DIY - বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকে আবারো আমার হাতের কাছে পুরাতন একটি ক্যালেন্ডার খুঁজে পেলাম। এবং এই ক্যালেন্ডারের শেষ পেইজটা ফাঁকা ছিল।আর আপনারা তো জানেন আমি এমন ফাঁকা পেইজ পেলেই পেন্সিল এবং রং-তুলি নিয়ে বসে যাই। আজকেও ঠিক তাই করলাম। কিন্তু খুব ভাবলাম যে কি ধরনের চিত্রাংকন করা যায়। আমি বরাবরই নিজের সবকিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি।তাই আমি সবসময় আমার রুমের একটি ও দেয়ালে কয়েকটি বাল্ব ঝুলিয়ে এর মধ্যে ফুলগাছ সাজিয়ে রাখতে চেয়েছিলাম।
অর্থাৎ রুমটার দেয়াল সুন্দরভাবে ডেকোরেশন করতে চেয়েছিলাম। কিন্তু কোন এক কারণে করা হয়নি। তাই ভাবলাম কেননা আজকে আমার সেই পছন্দের দেয়াল ডেকোরেশন এর একটি চিত্র অংকন করেফেলি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিত্রাংকন টি ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি ক্যালেন্ডারের পেইজটিতে পেন্সিল এর সাহায্যে উপর থেকে সমানভাবে চারটি দাগ অঙ্কন করে নিলাম। এরপর কয়েকটি বাল্ব ঝুলানোর জন্য দড়ি অঙ্কন করে নিলাম।
এরপর কয়েকটি বৃত্ত এঁকে নিলাম। এবং বৃত্তগুলোর সাহায্যে সুন্দরভাবে বাল্ব গুলোর অবয়ব অংকন করে নিলাম।
এরপর বাল্ব গুলো ঝুলানোর জন্য উপরের দিকে ভালোভাবে দড়ি অঙ্কন করে নিলাম। এবং সেইসাথে মার্কার পেন এর সাহায্যে পেন্সিল দ্বারা অঙ্কিত চিত্রাঙ্কনটি গাঢ় করে নিলাম।
এরপর বাল্বের ভিতর পানির অবয়ব অংকন করে নিলাম। এবং সেইসাথে জলরং এবং মার্কার পেন এর সাহায্যে ফুল এবং ডালপালা অঙ্কন করে নিলাম। যাতে দেখলে বোঝা যায় যে ফুল গাছগুলো বাল্বের ভিতরের পানিতে রোপণ করে রাখা হয়েছে।
এরপর বাল্বগুলো কাঁচের বোঝানোর জন্য সাদা রং দিয়ে কিছু ডিজাইন করে নিলাম এর ভিতরে। এবং ব্রাশের সাহায্যে জল রঙের বিভিন্ন কালার চিত্রাংকন এর উপর ছিটিয়ে দিলাম।
এবং এভাবেই আমি চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 11 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনাদের মুগ্ধ করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে সুন্দর সুন্দর কাজ গুলো আপনাদের মাঝে সবসময় শেয়ার করতে পারি। অনেক ভালো থাকবেন ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ আপু।আপনি তো খুব বড় আর্টিস্ট ।সত্যিই আমি আপনার আর্ট গুলো খুব পছন্দ করি। সব সময় আপনার আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে আজকেও তার ব্যতিক্রম নয়। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর আর টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ আপু আপনি আমার আর্টের প্রশংসা করার জন্য। আমি সবসময়ই চেষ্টা করব আমার সুন্দর সুন্দর কাজ গুলো আপনাদের সাথে শেয়ার করার। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আপু আপনার জন্য।
আপনার করা চিত্রাংকন আমার কাছে সব সময়ই খুবই ভালো লাগে। সব সময়ের মতো আপনার করা বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রাংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। চিত্রাংকন করার ধাপগুলো আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা সত্যিই দেখার মতো ছিল। ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে আমি সব সময় এমন চমৎকার ভাবে আমার প্রতিটি কাজ আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এবং সত্যি বলতে আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটি কাজের ধাপগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার। আপনারাও এভাবে ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু এটা আপনার চিত্রাংকন সেটি বুঝতে আমার অনেক সময় লেগেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে ক্যালেন্ডার বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। কিন্তু পরে দেখলাম যে না আপনি এটি আর্ট করেছেন। বেশি কথা বলব না। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আর্টটি।
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি যখনই আমার বাসা কোন পুরাতন ক্যালেন্ডার এর পিছনে ফাঁকা পেইজ পাই। তখনই কিছু-না-কিছু আঁকতে বসে যাই। আপনাদের কাছে এতটা ভাল লেগেছে জেনে সত্যিই খুব ভাল লাগল। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনার বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রটি দারুন চমৎকার হয়েছে ।আমার কাছেতো খুবই ভালো লেগেছে ।দারুন চমৎকার ভাবে আপনি আর্ট টি করেছেন ।আপনি খুবই সুন্দর সুন্দর আর্ট করতে পারেন ।যেটি এর আগেও আমাদের সঙ্গে শেয়ার করেছেন ।আপনার আর্টগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনারা এভাবে ভালো কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। এবং আমি এভাবে ভাল কাজগুলো প্রতিনিয়ত আপনাদের উপহার দিয়ে যাব। আমি সত্যিই আপনাদের উপর আমি কৃতজ্ঞ আপু কারণ আপনাদের কমেন্ট গুলো পড়লে,আমি ভালো কাজের প্রতি অনেক বেশি উৎসাহ পাই।
সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু। চিত্রটি অঙ্কন করার আইডিয়া আমার কাছে ইউনিক লেগেছে। বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত রাখার বিষয়টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।চিত্র অংকন করার পদ্ধতি গুলো ধরে সুন্দরভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি আমার আইডিয়াটা কে ইউনিক ভাবে চিত্রাংকন এর মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করার। আপনাদের কাছে ভালো লাগলে আমার কাজের সার্থকতা খুঁজে পাই। এভাবেই উৎসাহ দিয়ে যাবেন এবং অনুপ্রাণিত করে যাবেন আশা করছি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে 👌
আপনার চিন্তা ভাবনার প্রশংসা আমি সবসময়ই করি। আজকের অংকনটি একদমই ব্যাতিক্রমধর্মী একটি অংকন ছিল।
সুন্দর ছিল সবকিছু।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
আপনার কমেন্টগুলো পড়লেই সত্যিই খুব ভালো লাগে ভাইয়া। কারণ আপনি প্রতিনিয়ত আমার পোষ্টের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে যাচ্ছেন। আমি সত্যিই আপনার কাছে অনেক কৃতজ্ঞ রইলাম এই কারণে। এভাবেই পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করে যাবেন আশা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আমার পক্ষ থেকে ❤️।
আপনি এতো সুন্দর করে বাল্বের ভিতর গাছের চিত্র এঁকেছেন যে আমি হঠাৎ করে দেখে বুঝতেই পারিনি এখানে এখানে ছবি কোনটা পরে দেখলাম যে যেটা রেখেছেন সেটাই ছবি। এত সুন্দর হয়েছে যে বোঝার কোন উপায় নেই যে হাতে এঁকেছেন খুবই চমৎকার হয়েছে আপু।
অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই সুন্দর কাজগুলো করে যেতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি। মাঝে মাঝে সত্যিই খুব হতাশ হয়ে যাই মনে হয় যে আর হয়তো পারবো না। কিন্তু যখনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, তখনই মনে হয় যে আমি পারব এবং আমাকে পারতেই হবে। ভালো থাকবেন আপু এবং শুভকামনা রইল আপনার জন্য।
আপু আপনার চিত্র অঙ্কণ গুলো আমার খুবই ভালো লাগে আজকে আপনার বাল্বের ভিতর ফুলগাছ সজ্জিত করে রাখার চিত্রাংটি অনেক সুন্দর লেগেছে আমার, আপনি অনেক দক্ষতার সাথে কাজটি সম্পুর্ন করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।
ধন্যবাদ ভাইয়া আমার চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করে কমেন্ট করার জন্য। ভালো লাগলো আপনার সুন্দর কমেন্ট টি পড়ে। আসলে ভাইয়া যে কোনো কাজ করতেই অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। কারণ দক্ষতা দিয়ে কাজ করলে কাজটি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার প্রতিটি আইডিয়া অনেক ক্রিয়েটিভ। আসলে ক্রিয়েটিভ সব কিছুই আমার অনেক ভালো লাগে। আপনার আগের আর্টগুলো সব আমার দেখা হয়েছে। জাস্ট অসাধারণ।
ধন্যবাদ ভাইয়া আমার সবগুলো আর্ট এর সুন্দর প্রশংসা করার জন্য। আপনারা এভাবে সুন্দর কমেন্ট দিয়ে পাশে থাকলে।এবং আমাকে উৎসাহিত করলে,আরো সুন্দর সুন্দর কাজ উপহার পাবেন ভবিষ্যতে আশা করছি। দোয়া করবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।