DIY - একটি কাচের বোতলের ভেতর ভেসে থাকা নৌকার চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি কাচের বোতলের ভেতর ভেসে থাকা নৌকার চিত্রাংকন। করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- মার্কার পেন
প্রথমে পেন্সিল এর সাহায্যে চারকোনা একটি বক্স অঙ্কন করে নিলাম।এরপর বক্স থেকে একটি বোতলের অবয়ব অঙ্কন করে নিলাম।
এরপর বোতলটির মুখ আটকানোর জন্য একটি মুখ্খা এবং বোতলের ভিতরে একটি ঢেউ এর সাথে পালতোলা নৌকা অঙ্কন করে নিলাম।
এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি মার্কার পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম।
এরপর বোতলের ভিতরে কলম এবং পেন্সিলের সাহায্যে বিভিন্ন ডিজাইন করলাম। এবং সেই সাথে পালতোলা নৌকা মার্কার পেন এর সাহায্যে কালো করে নিলাম।
এরপর সাদা রং এর সাহায্যে বোতলের ভিতর আবারো কিছু ডিজাইন করে নিলাম। এবং বোতলের উপরে কিছু মেঘের সৃষ্টি করলাম। এরপর বোতলটির নিচে পেন্সিল এর সাহায্যে ছায়া সৃষ্টি করলাম।
এবং এভাবেই আমি আমার আজকে চিত্রাংকন টি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 23 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
ও মাই গড... 😱আপনার আর্টটি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমি।এক কথায় বলতে একদম ফাটাফাটি হয়েছে আপু।আপনি অনেক সুন্দর ভাবে বোতলের ভিতর ভেসে থাকা একটি নৌকার চিত্র অংকন করেছেন এবং আমাদের মাঝে খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আসলে অসাধারণ চিন্তা চেতনার মাধ্যমে আপনার ছবিগুলো আপনি ফুটিয়ে তোলেন এটাই সবথেকে বড় বিষয়। আর এরজন্য আপনার ছবিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।
দারুন আর অনবদ্য শিল্পকর্ম।
দোয়া অবিরাম 🥀
এত নিখুত ভাবে কিছু চিত্র অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেন যা দেখে মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক। একটি কাচের বোতলের মধ্যে ভেসে থাকা নৌকার চিত্র অংকন খুব দক্ষতার সাথে সম্পন্ন করলেন। একদম পারফেক্ট একটি চিত্র অঙ্কন করেছেন আপু অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আমি প্রথমে বলতে চাই অংকন এর চাইতে অংকনের থিংকিং টা সবচাইতে বেশি ভালো লাগলো আমার। একটি বোতলের ভিতর খুব সুন্দর করে নৌকার চিত্র পেইন্টিং করেছেন। পেইন্টিং করার আগে চিন্তা করেছেন সেটার প্রশংসা করি এবং ওভারঅল চিত্রটিও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
দৃশ্যটি যথেষ্ট মনমুগ্ধকর ভাবে অঙ্কন করেছেন। কাঁচের মধ্যে নদী এবং নদীতে ভাসমান একটি নৌকা। নৌকায় যদি কোন লোক থাকতো তাহলে তো আরো সুন্দর হতো। যাই হোক খুবই সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন। মনে হয় অনেক টাইম লেগেছে আপনার এই কাজটি করতে।
একটি কাচের বোতলের ভেতর ভেসে থাকা নৌকার চিত্রাংকন আপু জাস্ট অসাধারণ হইছে। আজকের সেরা আর্ট বাংলা ব্লগের।আপনি খুবই সুন্দর আর্ট করে থাকেন।এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।শুভ কামনা রইল
আপু আপনার আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে আপনার আর্টগুলো করেন। তেমনি আজকেও আপনি অনেক সুন্দর ভাবে একটি কাচের বোতলের ভেতর ভেসে থাকা নৌকার চিত্রাংকন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। অনেক সুন্দর ভাবে এই চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আমরা এরকম কাচের বোতল দেখেছিলাম ঘরের ডেকোরেশন এর জন্য, আমার ছোটবেলা খুব শখ ছিল এরকম একটি বোতল কিনে ঘরে রাখবো, খুব ভালো লাগলো আমার পছন্দের একটি জিনিস আপনি অংকন এর মাধ্যমে উপস্থাপন করেছেন।
একটি কাচের বোতলের ভেতর ভেসে থাকা নৌকার চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। আপনি শুধুমাত্র মার্কার পেন দিয়ে চিত্রটি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও আপনি কাচের বোতল টি একদম পার্ফেক্ট ভাবে অঙ্কন করেছেন। চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও আপু একটি কাচের বোতলে ভেসে থাকা নৌকাটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সত্যিই আপনার দক্ষতা আছে আপু। আপনার দক্ষতা আছে বলেই আপনি এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম পেন্সিলের সাদা কালো আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।