DIY - এসো নিজে করি : জল রং দিয়ে আমার স্বপ্নের বেলকনির পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আবারো নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকে সারাদিন ভাবছিলাম যে কি আর্ট করা যায়।এরপর সন্ধ্যায় নাস্তা করতে করতে আমি আমার হাজব্যান্ড এর সাথে আমার পছন্দের রুম আর বেলকনি নিয়ে কথা বলছিলাম। আমার একটি বাসার সব জায়গায় থেকে সাজানো রান্নাঘর এবং বেলকনি অনেক ভালো লাগে। তারপর আমার হাজব্যান্ড বলল ঠিকাছে এত বর্ণনা না দিয়ে আর্ট করে দেখাও। এরপর তো আমি মহা খুশি যে আজকে আবার আর্ট পোস্টের জন্য নতুন একটি আইডিয়া পেয়ে গেলাম। তারপর বসে গেলাম স্কেচবুক,পেন্সিল এবং রং তুলি নিয়ে। এরপর আমার যেমন পছন্দ ঠিক তেমনি একটি বেলকনির পেইন্টিং করে ফেললাম জল রং এর সাহায্যে। মনের মতো একটি দরজা ,অনেক ধরনের গাছ,শোপিছ আর আমার খুব পছন্দের বিড়াল নিয়েই আমার স্বপ্নের বেলকনির পেইন্টিং করে ফেললাম।
আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আমার পছন্দের বেলকনি দেখে আপনারা ও মনে মনে আপনাদের স্বপ্নের বাড়ি সাজিয়ে ফেলুন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই নিজ নিজ পরিবার এবং কাজের মানুষ নিয়ে অনেক ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন❤️।

274088407_487952206258469_1364797290326885599_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • স্কেল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে স্কেল দিয়ে চারটি লাইন এঁকে নিলাম। এরপর এর ভেতরে কয়েকটা আয়তক্ষেত্র এর মত করে এঁকে নিলাম।

274049859_3331483070416958_1343053130208814748_n.jpg273899895_747630022875155_4550075361475739947_n.jpg

ধাপ - 2

এরপর মাঝখানের বড় যে জায়গাটা ফাঁকা ছিল তার মধ্যে ছোট ছোট কয়েকটি বর্গক্ষেত্র এঁকে নিলাম। এবং নিচের দিকে আবারও দুইটি আয়তক্ষেত্রের মত করে এঁকে নিলাম। এটি হবে একটি বেলকনির দরজা। এরপর এর সামনে বেলকনি রেলিং এঁকে নিলাম। আমার যে ধরনের রেলিং পছন্দ আমি ঠিক সেইরকম করে এঁকে নিলাম। আপনারা চাইলে অন্য ধরনের ও অঙ্কন করতে পারেন।

273978611_262207852761276_3112982225286515505_n.jpg274196509_424516532755888_3680641602258197776_n.jpg

ধাপ - 3

এরপর রেলিং এর উপরে এবং নিচে কয়েকটি গাছ অংকন করে নিলাম। এবং বেলকনির দেয়াল হিসেবে ব্যবহৃত জায়গাটিতে ঝুলন্ত একটি গাছ এবং আরেক পাশে একটি শোপিস অঙ্কন করে নিলাম।

274184290_212148474424218_1335724567485328566_n.jpg274052617_467818098173941_2893673746881959712_n.jpg

ধাপ - 4

এরপর গাছগুলোর ভিতরে সব জায়গায় জায়গায় রাবার দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। এবং এভাবেই আমি আমার পেন্সিলের পুরো কাজটি সম্পন্ন করলাম।


274135312_662682001686547_1520521690901162340_n.jpg


ধাপ - 5

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমেই হালকা বাদামি কালারের জল রং এর সাহায্যে দেয়ালটি ভালোভাবে রং করে নিলাম। এরপর বেলকনির দরজাটি হালকা টিয়া কালার এর জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম।

274052149_700792834426120_3715829925073504937_n.jpg274089760_5656502124376272_3871167594470710499_n.jpg

ধাপ - 6

এরপর দরজায় ছোট ছোট বর্গক্ষেত্র গুলোকে আয়না বুঝানোর জন্য হালকা নীল কালারের রং দিয়ে ভালোভাবে রং করে নিলাম। এবং সবুজ ও খয়রি কালারের জল রং এর সাহায্যে গাছ এবং গাছের টব ভালোভাবে রং করে নিলাম।

274035873_454084513083850_9060085052260200924_n.jpg274187910_670566697519137_5524992749222116644_n.jpg

ধাপ - 7

এরপর ঝুলন্ত শোপিছ বিভিন্ন কালারের মার্কার পেন এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম। এবং এই রেলিং গুলো গাঢ় করে নিলাম,এর সাথে গাছ এবং গাছের টবে কিছু ডিজাইন করে নিলাম।

274002382_4427988430640378_4378822392843627817_n.jpg274092106_481025176977624_291138060193426157_n.jpg

ধাপ - 8

আমার বেলকনি বলে কথা, সেখানে বিড়াল থাকবে না তা তো হয় না। এরপর এক পাশে একটি বসে থাকা বিড়াল অঙ্কন করে নিলাম।


274146066_326116742803797_8580508804785782109_n.jpg


ধাপ - 9

এরপর বিড়ালটি রং করে নিলাম। এবং সেইসাথে দরজার ডিজাইন সম্পন্ন করলাম।
এভাবেই আমি আমার স্বপ্নের বেলকনির চিত্রাংকন সম্পন্ন করলাম।


274189991_479051557274258_5377378500818774037_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
274088407_487952206258469_1364797290326885599_n.jpg274129430_1154146008459512_2767083905159891940_n.jpg
274065541_687587912597486_4593184042580382296_n.jpg274075268_652195175892975_4946452132726345345_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ২২ ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে আপনি অসাধারণ একটি বেলকনির পেন্টিং করেছেন। আমার কাছে দারুণ লেগেছে। আপনি ধাপে ধাপে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর আপনার পেইন্টিং সম্পর্কে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্টের জন্য এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ধাপ ভালোভাবে দেখার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

জল রং দিয়ে সুন্দর একটি বেলকুনির পেইন্টিং করেছেন বেলকুনিতে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে আপনার চিত্রটা দেখে মনে হচ্ছে এখুনি বেলকুনিতে ঘুরে আসি অনেক অনেক সুন্দর হয়েছে পেইন্টিংটি ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। হ্যাঁ চিত্রাংকন টি আপনাদের সাথে শেয়ার করাই আছে,চাইলেই ঘুরে আসতে পারেন।হিহিহি 😁। অনেক ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জল রং দিয়ে তৈরি করা আপনার স্বপ্নের বেলকনি দেখতে অনেক সুন্দর হয়েছে । সুন্দর পেন্টিং করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মনোভাব আমার এই পোস্টটিতে প্রকাশ করার জন্য। আপনাদের কমেন্ট গুলো সত্যিই খুব ভালো লাগে। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর কাজগুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার স্বপ্নের বেলকনি টি খুবই চমৎকার হয়েছে ।খুব সুন্দর করে আপনি আর্ট টি করেছেন । নাস্তা খেতে খেতে কল্পনার রাজ্যের কথা চিন্তা করে আর্টটি করেছেন আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন যাতে বাস্তব জীবনে এমন স্বপ্নের বেলকনি নিজের করে পেতে পারি। অনেক ভালো থাকবেন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার সপ্নের বেলকনি পেইন্টিং টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপু মনি। আপু আপনার মতোই আমার সপ্নের এই বেলকনিটা।জল রং দিয়ে দারুণ ভাবে চিএ অংকন করেছেন।
ধন্যবাদ আপু,আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের কমেন্ট গুলো ভালো কাজ করার প্রতি তাগিদ অনেক বাড়িয়ে দেয়। এভাবেই ভালো কমেন্ট নিয়ে পাশে থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জল রং দিয়ে এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন যা দেখে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনার স্বপ্নের বেলকনি অংকন খুবই সুন্দর হয়েছে যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে বেলকনি চিত্র অঙ্কন করেছেন আপনার চিত্র অঙ্কনের দক্ষতা খুবই ভালো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
ওয়াও জল রং দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। দেখতে অপূর্ব সুন্দর লাগতাছে এবং মোটের উপর পুরাই জোস। এবং প্রত্যেকটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পেন্টিং আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল,,,,,,
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত গুছিয়ে সুন্দর কমেন্ট করার জন্য। সব সময় পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে এই ভাবেই ভালো কাজগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সবসময় ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার আর্ট গুলো থেকে যেন চোখ ফেরানো যায় না। বারান্দায় বসে থাকা বিড়াল আর ফুলের টব গুলোর জন্য দৃশ্য টি বেশি আকর্ষণীয় লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। আমাদের কে দারুন দারুন আর্ট উপহার দিতে থাকুন।

 2 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন বেলকুনির সৌন্দর্য গাছপালা দ্বিগুণ বৃদ্ধি করে দেয়। আর বিড়ালটা তো একেবারেই শখের বসে এঁকেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে স্বাগতম আপু মনি 🥰

 2 years ago 

আপু আপনার সপ্নের বেলকুনিকে অনেক সুন্দর ভাবে বাস্তব রূপ দিয়েছেন আপু।জল রং দিয়ে সম্পন্ন করা পেইন্টিং খুবই সুন্দর ভাবে সম্পন্ন করেছেন।পেইন্টিং সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ প্রতিবার সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আশা করছি পরবর্তীতেও করবে। পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74