বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি লেডিবাগ🐞পোকা সহ একটি অর্ধ সূর্যমুখী ফুলের 🌻পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
- পেন্সিল
- কাগজ
- মোম রং
- জলরং
- মার্কার পেন
আসুন আমার শিল্প শুরু করি: |
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে কয়েকটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম। এরপর সে অর্ধবৃত্ত গুলো থেকে সূর্যমুখী ফুলের প্রথম সারির পাপড়িগুলো অঙ্কন করে নিলাম।
এরপর পুরোপুরি ভাবে একটি সূর্যমুখী ফুল অংকন করে নিলাম। সেই সাথে একটি লেডিবাগ পোকা বসে আছে ফুলের পাপড়ির ওপর এমনভাবে অঙ্কন করে নিলাম।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমেই হলুদ কালারের মোম রং এর সাহায্যে সূর্যমুখী ফুলের পাপড়ি গুলো ভালোভাবে রং করে নিলাম। এরপর বাদামি কালারের মোম রং দিয়ে পাপড়িগুলোর চারপাশটা রং করে নিলাম।
এরপর ফুলের মাঝখানের অংশে হালকা বাদামি এবং গারো সবুজ নীল কালারের মোম রং দিয়ে রং করে নিলাম। এবং হালকা বাদামি রং মাঝখানের অংশ থেকে ফুলগুলোর পাপড়ির দিকে ছড়াচ্ছে এমনটা বোঝানোর জন্য কিছু অংশ রং করে নিলাম।
এরপর আমি লেডি বাগ পোকাটি ভালোভাবে রং করে নিলাম। সাথে সূর্যমুখী ফুলের পিছনের ব্যাকগ্রাউন্ড হালকা নীল কালার এবং বিভিন্ন কালারের জল রং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রং করে নিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে আমি মাঝখানের অংশটুকু আরো গাঢ় করে দিয়েছি। কারণ ফুলে পোকা বসার কারণে ফুলের মাঝখানের অংশটা কিছুটা পচনশীল হতে শুরু করেছে।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 21 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
আপনার অংকন করা চিত্র টি আইডিয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে একটি সূর্যমুখী ফুলের উপরে লেডি বাগ পোকার চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ খুব নিখুঁতভাবে চিত্র টি তুলে ধরেছেন আমাদের মাঝে। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাঙ্গন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর পেইন্টিং করেন আপনার পেইন্টিং গুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাই তেমনি আজকেরটা ও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর একটি লেডি বাগ পোকা এবং অর্ধেক সূর্যমুখী ফুলের পেইন্টিং করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর এবং কালারফুল একটি সূর্যমুখী ফুলের অর্ধেক তার উপরে আবার একটি লেডি বাগ পোকা এক কথায় অসাধারণ দৃশ্য প্রস্তুত করেছেন আপু আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য
লেডি বাগ পোকাসহ অর্থ সূর্যমুখী ফুলের পেইন্টিং আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেইন্টিংটি দেখে আমার খুব ভালো লাগলো। আপনার পেইন্টিংটি এত ভালো হয়েছে যেটা প্রথমে দেখে আমি ভেবেছিলাম ফটোগ্রাফি করা পরে বুঝতে পারলাম। লেডি বাগ পোকা ও ফুলের পেইন্টিং আলাদা ভাবে বলতে গেলে দুটোই অনেক সুন্দর হয়েছে। পেইন্টিং টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার পেইন্টিং গুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। লেডি বাগ পোকাসহ অর্ধ সূর্যমুখী ফুলের পেইন্টিংটি চমৎকার হয়েছে। সুন্দর এই পেইন্টিংটি আমাদেরকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু।
ছবি দেখে মনে হচ্ছে আমি যেন সূর্যমুখী ফুলের বাগানে অবস্থান করছি আর সূর্যমুখী ফুলের ওপরে একটি লেডি বাগ পোকা হেঁটে বেড়াচ্ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। একদম ন্যাচারাল চিত্র অঙ্কন করেছেন আর দেখতেও অসাধারণ সুন্দর লেগেছে আপু।
আপনি সবসময় অসাধারণ সব পেইন্টিং আমাদের মাঝে উপহার দেন। আজ আপনি লেডি বাগ পোকা সহ অর্থ সূর্যমুখী ফুলের একটি চমৎকার পেইন্টিং আমাদের মাঝে করে দেখিয়েছেন। আপনি খুব সুন্দর ও সাবলীল ভাবে ধাপে ধাপে একে দেখিয়েছেন। তাই আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।
আপনার পেইন্টিং গুলো সব সময় খুবই চমৎকার হয়ে থাকে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার পেইন্টিং দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা ও ভালোবাসা রইলো প্রিয় আপু আপনার জন্য।
লেডিবাগ পোকা সহ একটি অর্ধ সূর্যমুখী ফুলের পেইন্টিংটি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু মনি আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর পেইন্টিং তৈরি করেন, আর আজকের পোকা সহ অর্ধ সূর্যমুখী ফুলের পেইন্টিংটি আমার খুবই ভালো লেগেছে, সত্যি আপনি অনেক দক্ষ আর্টিস্ট আপু মনি, আপনার আর্ট গুলোতে অন্য রকম সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মনি এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।