DIY - এসো নিজে করি : দুটি দৃষ্টিকোণ থেকে বিল্ডিং দৃশ্য এর চিত্রাঅঙ্কন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকে আমার আর্ট এর মাধ্যমে আপনাদেরকে নতুন একটি আর্ট এর নিয়ম শিখাবো। শুধু মাত্র স্কেচবুক এর দুই পাশে দুটি বিন্দুর মাধ্যমে খুব সহজেই দুটি দৃষ্টিকোণের বিল্ডিং এর চিত্রাংকন কিভাবে আঁকা যায়।

শুনতে কঠিন মনে হলেও, খুব সহজেই এটি অঙ্কন করা সম্ভব। আমার লাইন গুলো অনুসরন করলে আপনারা যে কেউ খুব সহজেই এমন অনেক ধরনের চিত্রাংকন করে ফেলতে পারবেন। আমরা অনেক ধরনের দৃষ্টিকোণ থেকে অনেক বিল্ডিং, একটি রুম বা দৃশ্য অনেক কিছু দেখে থাকি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে দুটি দৃষ্টিকোণ থেকে বিল্ডিং দৃশ্য এর চিত্রঅঙ্কন করা সম্ভব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আপনারা খুব আনন্দের সাথে চিত্রাঙ্কনটি উপভোগ করবেন এবং নিয়ম গুলো সুন্দর ভাবে শিখে নিবেন। যারা এ ধরনের আর্ট করতে ইচ্ছুক বা যারা আর্ট করতে পারেন না।নতুন করে আর্ট শিখতে চান, তাদের জন্য এই পোস্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এইধরনের আর্ট করতে খুব পছন্দ করি। আশা করছি ভবিষ্যতে আপনারা এমন আর্ট অনেক আনন্দের সাথে করবেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

275228127_1169881307153366_3405427994528126688_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে দুই দিকে দুটি বিন্দু এঁকে নিলাম। এরপর পেইজটির মাঝ বরাবর একটি লাইন টেনে নিলাম।
সেই সাথে পেজটির উপরে ও নিচের দিকে দুটি ফোঁটা নিয়ে মাঝ বরাবর একটি লাইন টেনে নিলাম। এরপর মাঝের লাইনটির দুই পাশে আরও দুইটি লাইন অঙ্কন করে নিলাম।

274985371_273084968309061_6972949137782796812_n.jpg275232905_708433273857591_4905402451884919648_n.jpg

ধাপ - 2

এরপর দুই পাশের দুটি বিন্দু থেকে আরো অনেকগুলো লাইন টেনে নিলাম। এবং সেই লাইন অনুযায়ী কয়েকটি বক্স এঁকে নিলাম।

275271910_205937581738197_877719662475622299_n.jpg275204253_653301932553170_1417273303897328808_n.jpg

ধাপ - 3

এরপর আবারো দুইপাশের বিন্দু দুটি কে অনুসরণ করে বক্স গুলোর ভিতরে কয়েকটি ছোট ছোট দাগ অঙ্কন করে নিলাম। এগুলো মূলত বিল্ডিং এর জানালা হিসেবে ব্যবহার করবো।


275278774_1461663424252563_4689420690483646948_n.jpg


ধাপ - 4

এরপর বিন্দু দুটি কে অনুসরণ করে বিল্ডিংগুলোর ভিতরে জানালা দরজা গুলো ভালোভাবে অঙ্কন করে নিলাম।
ডান পাশের জানালা দরজার প্রত্যেকটি দাগ ডানপাশের বিন্দু টিকে অনুসরণ করে অঙ্কন করতে হবে। এবং বামপাশের দাগগুলো বামপাশের বিন্দুতে কে অনুসরণ করে অঙ্কন করতে হবে। তবে দুই দিকের দৃষ্টিকোণ সমানভাবে মিলবে।
এরপর শুধুমাত্র বিল্ডিংয়ের অংশটুকু মার্কার পেন দ্বারা কালো করে নিলাম। বিন্দু গুলোর থেকে টানা প্রত্যেকটি লাইন কালো করার প্রয়োজন নেই। আপনারা চাইলে মুছে ফেলতে পারেন।তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি লাইনগুলো মুছিনি।

275175215_352816540089048_4076080586566042063_n.jpg275007588_1101131913790345_5851106134500823314_n.jpg

ধাপ - 5

এরপর বিল্ডিংগুলোর যে অংশে যেভাবে ছায়া পড়বে ওগুলো পেন্সিল এর সাহায্যে ভালোভাবে গারো করে নিলাম।


275369133_1571485106563655_2538472023121305294_n.jpg


ধাপ - 6

এরপর শুরু করলাম রংয়ের কাজ। হালকা সবুজ কালার জল রং এর মাধ্যমে কিছু গাছ এবং ঘাসের রং সম্পন্ন করলাম। সেইসাথে ঘাসের আশেপাশে মাটি বোঝানোর জন্য হালকা বাদামি কালারের জল রং ব্যবহার করলাম। এবং আকাশে হালকা নীল কালারের জল রং ব্যবহার করলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

275262776_502508154599108_8845090719580769048_n.jpg275282645_329543822565924_2402490261251934274_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
275230615_371295528191926_4422531367940308695_n.jpg275269087_451883060054917_3396232942053066841_n.jpg
275233893_976898512965277_5483927229589978815_n.jpg275228127_1169881307153366_3405427994528126688_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 10 মার্চ,, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

বিল্ডিং এর দৃশ্য অংকন টি খুব সুন্দর হয়েছে আপু। দুই পাশ থেকে বিল্ডিং দেখে মনে হচ্ছে একটি অপরটির প্রতিচ্ছবি। বিল্ডিং এর দৃশ্যটি রং করার পরে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিল্ডিং এর দৃশ্য অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দুটি দৃষ্টিকোণ থেকে বিল্ডিং দৃশ্য এর চিত্রাঅঙ্কন অসাধারণ হয়েছে আপু। আপনি সবসময় দারুন সব চিত্র অঙ্কন করেন এবং আমাদের মাঝে শেয়ার করেন। তেমনি আজকে আপনি অনেক সুন্দর ভাবে বিল্ডিং এর দৃশ্য অঙ্কন করেছেন। অসাধারণ হয়েছে আপু। দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার একটি বিল্ডিং এর দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে খুবই চমৎকার ভাবে শেয়ার করেছেন আপু। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর অঙ্কন উপস্থাপন করে থাকেন সে সাপেক্ষে আপনার আজকের এই বিল্ডিং এর অংকন অসম্ভব সুন্দর হয়েছে। আমি প্রতিনিয়ত মুগ্ধ হই আপনার এরকম অংকন দেখে। এত সুন্দর একটা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার অংকন করা চিত্র টি আমার কাছে খুবই ইউনিক লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে চিত্র অংকন টি সম্পূর্ণ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার চিত্রাংকন টি আমার খুবই ভালো লেগেছে। প্রথমে দেখে মনে করেছিলাম এটি একটি ছবি। পরে দেখলাম এটি একটি চিত্র অংকন। খুবই চমৎকার হয়েছে এটি। শুভকামনা রইল আপনার জন্য। এত অসাধারন একটি চিত্র কার আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু অসাধারণ। আপনার অংকন দেখে আমি মুগ্ধ। সত্যি সত্যি আমি প্রতিনিয়ত প্রতিভার পরিচয় দিয়ে যাচ্ছেন। অনেক ভালো লাগলো আপু। প্রত্যেকটা নিখুঁতভাবে তৈরি করে ও‌ সুন্দর বর্ণনা করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনার আইডিয়াটা আমার কাছে দারুন লেগেছে । আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি বিল্ডিং এর চিত্র অংকন তৈরি করে উপস্থাপন করেছেন। আমি তেমন একটা ভালো ভাবে চিত্র অঙ্কন করতে পারি না তবে চেষ্টা করি। কিন্তু আপনার তৈরি করা এই চিত্র অংকন টি একদম প্রফেশনাল ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু মুগ্ধ হয়ে গেলাম। দুটি দৃষ্টিকোণ থেকে বিল্ডিং দৃশ্য চিত্র অঙ্কন করেছেন। বেশ ভালো লাগলো। আসলে আপনার চিত্র অংকন গুলো অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং বিল্ডিংগুলো দারুন ভাবে ফুটে উঠেছে।গাছগুলি বেশ ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74