিত্র অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে সত্যিই আপনার চিত্র অংকন প্রশংসার দাবিদার বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটে উঠেছে এজন্যই হয়তো চিত্রটি আরো বেশি সুন্দর দেখাচ্ছে ধাপগুলো অসাধারণ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করবো আমার প্রত্যেকটি পোস্ট এর ধাপগুলো অনেক সুন্দর ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য ও।
সত্যি বলতে আপু আপনার অংকন দেখে আমি মুগ্ধ হয়ে যায়। আপনি খুব দক্ষতা নিয়ে অংকন গুলো করে থাকেন। একটি গাছে ডালে তোতা পাখির চিত্র অংকন দারুণভাবে করেছেন। আপনার হাতের মধ্যে সত্যিই জাদু আছে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবার আমার পোস্টে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি সত্যিই এরজন্য অনেক কৃতজ্ঞ। আপনার কমেন্টগুলো পড়ে সত্যিই অনেক অনুপ্রাণিত হই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া। আশা করছি এভাবেই পাশে থাকবেন।
ছোট বেলায় যখন পাখি নিয়ে গল্প বা ছড়া পড়তাম, একদম সেই দিনে ফিরে গেলাম মনে হচ্ছে। হুবহু অমন এঁকেছেন গো দিদি। কি মিষ্টি যে লাগছে বলে বোঝাতে পারবো না। কোলে নিয়ে যদি আদর করতে পারতাম 🥰🥰। অনেক অনেক আদর আর ভালোবাসা পাখির মালকিনের জন্য 😉🥰।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কমেন্ট গুলো এত কিউট হয় কেন বলেন তো? আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপু।
আসলে দিদি আমি যে কোন পোস্ট দেখে আমার মনে যা আসে তাই বলার চেষ্টা করি। প্রয়োজন হলে সমালোচনাও করি। শুধু যে কমেন্ট করতে হবে তাই করবো, এমন ব্যাপার কখনো ভেতরে কাজ করে না।
অও,আপু আপনার অঙ্কিত যেকোনো কিছু দেখলে আমার মন ছুঁয়ে যায়।মনে হয় সত্যিকারের মতো জলজ্বল করছে।আসলে আপনি এতটা নিখুঁত ও নিপুনতার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে অঙ্কন করেন যে মনেই হয় না অঙ্কন করা।এই তোতা পাখিগুলোও আছে।চমৎকার হয়েছে👌👌।ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।
আপু আপনি খুব সুন্দর করে আট করতে পারেন ।আজকে তোতাপাখির আট করা খুবই সুন্দর হয়েছে ।আপনার আট করার দক্ষতা অনেক ভালো। যেটা দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের সাথে শেয়ার করার জন্য।😍
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই সুন্দর সুন্দর আর্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
তোতা পাখির চিত্র অংকন গুলো দেখে আমি সম্পন্ন মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ প্রতিভা নিয়ে কাজ করেছেন আপু আপনি। তোতাপাখির চিত্র অংকন এর প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে সব সময় আমাকে এইভাবে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য। আমি অনেক শান্তি পাই যখন আমার কাজের বিনিময় আপনাদের কাছ থেকে এত সুন্দর মন্তব্যগুলো পাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে ভাইয়া পাখিরা গাছের ডালে সুন্দর খাঁচা ডালে নয়। হাহাহা।