DIY - এসো নিজে করি : একটি মাছের মান্ডালা আর্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি মাছের মান্ডালা আর্ট করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

260344035_234521655417267_9167805838497040059_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল কাটার দিয়ে ছোট-বড় অনেকগুলো বৃত্ত আর্ট করলাম।


260815969_1121890085313854_752810600709924109_n.jpg
260768684_406368954536465_1803306179138584503_n.jpg


ধাপ - 2

এরপর বৃত্তের মাঝখানে একটি মাছের চিত্রাংকন করলাম।


261035995_267696452082116_4236003337509168961_n.jpg


ধাপ - 3

এরপর মাছের লেজ পাখা সহ আরো অন্যান্য যেসব জিনিস গুলো থাকে সব গুলো আর্ট করলাম।


260902139_1069805760461890_5698187509893211491_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম বৃত্তের ভিতর ডিজাইন করা। আমি মার্কার পেন দিয়ে প্রথমে প্রথম বৃত্তটি সম্পন্ন কালো রং করেছি। এরপর শুরু করলাম অন্যান্য ডিজাইন করা এক একটা ধাপে একেক ধরনের ডিজাইন করেছি যাতে দেখতে সুন্দর লাগে।


260966129_496124211545635_1810178129796957309_n.jpg
260940817_638270133872534_750479476294302784_n.jpg


ধাপ - 5

এরপর ডিজাইন করতে করতে বৃত্তের সবগুলো অংশের ডিজাইন করলাম।


261040509_950534575819918_5889603250510381544_n.jpg


ধাপ - 6

এরপর মাছের লেজ এবং পাখনা গুলির মধ্যে ডিজাইন করলাম।


260854992_853718715269037_6728892404151439602_n.jpg


ধাপ - 7

এবার মাছের শরীরের মধ্যে কমলা এবং লাল রং এর সংমিশ্রণে রং করলাম যাতে মাছের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আর এভাবে আমি আমার চিত্রাংকন টি সম্পন্ন করেছি।


260675441_1032487674207614_7210689355993158296_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
260917050_421942389569904_2987032209944805037_n.jpg260796406_232861625598443_6830093302303400371_n.jpg
260783705_310206851105161_1093732378989819451_n.jpg260675441_1032487674207614_7210689355993158296_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 27 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 last year 

ওয়াও আপনার মাছের মান্ডালা আর্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে আর্ট করেছেন যে আমার কিছু বলার ভাষা নেই। খুবই সুন্দর করে আপনি ধাপগুলো উপস্থাপন করেছেন। আপনার ধাপগুলো দেখে সবাই খুব সহজেই আর্টি করতে পারবে। এত সুন্দর একটা আর্ট মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

আপু আপনি নিজে অনেক ভালো মান্ডালা আর্ট করেন। আর আপনি আমার এই আর্ট এর এত প্রশংসা করছেন আমি সত্যিই এর জন্য অনেক কৃতজ্ঞ। আমি সবসময় চেষ্টা করব সুন্দরভাবে ধাপগুলো উপস্থাপনের মাধ্যমে আপনাদের সাথে আর্ট গুলো শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনার কাছে পরিষ্কার এবং সুন্দর বিবরণ আছে🙏🏻

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার কাজে আমি 100 তে 100 দেবো আপু। এত সুন্দর হাতের কাজ যা আমার খুবই ভালো লেগেছ। আপনি একটি মাছের ম্যান্ডেলা অঙ্কন করেছেন। আসলে ম্যান্ডেলা টি দেখার মত ছিল। এত সুন্দর হাতের কাজ প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং মাছটি খুব সুন্দর করে আপনি অঙ্কন করেছেন এবং আমার অনেক ভালো লেগেছে আমি বারবার তাকিয়েছিলাম। এত দক্ষতা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। আমার অনেক ভালো লেগেছে

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হই আপনার কমেন্টগুলো পড়ে। আবারো অনেক ধন্যবাদ ভাইয়া একটি কমেন্টের মাধ্যমে এত প্রশংসা করার জন্য আমার আর্ট এর। আমার কাছে আপনার পোস্ট গুলো ও অনেক ভালো লাগে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 last year 

খুবই চমৎকার হয়েছে আপনার মাছের ম্যান্ডেলাআর্টটি আপু।আপনার আর্টগুলো এমনিতেই সব সময় অনেক সুন্দর আজকেরটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে। ডিজাইন গুলো ছোট ছোট করে কত নিখুঁত করে করেছেন দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার শুভকামনা রইল।

 last year 

অনেক ধন্যবাদ আপু। আমি আপনার কাজের অনেক ভক্ত আর আপনি আমার প্রশংসা করছেন এটি সত্যি আমার কাছে অনেক কিছু। অনেক কৃতজ্ঞ রইলাম আপনার কাছে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু। আশা করছি এভাবেই সব সময় পাশে থাকবেন।

 last year 

মাছের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দরভাবে করেছেন। আপনার ম্যান্ডেলা আটটি অনেক অবাক হয়ে দেখছিলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ওয়াও আপু আপনার মাছের মান্ডালা আর্ট টি অসম্ভব সুন্দর হয়েছে ।আপনি এতো সুন্দর করে কি করে আর্ট করেন তাই আমি ভেবে পাইনা ।আপনি খুব ভালো আর্ট করতে পারেন তা আমি আগে থেকেই জানি। এর আগে অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেছেন সেগুলো দেখেছি এবং সেগুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 last year 

প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার প্রত্যেকটি পোস্ট দেখার জন্য। আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ও অনেক ধন্যবাদ। আমার আর্ট গুলোর এত সুন্দর সুন্দর প্রশংসা গুলো কোথায় রাখি আপু বলেন তো? এভাবেই সব সময় পাশে থাকবেন ভালো কমেন্ট গুলো নিয়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

একটি মাছের ম্যান্ডেলা চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 last year 

অনেক ‌ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last year 

আপু আপনার মাছের ম্যান্ডেলার আর্টটি এত চমৎকার হয়েছে যে বলে বোঝানো যাবে না। আমি আপনার আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি এত নিখুত ভাবে আর্টটি করেছেন যে মনে হচ্ছে না এটি একটি আর্ট। খুবই চমৎকার লাগছে আপনার আর্টটি।

 last year 

অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন আমিও যাতে সব সময় আমার আর্ট গুলোর মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করে যেতে পারি। আর এভাবেই ভালো কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

মাশাআল্লাহ আপু 😍😍
কি ভাবে যে এতো সুন্দর করে আর্ট করেন। আপনার প্রতিটি আর্ট অসাধারণ হয় আপু।আজকের মাছের মান্ডালা আর্ট এক কথায় দারুণ হয়েছে আপু। খুব ধৈর্য ও দক্ষতার সাথে আর্টটি করেছেন আপু।

আপনার জন্য শুভকামনা ও দুআ রইলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে সব সময় এই অসাধারন আর্ট গুলো আপনাদের উপহার দিতে পারি। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 last year 

আপু আমি সব সময় অপেক্ষায় থাকি কবে আমি আপনার আর একটি আর্ট দেখতে পারবো। আসলে আপনার প্রতিটি আর্টটি অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। যার কারনেই আসলে আমি অপেক্ষা করি। আজকের আর্টটিও অনেক বেশি সুন্দর হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে আমিও আজকে মান্ডালা এঁকেছি। তবে আপনার মতো করে অর্থাৎ সম্পূর্ণ মান্ডালা আঁকিনি, মান্ডালার সাথে অন্য কিছু ছিলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু। আর আমিও আমার আর্ট গুলোর মধ্যে আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। অনেক ধন্যবাদ আপু প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট গুলোর মধ্যে দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। সত্যি আপনাদের প্রশংসা গুলো পেলে মন অনেক ভালো হয়ে যায়। আমার কাজ করার তাগিদ আরো বেড়ে যায়। জ্বি আপু আমি আপনার আর্ট টি দেখেছি। অসাধারণ হয়েছে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপু আপনার ম্যান্ডেলা আর্টের অংকন টি অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব প্রত্যেকবারই সুন্দরভাবে ধাপগুলো উপস্থাপন করার সুন্দর ফটোগ্রাফির সাথে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

খুব সুন্দর ড্রয়িং করেছেন বরাবরের মতই। মাছ টি রং করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং ডিজাইন গুলো খুব নিখুত ভাবে ড্রয়িং করেছেন। আপনার ড্রয়িং গুলো আমার সবসময় ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সবসময় এত সুন্দর ড্রয়িং আমাদের উপহার দেয়ার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও অনেক ভালো আর্ট করেন। আর আপনি আমার আর্ট এর প্রশংসা করছেন সত্যিই অনেক ভালো লাগছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপু আপনার হাতটি বরাবরই যাদুময়।আপনি যাই আঁকেন ,রান্না ইত্যাদি দেখতে বেশ চমৎকার লাগে।আপনি অনেক সুন্দর করে মাছের ম্যান্ডালাটি আঁকছেন।এই সব কাজ করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়।তাছাড়ায় আপনি অনেক নিখুত আর দক্ষতার সাথে ম্যান্ডালাটি তৈরি করছেন।অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। দোয়া করবেন ভাইয়া যাতে সব সময় ভালো ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপু কিভাবে আপনার প্রশংসা করবো সত্যিই আমি ভেবে পাচ্ছি না। আপনার হাতে সত্যিই যাদু আছে, হাতে জাদু না থাকলে কেউ এত সুন্দর ভাবে মান্ডালা আর্ট করতে পারত না। আপনি মাছের অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার মান্ডালা আর্ট টি অসম্ভব সুন্দর হয়েছে। এইরকম মান্ডালা আর্ট আমি এর আগে কখনো দেখিনি, দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি অঙ্কন টি সম্পূর্ণ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর হবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি মাছের মান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং প্রশংসনীয় একটি কমেন্ট করার জন্য। আপনি আমার আর্ট টির অনেক সুন্দর করে প্রশংসা করছেন সত্যিই এটা আমার জন্য অনেক উৎসাহিত ব্যাপার। এগুলো আমাকে সত্যিই আমার কাজের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করে তোলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার মান্ডালা অ্যাডগুলো দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায় এবং আপনি এই কাজটি খুব অসাধারণ ভাবে সব সময় করে থাকেন। অনেক ভালো লাগলো দেখে এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

অনেক ভাইয়া আপনাকে প্রত্যেকবার আমার পোস্টে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আপনার কমেন্টগুলো সত্যিই আমার মন ভালো করে দেয়।আর আমার কাজের প্রতি তাগিদ বাড়িয়ে দেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

মাঝে মাঝেই বেশ অবাক হয়ে তাকিয়ে থাকি ♥️
আসলে এক এক জনের এক এক রকম প্রতিভা। ছবি আঁকায় আপনার বিশেষ মহারথ রয়েছে ❣️ যা দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হই।
আর আমিতো কুরিয়ারের অপেক্ষায় রয়েছিতো 😊

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.07
JST 0.026
BTC 27959.50
ETH 1794.34
USDT 1.00
SBD 2.77