আমার করা নিজের পছন্দের সাতটি আর্ট এর রিভিউ পোস্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন।আর্ট করতে বরাবরই অনেক বেশি পছন্দ করি। তাই সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের চিত্রাংকন অথবা পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করার। আগে অবশ্য এই আর্ট করে অনেক সময় পার করে দিতাম। তবে স্টিমিট প্ল্যাটফর্ম পাওয়ার পর থেকে এই আর্ট এর কাজটি অনেকটা পেশা এর মত করে নিয়েছি।এখন সব অনেক ধরনের আর্ট করা হয়। তবে এর মধ্যে কিছু কিছু চিত্রাংকন বা পেইন্টিং থাকে যা মনের খুব কাছের হয়।‌ এরমধ্যে থেকে আমি চেষ্টা করেছি কয়েকটি আর্ট আবারো আপনাদের সাথে শেয়ার করার। এবং নিজের মনের খুব কাছে এবং সুন্দর চিত্রাংকন গুলোকে আবারও ঘুড়িয়ে দেখার। এবং এই চিত্রাংকন গুলো তখন কেন করেছিলাম এই কারণগুলো চেষ্টা করেছি এবার আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার এই আর্ট নিয়ে রিভিউ পোস্টটি ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে। সবাই ভালো,থাকবেন সুস্থ থাকবেন।

270830439_666579934692360_2007025056693471142_n.jpg
মান্ডালা ও জল রং এর সাহায্যে বাঘের মুখ মন্ডলের চিত্রাংকন

আমাদের জাতীয় পশুর নাম রয়েল বেঙ্গল টাইগার। এই পশুটি আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের। এ কারণে আমরা আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের ও টাইগার বলে থাকি। এইসব কিছু মাথায় রেখেই আমি বাঘের মুখমন্ডলের চিত্রাংকন টি করেছিলাম।

264145226_452103616514272_2058017869723470400_n.jpg

চোখে গোলাপ ধরে রাখা একটি মেয়ের চিত্রাংকন

আমি আর্ট করতে সবসময় অনেক ভালোবাসি এটা তো আপনারা সবাই জানেন। তবে এই কমিউনিটিতে আমার আঁকা মানুষের মুখমন্ডলের চিত্রাংকন খুব একটা শেয়ার করা হয়নি। তাই স্কেচ না করে,মার্কার পেন এর সাহায্যে অনেকটা ডিজিটাল আর্ট এর মতোই আমি চোখে গোলাপ ধরে রাখা মেয়ের চিত্রাঙ্কন টি করেছিলাম।

267901907_330110038693733_5917109866759375845_n.jpg

দুই সুপারহিরোর‌ চিত্রাংকন

এই চিত্রাংকন আমার করা সবচেয়ে পছন্দের একটি চিত্রাংকন। কারণ এই চিত্রাঙ্কনে আমার খুব পছন্দের দুইজন সুপার হিরোর মুখমণ্ডল অংঙ্কন করেছিলাম। এই দুই সুপারহিরোর চরিত্র আমাকে আমার বাস্তব জীবনে অনেক উৎসাহিত করেছে। এ কারণেই মূলত তাদের কে নিয়ে আমি চিত্রাংকন টি করেছিলাম।

269791559_338869814429744_5637353217617566707_n.jpg

একটি ভাঙা ঘড়ির চিত্রাংকন

সময় আমাদের জীবনের অনেক মূল্যবান একটি সম্পদ। যা চলে গেলে কখনোই ফিরে পাওয়া যায় না। এই ভাঙ্গা ঘড়ি টি আমি অংকন করেছিলাম সময়ের অপচয় বোঝানোর জন্য। সময় নষ্ট হলে আমাদের জীবনের অনেক কিছুই নষ্ট হয়ে যায়। এজন্যই একটি ভাঙা ঘড়ির সাথে একটি ভেঙে টুকরো হয়ে যাওয়া প্রজাপতির চিত্রাংকন করেছিলাম।

260298822_330009218517455_5488228875731115336_n.jpg

জল রং দিয়ে একটি মা এবং একটি বাচ্চা জিরাফের চিত্রাংকন

আপনারা সবাই জানেন আমি জলরঙের পেইন্টিং করতে অনেক বেশি পছন্দ করি। এমনকি আমি জল রঙের পেইন্টিং সবচেয়ে বেশি শেয়ার করে থাকি আপনাদের সাথে। জল রঙের করা আমার সবচেয়ে পছন্দের পেইন্টিং হচ্ছে একটি মা ও বাচ্চা জিরাফ এর পেইন্টিং। জিরাফ প্রাণীদের মধ্যে আমার খুব পছন্দের একটি প্রাণী। আমি একবার চিড়িয়াখানায় একটি মা ও বাচ্চা জিরাফের এমনই ভালোবাসার মুহূর্ত দেখেছিলাম। তাই ভাবলাম এই মুহুর্তটা আমি জল রং দিয়ে ফুটিয়ে আপনাদের সাথে শেয়ার করি। মূলত এ কারণেই এই পেইন্টিংটি আমি করেছিলাম।

251341277_624037861947757_8592313873714697524_n.jpg

একটি হরিণের চিত্রাংকন

আমার পশুপাখি অনেক ভালো লাগে। যেকোনো পশু পাখির প্রতি আমার অন্যরকম মায়া কাজ করে। তেমন হরিণ ও আমার অনেক পছন্দের একটি প্রাণী। তাই মনের মাধুরী মিশিয়ে আমি বাচ্চা হরিণের চিত্রাংকন টি করেছিলাম।

247335561_200778098745008_2077171713668926663_n.jpg

কালারফুল চোখের চিত্রাংকন

প্রথমত মানবদেহে চোখ আমার অনেক পছন্দের একটি অঙ্গ। এবং চোখের সাহায্যে আমরা রঙিন ও সাদাকালো জিনিসের তফাৎ করতে পারি। আমি রঙ নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি। তাই ভাবলাম এই চোখের মাধ্যমে যেহেতু আমরা এত রং বেরংয়ের জিনিস দেখি।এই চোখেই কেননা রংয়ের মাধুরী মিশিয়ে দেই। তাই বিভিন্ন কালারের রং নিয়ে আমি এই চোখের চিত্রাংকন টি করেছিলাম।

246728900_197999542472463_4461687278448498364_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ২০ জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সেরা কাজ গুলো সব একখানে করে উপস্থাপন করার জন্য। এতে করে আমরা যারা মিস করে গেছি তাদের জন্য অনেক দারুন একটা ব্যাপার। আমার মতে আপনার এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট হলো আমার পছন্দের ডার্ক নাইট ও জোকার

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার করা চিত্র অংকন গুলো দেখে খুবই ভালো লাগলো ‌। আপনি যে এত সুন্দর এবং প্রফেশনাল ভাবে চিত্র অঙ্কন করতে পারেন হয়তো আপনার এই রিভিউ টি না দেখলে ধারণা পেতাম না । আপনি আপনার ক্রিটিভিটি গুলো খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার আর্ট প্রতিনিয়তই সুন্দর হয়। আপনার বাছাই করক আর্ট এর রিভিউ আমার অনেক ভালো লাগলো। আপনি সত্যি অনেক সুন্দর আর্ট করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার পছন্দের সাতটি আর্ট এর রিভিউ পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার হাতের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনি ও ভালো থাকুন।

আপনার প্রতিটি আর্ট ছিল অসাধারণ। আপনি অসাধারণ প্রতিভাবান একজন মানুষ তা আপনার প্রতিটি আর্ট এর মাধ্যমে আপনি প্রমান করে দিয়েছেন। আপনার প্রশংসা না করলেই নয় ধন্যবাদ আপনাকে এবং আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার আগামীর জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার প্রত্যেকটা আর অসাধারণ ছিল। মনে হচ্ছে যেন সবগুলো একেকটা জীবন্ত ফটোগ্রাফি। আপনার আর্টের হাত নিখুঁত।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

কোনটা রেখে কোনটা ভালো বলবো বুঝতে পারতেছিনা! সবগুলো আর্ট চোখে লেগে থাকার মতো ছিল। মান্ডালা ও জল রং এর সাহায্যে বাঘের মুখ মন্ডলের চিত্রাংকন ও কালার ফুল চোখের চিত্রাঙ্কন আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে আমাদের বরাবরই সুন্দর সুন্দর আর্ট উপহার দেয়ার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় এভাবেই সুন্দর সুন্দর আর্ট আপনাদের উপহার দিতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67947.42
ETH 3264.67
USDT 1.00
SBD 2.66