DIY - মসুরের ডাল ও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্নার রেসিপি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

❤️হ্যালো খাদ্যপ্রেমীরা ❤️

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি পোষ্ট শেয়ার করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাদের ছাদ থেকে একদম তাজা মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়ে এসেছে। তাজা শাক গুলো দেখতে অনেক অসাধারণ লাগছিল। দেখেই বোঝা যাচ্ছিল রান্না করলে অনেক বেশী সুস্বাদু হবে। আর বেশ কয়েকদিন ধরেই বাসায় মাছ, মাংস খাওয়া হচ্ছিল। তাই সবাই বলে উঠলো আজকে দুপুরে শাক-সবজি খাবে। শাক-সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। তাই মাছ ও মাংসের পাশাপাশি শাকসবজি ও অনেক বেশি বেশি খেতে হবে।আর সত্যি কথা বলতে আমার শাক-সবজি খেতে ভালোই লাগে। শুধু কয়েকটি সবজি আছে যেগুলো একেবারেই খেতে পারিনা অর্থাৎ খেতে পছন্দ করি না।

যাই হোক এরপর আমি এই তাজা তাজা মিষ্টি কুমড়ার শাক গুলো দেখে বললাম আজকের রান্না আমি করবো।আর আমি রান্না করা মানেই তো বুঝতেই পারছেন, আপনাদের সাথে শেয়ার করা। সত্যিই খেতে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হয়েছিল। যারা শাক কম খেতে পছন্দ করেন। তারা আমার রেসিপির দেওয়া ধাপগুলো অনুসরণ করে এই প্রক্রিয়া শাক রান্না করলে, অনেক মজা করে খেতে পারবেন।

আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার পুরো রেসিপি পোস্ট টি পড়ার জন্য। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ।




274682990_2666030626862896_1184782534395563861_n.jpg



উপকরণ :

274729686_1000894304167624_4914793655373478815_n.jpg

  • মিষ্টি কুমড়ার শাক
  • আলু
  • মসুরের ডাল
  • চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • জিরা গুড়া
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া


এরপর একটি পাত্রে পরিমাণমতো সোয়াবিন তেল নিয়ে নিলাম। এবং গরম তেলে কুচানো পেঁয়াজ ও কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে এরমধ্যে বাকি সবগুলো মশলা দিয়ে দিলাম। এরপর সব কিছু আবারো ভালোভাবে ভেজে নিলাম।

274648113_903183023708278_6389175573286757378_n.jpg274709172_1161240264627161_418334751919850976_n.jpg

274825456_662152031766939_7255875983130359135_n.jpg



এরপর এর মধ্যে মসুরের ডাল দিয়ে দিলাম। মসুরের ডাল সহ মসলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর এরমধ্যে কেটে রাখা আলু এবং চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম। এরপর সবকিছু ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম।

274635829_1358700684557314_5589420857049291018_n.jpg274657068_346767004011860_5867409818967935394_n.jpg

274599657_735988467356689_2716791476558883254_n.jpg



মসলা সহ আলু,চিংড়ি ও ডাল কষানো হলে, এর মধ্যে মিষ্টি কুমড়ার শাক গুলো দিয়ে দিলাম।

274080877_674426090374582_8220633977635144000_n.jpg274713453_665187614682663_8762566703928268108_n.jpg

274662283_4963890303676925_5646136055056345552_n.jpg



এরপর মশলার সহ শাক গুলো ভালোভাবে নেড়ে নিলাম। এরপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। এরপর প্রায় ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনা তুলে শাক গুলো ভালোভাবে নেড়ে নিলাম।

274669327_658394042070736_973882542988586395_n.jpg274735473_488242086011558_9036025096733986353_n.jpg

274737089_1006913486599588_8210632457219026418_n.jpg



এরপর শাক এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে দিলাম। যেহেতু শাক থেকে এমনি অনেক পানি বের হয়। তাই পানির পরিমাণ টা খুব বুঝেশুনে দিব।কম হলেই ভালো হবে। এরপর প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মত ভালোভাবে শাক গুলো রান্না করে নিলা।
এরপর যখন দেখবো শাক ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে।এবং ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এসেছে।তখনই বুঝতে হবে প্রস্তুত হয়ে গেছে "মসুরের ডাল এবং চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্নার" রেসিপি।

274632986_1452989125098224_4967256840681785932_n.jpg274627353_960823381234265_3421861896726771200_n.jpg

274651839_675065450361867_7819871073538993413_n.jpg



মসুরের ডাল ও চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্নার রেসিপি :

274682990_2666030626862896_1184782534395563861_n.jpg

274684571_480056513579615_8156644400077755117_n.jpg



আশা করি এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। যদি আপনার কারও রেসিপি বুঝতে কোন সমস্যা হয়, দয়া করে আমাকে মন্তব্যগুলিতে জানান। আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব।



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০২ মার্চ , ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

এই রেসিপিটা আমার খুব পছন্দের। আমি খুব মজা করে লাউ শাক,মসুরের ডাল ও চিংড়ি এর রেসিপিটা ভাত দিয়ে খাই। একে বারে পেট ভরে ভাত খাওয়া যায়।আপু আপনি মনে হয় খুব মজা করে রান্না করেছেন। ছিল রেসিপিটা। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। কিন্তু মিষ্টি কুমড়া শাক দিয়ে খেয়ে দেখবেন,এমনি মজা করে খেতে পারবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এই রেসিপিটি খেতে খুবই মজার আপু। কিন্তু মিষ্টি কুমড়া শাক দিয়ে মসুর ডাল খেতে অনেক মজার। আমার কাছে রেসিপিটি খুবই ভালো লাগে। কিন্তু তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে কখনই খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক মনে হচ্ছে। আর খুবই লোভনীয় লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইউনিক রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই এবার বাসায় আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

কি চমৎকার একটি রেসিপি তৈরি করলেন। আমার কাছে তো পরিবেশন করাটা খুবই ভালো লাগলো দেখে। এত সুন্দর ভাবে পরিবেশন করলেন দেখেই তো খিদে পেয়ে গেল। আমার আপনার পুরো রেসিপিটি অনেক ভালো লাগলো দেখে। আপনি অনেক ধৈর্য্য সহকারে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত গুছিয়ে এবং সুন্দর করে কমেন্ট করার জন্য। আমার কাছে খুব ভালো লাগে আপনার কমেন্টগুলো পড়তে। ধন্যবাদ প্রতিবার এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পোস্টে। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল 🥰।

 3 years ago 
আপু রেসিপিটি আমার সুপরিচিত কারণ এই রেসিপি টি আমার পছন্দের একটি রেসিপি। এই রেসিপির জন্য চিংড়ি মাছ অত্যান্ত গুরুত্বপূর্ণ উপাদার সাথে মশুরের ডাল। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে রেসিপিটি এখনি তৈরি করি 😍 আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোনো সমস্যা নেই ভাইয়া ধাপগুলো দেওয়া আছে অনুসরণ করে এখনই তৈরি করে ফেলুন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

প্রথমে আপনার উপস্থাপনা আর প্রশংসা করতেই হয়। খুব চমৎকারভাবে আপনি উপস্থাপনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বর্ণনা করেছেন। দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। এত অসাধারন একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।যাক আপনাদের কাছে ভালো লাগলে আমার সার্থকতা। আপনাদের সাথে শেয়ার করবো বলেই চেষ্টা করি সুন্দর করে পরিবেশন করার। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কুমড়োর শাক খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি চিংড়ি মাছ এবং মসুরের ডাল দিয়ে রান্না করেছেন বলে দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে এ খেতে ও অনেক সুস্বাদু হয়েছে। বিশেষ করে আপনার পরিবেশনটা দেখতে খুবই ভালো লেগেছে। আমাদের মাঝে এতো সুস্বাদু একটি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো। আসলে চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে -কুমড়ার শাক রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ । আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে রেসিপি টি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

কুমড়োর শাক খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি চিংড়ি মাছ এবং মসুরের ডাল দিয়ে রান্না করেছেন বলে দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে এ খেতে ও অনেক সুস্বাদু হয়েছে। বিশেষ করে আপনার পরিবেশনটা দেখতে খুবই ভালো লেগেছে। আমাদের মাঝে এতো সুস্বাদু একটি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ অনেক পছন্দের একটি খাবার আমার। আপনি খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক এবং মসুরের ডাল দিয়ে একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম নতুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং উৎসাহমূলক মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26