প্রথমবারের মতো প্রচেষ্টা!! রঙিন কাগজের তৈরি তারাঁ নকঁশা

in আমার বাংলা ব্লগ2 months ago

আজ - ৮ই, চৈত্র ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG20230322101959_01.jpg

সুপ্রিয়, আমার বাংলা ব্লগের সকল বন্ধুগণ সবাইকে নতুন ব্লগে স্বাগতম এবং শুভেচ্ছা ও অভিনন্দন ৷ প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷

আমি প্রতিনিয়তই চেষ্টা করি ভিন্নধর্মী কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার ৷ আর সেই ধারাবাহিকতায় প্রতিনিয়ত চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি সৃজনশীল দক্ষতা কাজে লাগিয়ে নিত্য নতুন ব্লগ শেয়ার করা ৷

তবে আজকের ব্লগটি আমার প্রথমবারের মতো আপনাদের মাঝে শেয়ার করছি ৷ আসলে আমি কোন আর্ট বা কোন জিনিস বানানো এসবের প্রতি খুব একটা আগ্রহ প্রকাশ করি না ৷ করি না সেটা বললে হয়তো ভুল হবে আসলে সময়ের ব্যবধানে এসব করা যেন হয়ে ওঠে না ৷ যদিও প্রতিনিয়তই আমি ব্যস্ত সময় অতিবাহিত করি ৷ তাই বাইরের ঘটে যাওয়া ঘটনা কিংবা কোন কিছু কে মাথায় নিয়ে সেসব ঘটনাকে লিখেই বেশি প্রকাশ করি ৷ তবে যেহেতু এখন রোজার মাস মোটামুটি সব কিছুই বন্ধ ৷ তাই এসব দিনে বাড়িতে প্রতিনিয়তই বসে থাকতে হবে বলা যায় বলতে গেলে এ মাসে প্রায় বেশ কিছু সময় অবসর পাওয়া যাবে ৷

তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কিছু আর্ট বানানো এসব ক্রিয়েটিভিটি আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আর সেই মন মানসিকতা নিয়ে আজকে প্রথমবারের মতো রঙ্গিন কাগজে তারা বানানোর প্রচেষ্টা করলাম ৷ জানি না কতটা করতে পেরেছি বা হইছে কিনা সেটাও বেশ সন্দেহ লাগতেছে ৷ যেহেতু নতুন তবুও আপনাদের মাঝে আজকে শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে৷ তবে সবার মন্তব্য উৎসাহ পেলে হয়তো আরো এসব রঙ্গিন কাগজে বানানোর বিভিন্ন আর্ট বা বানানো তৈজপত্র শেয়ার করব এমনটাই আশা প্রত্যাশা রাখি ৷

যাই হোক চলুন দেখে আসি কাগজের তৈরি নকশা কাটিং প্রক্রিয়া ৷

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ
কাঁচি এবং
পেন্সিল এই জয় ৷

কাটিং প্রক্রিয়া


ধাপ-০১

IMG20230322095258_01.jpg

IMG20230322095311_01.jpg

প্রথমত আমি কাগজ টি ১৪ সে.মি x ১৪ সে.মি সাইজে কেটে নিয়েছি ৷



ধাপ-০২

IMG20230322095338_01.jpg

প্রথমে দু-কোন মিলিয়ে একটা ভাঁজ করে নিয়েছি ৷ সমান করে ৷

ধাপ-০৩

IMG20230322095956.jpg

IMG20230322100213.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর সমান করার জন্য৷ কিছু ভাজ করে নিয়েছি৷

ধাপ-০৪

IMG20230322100331.jpg

IMG20230322100547.jpg

এরপর সব ভাজ গুছিয়ে নিয়ে উপরের বারতি যে কাগজটি ছিল সেটাকে কেটে ফেলেছি ৷

ধাপ-০৫

IMG20230322101010_01.jpg

IMG20230322101017_01.jpg

এরপর পেন্সিল দিয়ে নকশা করে নিয়েছি৷ এবং যে দিক দিয়ে নকশা করা করেছি ৷ সে দিক দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ৷

ধাপ-০৬

IMG20230322101245_01.jpg

সর্বোপরি নকশাঁ ডিজাইন অনুযায়ী কেটে নেওয়ার পর ৷ কাগজের ভাঁজ আস্তে আস্তে খুলতে হবে ৷


IMG20230322101321_01.jpg

IMG20230322101402_01.jpg

IMG20230322101443_01.jpg

IMG20230322101746_01.jpg

IMG20230322101758_01.jpg

IMG20230322101959_01.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আর আমার তৈরি কাগজে নকশা কাটিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন ৷ ধন্যবাদ সবাই কে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে পোস্ট টি দেখার জন্য ৷

সর্বোপরি সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ৷ তাহলে উৎসাহ উদ্দীপনা নিয়েই. এসব নকঁশার ডিজাইন আর আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো এমনটাই আশা প্রত্যাশা করি ৷



❤সবাইকে ধন্যবাদ❤

Sort:  
 2 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি তারার ডিজাইন শেয়ার করেছেন ভাইয়া।এই প্রথম আপনি ডাই পোস্ট করেছেন, খুব সুন্দর হয়েছে। আপনি প্রথম হিসেবে খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনার উপস্থাপনা দারুন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

হুম আপু এই প্রথম এ রকম ডিজাইন করেছি ৷ অনেক ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷

 2 months ago 

প্রথমবারের প্রচেষ্টাতেই কিন্তু দারুণ কিছু তৈরি করেছেন। আসলে অবসর সময়ে এই কাজগুলো করতে ভালো লাগে। এখন যেহেতু রমজান মাস চলে এসেছে তাই সবকিছুই বন্ধ। এই সময়টা কাজে লাগিয়ে আমরা সবাই চেষ্টা করব নতুন কিছু তৈরি করতে। সত্যি ভাই আপনার প্রচেষ্টা কিন্তু অনেক সফল হয়েছে। আমার কাছে দারুন লেগেছে।

 2 months ago 

জি আপু অবসর সময়ে এসব ডিজাইন তৈরি করতে বেশ ভালোই লাগছে ৷ আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 months ago 

প্রথম চেষ্টায় বেশ সুন্দর একটি তারার কাটিং করেছিস ৷ রঙিন কাগজের তারাটি দেখতে বেশ ভালোই হয়েছে ৷ প্রথম চেষ্টা মন্দ হয়নি , আমার কাছে বেশ ভালোই লাগলো ৷ প্রক্রিয়া গুলোও ধাপে ধাপে সুন্দর ভাবে শেয়ার করেছিস ৷ ধন্যবাদ তোকে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ৷

 2 months ago 

সুন্দর উৎসাহ মূলক মতামতের জন্য অনেক ধন্যবাদ বন্ধু ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি তারার নকশা তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে এটা। দেখে বোঝা যাচ্ছে না এটা আপনার প্রথমবার। মনে হচ্ছে এর আগে আপনি আরো অনেকবার এই কাজ করেছেন। সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 months ago 

আপু বেশ কয়েকবার বানিয়েছি এরপর চুড়ান্ত ভাবে পোষ্ট শেয়ার করি ৷ অসংখ্য ধন্যবাদ আপু পাশে থাকার জন্য ৷

 2 months ago 

রঙিন কাগজের তৈরি তারাঁ নকঁশা তৈরির দারুন একটা পদ্ধতি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যদিও আপনি এটা প্রথমবার তৈরি করলেন তারপরও এটা দেখতে অনেক ভালো লাগছে। দেখে মনে হচ্ছে যেন আপনি অনেকদিন আগে থেকেই এটা তৈরি করতে অভ্যস্ত।

 2 months ago 

জি প্রথমবার করলাম জানি না কতটা ভালো হয়েছে ৷ তবে মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে ৷

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। প্রথম বার চেষ্টা করে খুবই সুন্দর নকশা তৈরি করেছেন। খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন আপনি রোজার মাসে অবসর সময় পাবেন সে সময় আর্ট এবং রঙিন কাগজের দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সময়টা কাজে লাগাবেন। খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 months ago 

জি আপু ভাবছি এই রোজার মাসে এসব ডিজাইন তৈরি করবো ৷ বাকি টা সময়ের উপর ৷

 2 months ago 

আপনি ঠিক বলছেন রমজান মাসে স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে তাই অনেকটা অবসর সময় পাওয়া যায়। এই অবসর সময়ে যদি ঘরে বসে নিজের ক্রিয়েটিভিটি গুলোকে প্র্যাকটিস করা যায় তাহলে অনেক ভালো হবে। রমজান মাসে আপনি তো অবসর পাবেন কিন্তু আমাদের কাজ অনেক বেড়ে যাবে। আপনার প্রথম প্রচেষ্টা কিন্তু খারাপ হয়নি দেখতে মোটামুটি ঠিক আছে রঙিন কাগজ দিয়ে তৈরি করা তারা নকঁশা।

 2 months ago 

হুম রোমজান মাস মানেই আপনারা ব্যস্ত ৷ তারপরও আমাদের সাথে আছেন এটাই বড় কিছু ৷

 2 months ago 

প্রথমবারের মতো নকশা তৈরি করেছেন জেনে ভালো লাগলো। আসলে চেষ্টা করলে সব কিছু করা সম্ভব। আমার কাছে এই ধরনের নকশা তৈরি করতে অনেক ভালো লাগে।সময় পেলে এগুলো চেষ্টা করি করার জন্য। আপনি নিয়মিত করতে থাকেন দেখবেন খুব সহজেই তৈরি করতে পারবেন।

 2 months ago 

হ্যাঁ এখন থেকে চেষ্টা করবো নিয়মিত বলতে সপ্তাহে একটি করে ডিজাইন শেয়ার করার জন্য ৷

 2 months ago 

এ ধরনের ডিজাইনগুলো তৈরি করতে আমার খুব ইচ্ছে করে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এজন্য করি না। কিন্তু আগামী দিনে আমি চেষ্টা করব কয়েকটি সুন্দর ডিজাইন তৈরি করার জন্য। আপনি নিজেও খুব সুন্দর ভাবে একটি ডিজাইন করেছেন। আপনার ডিজাইনটি বেশ ভালো লেগেছে আমার।

 2 months ago 

শুনে ভালো লাগলো যে আপনিও এরপর কাগজের নকঁশা ডিজাইন শেয়ার করবেন ৷ অবশ্যই দেখার অপেক্ষা ৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.024
BTC 26833.15
ETH 1873.84
USDT 1.00
SBD 2.27