DIY : স্কেচবুকের কভার পেজে আমার ব্যক্তিত্ত বহিঃপ্রকাশের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবারো একটি নতুন আর্ট নিয়ে হাজির হলাম। আমি গতকাল একটি স্কেচবুক কিনেছিলাম। নতুন সব ধরনের আর্ট করার জন্য।কেনার পর বাসায় নিয়ে এসে লক্ষ্য করলাম যে স্কেচবুক এর উপরের কভার পেজটি একেবারে খালি। কোনো লেখা বা চিত্রাংকন এর মধ্যে নেই। তারপর ভাবলাম কেননা আমি নিজেই এর উপরে চিত্রাংকন করি। তারপর অনেকক্ষণ ধরে ভাবতে থাকলাম যে কি ধরনের চিত্রঅঙ্কন করা যায়।
হঠাৎ মাথায় আসলো স্কেচবুক টি আমার তাই এমন ধরণের চিত্রাংকন করা উচিত যা আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে সবার সামনে। এরপর চিত্রাংকন শেষে আমি আমার আম্মুকে নিয়ে আমার নতুন কেনা স্কেচবুক টি দেখালাম, আম্মু তো দেখেই অবাক হয়েছে এবং বলেছিল অন্যরকম সুন্দর লাগছে❤️ সেইসাথে এটা দেখে বোঝা যাচ্ছে যে তোর স্কেচবুক😁।নিজের ব্যক্তিত্বের ছোটখাটো পরিচয় দিয়েছি, এই ছোট স্কেচবুক এর কভার পেজে চিত্রাংকন এর মাধ্যমে।
আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

273741947_1401054240326706_7045671583419587583_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি স্কেচবুকটির উপর পেন্সিল এর সাহায্যে আমার প্রথম পরিচয় প্রকাশ পাওয়ার জন্য একটি স্কেচবুক,একটি রং তুলির দানি, পেন্সিল, রাবার এবং একটি রঙের প্লেট অংকন করলাম এবং সেই সাথে আর্ট লাভার লিখে আর্ট এর প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করার চেষ্টা করেছি।


273818580_957496494903684_3950283496584527688_n.jpg

273688293_489655759464228_6455539049391830675_n.jpg273611475_480017590283973_4543791808429468043_n.jpg

ধাপ - 2

এরপর পেন্সিল এর সাহায্যে একটি বার্গার,ফ্রেঞ্চ ফ্রাই এর প্যাকেট, একটি জুসের বোতল,পিজ্জা, স্যান্ডউইচ এবং চকলেট অংকন করলাম। এবং গুড ফুড,গুড মুড লিখে খাবারের প্রতি আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করলাম। কারণ এটা সত্যি কথা ভালো খাবার দেখলে আমার মনটা ও ভালো হয়ে যায়।

273738652_349077070407147_7120417879921003843_n.jpg273813266_492397392249208_2568001826603499876_n.jpg

ধাপ - 3

আমি বরাবরই শপিং করতে খুব পছন্দ করি।এ কারণে পেন্সিল এর সাহায্যে দুটি শপিং ব্যাগ অঙ্কন করলাম আমার পছন্দের দুটি ব্র্যান্ডের।
আমার স্বপ্নের জায়গা প্যারিসের আইফেল টাওয়ার। আমার খুব ইচ্ছা জীবনে একবার হলেও সেই জায়গা ভ্রমণ করার। এ কারণে আইফেল টাওয়ার অংকন করেছি এবং সেইসাথে ড্রিম প্লেস লিখেছি।


273772256_1193360781068002_4901368554336316715_n.jpg

273508200_275379704672638_6100293776879621613_n.jpg273706701_665682247912955_3694724533091218410_n.jpg

ধাপ - 4

এরপর আমি পেন্সিল এর সাহায্যে স্টিমিট এর লোগো অংঙ্কন করলাম। এবং সেইসাথে স্টিমিট লাভার লিখে স্টিমিটের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করলাম। কারণ স্টিমিট প্ল্যাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা এই স্টিমিটের জন্য আমি আমার বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য হতে পেরেছি।
এরপর আমি গান শুনতে অনেক ভালোবাসি এটা বোঝানোর জন্য দুটি ইয়ারফোন অংকন করেছি। এবং সেইসাথে মিউজিক লাভার লিখেছি।
আপনারা কম বেশি সবাই জানেন আমি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। একারণে গ্রাজুয়েশন ক্যাপ অংকন করেছি এবং এর সাথে আমি আমি লিখেছি যে আমি একজন ভালো মানের আর্কিটেক্ট হতে চাই।

273748405_3121140611468442_2257547521868851451_n.jpg273693095_642672126787016_1509461761400695622_n.jpg


273806897_524591302274205_6271790543405209705_n.jpg


ধাপ - 5

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে আর্ট এর প্রতি ভালোবাসা নিয়ে যা যা এঁকেছি। সেই সব কিছুকে বাস্তব রূপ দেওয়ার জন্য সুন্দর করে রং করে নিলাম জল রং এর সাহায্যে। এবং লিখাটি কালো মার্কার পেন দিয়ে গাঢ় করে নিলাম।
এরপর খাবারের প্রতি ভালোবাসা নিয়ে যা যা অংকন করেছি সেগুলো ভালোভাবে রং করে নিলাম। এবং কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় করে নিলাম।

273746106_732073424376882_1009712708002454809_n.jpg273702471_288136233248572_5857407745859261858_n.jpg


273718438_335323271680386_3847533027551602919_n.jpg


ধাপ - 6

এরপর শপিং ব্যাগ দুটি, আইফেল টাওয়ার, স্টিমিট লোগো, এয়ারফোন এবং গ্র্যাজুয়েশন ক্যাপ ভালোভাবে রং করে নিলাম এবং কালো মার্কার পেন দিয়ে গাঢ় করে নিলাম।

273723019_719643165692538_3540769967797746276_n.jpg273681242_473749794349072_8802707130357595347_n.jpg

ধাপ - 7

বাকি যে লেখাগুলো কালো করা বাকি ছিল সেগুলো মার্কার পেনের সাহায্যে গাঢ় করে নিলাম।
এভাবেই আমি আমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

273700967_274107104851822_581560154161765837_n.jpg273789981_1301966256984096_8044162755641122392_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ

273805616_998217170786869_2004760261289444210_n.jpg

273702475_648426806380294_1226009593610948960_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 16 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার কাজ সত্যি খুব প্রশংসনীয়, আপনি সবসময় চমৎকার কিছু জিনিস আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন আজও তার ব্যতিক্রম নয়। বেশ ভালো লেগেছে আমার কাছে।

115.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু এক কথায় অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ড্রয়িং করেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আইডিয়া। আপনার ড্রয়িং এর প্রসেস দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্রত্যেকবার আমার পোষ্টে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বিষয়টি ভীষণ ভালো লাগলো ♥️
আপনার পুরো ব্যাক্তিত্ব আপনি একটি নোটবুকের কভার পেজে চমৎকারভাবে অংকন করলেন। এটা শুধুমাত্র অংকন নয় এটা পু্রো জীবনযাত্রা। দারুন ❤️

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। জ্বি ভাই একদম ঠিক ধরতে পেরেছেন,এটা শুধু অংকর নয় এটা পুরো জীবনযাত্রা। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl
r2cornell_curation_banner.png
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell. ###
Visit our Discord - Visita nuestro Discord

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43