DIY - একটি ব্রীজ সহ ঘন জঙ্গলের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি ব্রীজ সহ ঘন জঙ্গলের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি পেইজ এর মাঝ বরাবর দাগ অংকন করে নিলাম।সেই দাগের খানিকটা নিচে একটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম। এরপর অর্ধবৃত্ত টি থেকে সামনের দিকে আরো দুটি দাগ অঙ্কন করে নিলাম।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। ব্রীজটির মধ্যে খয়রি কালারের জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম। এরপর মাঝখানে নদী এবং দুই পাশের ঘাসে, নীল ও সবুজ কালারের জল রং দ্বারা রং করে নিলাম।
এরপর ব্রীজটির পিছনে এবং সামনে অনেক সবুজ গাছপালা বোঝানোর জন্য। সবুজ কালারের জল রং দ্বারা কিছু ঘন জঙ্গল রং করে নিলাম।
এরপর সেই সবুজ জঙ্গলের উপর, সাদা,গোলাপি ও বেগুনি কালারের জল রং দ্বারা রংবেরঙের ফুল পাতা রং করে নিলাম। এমনভাবে রং করে নিলাম যাতে বোঝা যায় যে,ব্রীজটির আশেপাশে সবুজে ঘেরা এবং রঙ-
বেরঙের ফুলের সমাহার।
এরপর কালো মার্কার পেন এর সাহায্যে ব্রীজটির মধ্যে কিছু ডিজাইন করে নিলাম। সেই সাথে আশেপাশের গাছপালা এবং ঘন জঙ্গল গুলোতে ডালপালা অঙ্কন করে নিলাম। এতে করে চিত্রাংকনটির সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
এভাবেই আমি আমার আজকের পেইন্টিংটি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন ০4, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার সব কাজগুলোই ইউনিক হয়ে আর আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজকে একটি ব্রিজসহ ঘন জঙ্গলের পেইন্টিং করেছেন দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আর আপনি পেইন্টিং করার পদ্ধতি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপু
আপু আপনি মানে সেরা পেইন্টিং গুলো উপহার দেন আমাদের কাছে । পনার পেইন্টিং দেখতে আমার কাছে খুবই চমৎকার লাগে। ব্রিজসহ একটি ঘন জঙ্গলের চিত্রাংকন একদম অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। আপনি রঙের ব্যবহার খুব ভালোভাবে জানেন। এতো সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনুপ্রাণিত হলাম আপনার কমেন্টটি পড়ে। অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেছেন এবং প্রশংসা করেছেন আমার কাজের। ভালো থাকবেন আপু এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
সত্যি কথা বলতে আপু আপনাদের এরকম পেইন্টিং তৈরি করা দেখে আমার অনেক হিংসা হয়। কেউ কিভাবে এত সুন্দর পেইন্টিং তৈরি করতে পারে। পেইন্টিংটি কি আমাকে উপহার দেওয়া যাবে আপু । আপনার তৈরি পেইন্টিং আমার কাছে রাখতে অনেক ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
আহা আপু কি দেখালেন 😍 আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম৷ কি সুন্দর পেইন্টিং করেন আপনি। আপনার হাতে সত্যই যাদু আছে। খুব ভালো লাগলো আপু আপনার করা পেইন্টিংটি। এভাবেই এগিয়ে চলুন শুভ কামনা রইলো আপনার জন্য।
আপু আপনার আর্টের ব্রিজটি দেখে মনে হচ্ছে যে এখানে গিয়ে পা ঝুলিয়ে বসে থাকি। অসম্ভব সুন্দর একটি জায়গা আপনি আর্ট করেছেন । আসলে বাস্তবে এরকম জায়গা পাওয়া গেলে গিয়ে ঘুরে আসতাম । খুব ভাল লেগেছে আপনার আর্ট আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।
দেওয়ালে বাধিয়ে রাখার মতন পেইন্টিং। এই ধরনের পেইন্টিং গুলো অনেক সুন্দর লাগায়। ইচ্ছা থাকলো। কোনো একদিন আপনার থেকে পেইন্টিং এনে আমার বাসার দেওয়ালে লাগাই রাখবো।
ব্রীজ সহ ঘন জঙ্গলের পেইন্টিং টি অসাধারন হয়েছে। আপনি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেন আপনার পেইন্টিং গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
একটি ব্রিজসহ ঘন জঙ্গলের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। আপনি জল রং দিয়ে খুব সুন্দর ভাবে এঁকেছেন। বিশেষ করে বিভিন্ন রং ব্যবহার করে ব্রিজের দুইপাশের গাছপালাগুলো অঙ্কন করা তে চিত্রটি দেখতে অনেক বেশি কালারফুল এবং অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ব্রীজ সহ ঘন জঙ্গলের পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্ট যেমন সুন্দর হয় পেইন্টিংও তেমনি অনেক সুন্দর হয়। আপনি খুব সুন্দর একটি ঘন জঙ্গলের পেইন্টিং করেছেন। কালার কম্বিনেশনটা অসাধারন হয়েছে। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.