DIY - একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

278092216_1799331653741928_4209159166830403518_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে মেয়েটির মাথার চুল,চোখের চশমা এবং নাকের অবয়ব ভালোভাবে অংকন করে নিলাম ‌

278091527_723547432419481_1156751599543156143_n.jpg278003565_8006755959349792_7308895492737391899_n.jpg

ধাপ - 2

এরপর পেন্সিল এর সাহায্যে মেয়েটির ঠোঁট এবং পোশাকের অংশ ভালোভাবে অঙ্কন করে নিলাম।
এবং সেইসাথে পেন্সিল দিয়ে অঙ্কিত পুরো চিত্রাংকন টি কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় করে নিলাম।

278143752_277185314621507_1012911214499780825_n.jpg278168168_537521221130061_2649849381886824770_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম চশমার মধ্যে মান্ডালা ডিজাইনের কাজ। প্রথমে বাম পাশের চশমাটিতে গোল গোল বৃত্ত অঙ্কন করে নিলাম। এবং সেই বৃত্ত গুলোর মধ্যে কালো মার্কার পেন এর সাহায্যে বিভিন্ন ডিজাইন করে নিলাম।

278075767_514361246882552_183846711793678021_n.jpg277752089_315124730710719_4286875481491111227_n.jpg

ধাপ - 4

একইভাবে ডানপাশের চশমাটিতেও মান্ডালা ডিজাইন সম্পন্ন করে নিলাম।

278061427_351061810377337_8169045925967737764_n.jpg278075374_963990911147317_804855454390200135_n.jpg

ধাপ - 5

এরপর চুল ও ঠোঁটে মার্কার পেন এর সাহায্যে ডিজাইন করে নিলাম। এবং পোশাকের অংশ কালো করতে শুরু করলাম।

278127125_399601632007492_4204890394828130840_n.jpg278144797_1654855024872360_1604050007190743662_n.jpg

ধাপ - 6

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে পোশাকে অংশের কাজ সম্পন্ন করলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।


278131565_736600594172923_4014358610194584936_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
278092216_1799331653741928_4209159166830403518_n.jpg278137440_514300630413163_1244871635361335886_n.jpg
278109769_4717977454978656_4302050970882310119_n.jpg278102233_531517151890108_8433910665763555173_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 13 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 4 years ago 

একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি দারুন হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

 4 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে মুগ্ধ করতে পেরেছে জেনে সত্যি খুব ভালো লাগছে। কারন আপনার কাছে ভালো লাগলেই আমার কাজগুলো সার্থকতা পায়। ভাইয়া এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য আমার পক্ষ থেকে।

 4 years ago 

একটি মেয়ের ম্যান্ডেলা চশমা পরিধানকৃত চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে মেয়েটির ম্যান্ডেলা চশমার ডিজাইন টি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করি আমার প্রতিটি কাজ সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে করার। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুব আনন্দিত বোধ করছি। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনি খুব চমৎকার করে ম্যান্ডেলা আর্ট টি আমাদের মাঝে শেয়ার করেছেন। চশমা পরিধানকৃত ম্যান্ডেলা আর্ট টি দেখতে অসাধারণ লাগছে। ম্যান্ডেলা আর্টের ছোট ছোট কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে দক্ষ হাতে সম্পন্ন করেছেন। ম্যান্ডেলা আর্টের সবগুলো ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য। জি ভাইয়া কারণ ম্যান্ডেলা ডিজাইনটি এমন একটি কাজ এটি নিখুঁতভাবে না করলে চিত্রাংকনটি ভালো দেখায় না। তাই আমি চেষ্টা করি সব সময় কাজ গুলো খুব সময় নিয়ে নিখুঁতভাবে করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 4 years ago 

একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন জাষ্ট দারুন দেখাচ্ছে।
নিখুঁত কারুকাজ যাকে বলে 👌
খুব সুন্দর দেখাচ্ছে অংকনটি।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। ভালো লাগলো কমেন্টটি পড়ে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন দেখতে অসাধারন হয়েছে।এই আর্টি বলব অনেক সুন্দর এবং মন মুগ্ধকার একটি চিত্রাঙ্কন। শুভেচ্ছা আপনার জন্য

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার চিত্রাঙ্কনে আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আপনাদের মুগ্ধ করতে পারলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। কারণ ভালো ভালো কাজগুলো করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনাদেরকে নতুনত্ব জিনিস উপহার দেওয়ার জন্য। এভাবেই ভাল কমেন্ট করে পাশে থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আজকের চিত্রটি চোখ বন্ধ করে বলতে পারি বেস্ট ছিলো। অ চিত্রের মেয়েটাও তো আবার চোখ বন্ধ করে আছে। আপনার এতো সুন্দর সুন্দর আর্ট দেখে মুগ্ধ হই। শুভকামনা আপনার আর্টের জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এ ধরনের প্রশংসা গুলো সত্যিই আমার কাজের প্রতি তাগিদ অনেক বাড়িয়ে দেয়। দিনশেষে আপনাদের কমেন্ট করলে আমার মনোবল হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ভাইয়া অনুপ্রাণিত করার জন্য এবং শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধরনের ম্যান্ডেলা চিত্রাংকন দেখেছি কিন্তু আপনার আজকের ম্যান্ডেলার চশমা আমার কাছে দারুন লাগলো। তাছাড়াও মেয়েটিকেও দেখতে খুব সুন্দর দেখাচ্ছিলো। বিশেষ করে মেয়েটির চুল গুলোকে খুব সুন্দর ভাবে এঁকেছেন। বিষয়টা আমার কাছে একদম ইউনিক লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপু আমি সত্যিই একটু চেষ্টা করেছি ভিন্ন ধরনের ম্যান্ডেলা চিত্রাংকন করার। আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। আরশি আপনি আমার চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করছেন সত্যিই আমি এর জন্য অনেক কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপু এবং ভালো থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

চশমা পরা একটি মেয়ের আর্ট আমার কাছে ভালো লেগেছে আপু। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে। আর্ট সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আর্ট এর প্রতিটি ধাপ অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া এত গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য। এই ধরনের সুন্দর কমেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে। এভাবেই অনুপ্রাণিত করে যাবেন আশা করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

একটি মেয়ের মান্ডালা চশমা পরিধানকৃত চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সত্যিই আপনার চিত্রাংকন গুলো দেখলেই ভালো লাগে। শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে আমি সবসময়ই সুন্দর কাজ গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এবং মুগ্ধ করার মতো কাজ যেন প্রতিবার আপনাদের উপহার দিতে পারি। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 4 years ago 

চশমা পরিধান কয়া অবস্থায় একটি মেয়ের খুব দারুন চিত্র একেছেন আপনি অনেক সুন্দর হয়েছে প্রতিটা ধাপ দারুন করে গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন। কমেন্টটি পড়ে সত্যিই খুব অনুপ্রাণিত হলাম এবং একই সাথে আনন্দ বোধ করছি। সবসময় ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114441.87
ETH 4137.22
USDT 1.00
SBD 0.58