এ সমাজ সোসাইটি পর্ব ০১ .......!!!

in আমার বাংলা ব্লগ3 months ago

stones-1372677_1280.jpg

ছবি এখানে থেকে নেওয়া হয়েছে !!

২০শে ,মার্চ ২০২৩ইং

নমস্কার



হ্যালো, প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ আশা করছি সবারই অনেক ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা থেকে শুরু করছি আমার আজকের ব্লগ ৷ আজকে ব্লগে একটু ভিন্নতা থাকছে যেটি হলো এই সমাজ সোসাইটি নিয়ে৷ সম্পূর্ণ নিজের মনের আবেগ অনুভূতি এবং বাস্তবিক কিছু অভিজ্ঞতাও আপনাদের মাঝে শেয়ার করবো ৷

হয়তো এ কথাগুলো আপনাদের বাস্তব জীবনের সাথে অনেকটাই জড়িয়ে রয়েছে ৷ বিশেষ করে নিম্ন, মধ্যবিত্ত ,পরিবারের প্রতিটি সন্তানের জীবনে তো বটেই ৷

আমরা তো সবাই জানি এই পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য একটি নিজস্ব পরিবার, সমাজ, প্রয়োজন ৷ তবে জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমাজ জীবনে কিছুই দেয় নি ৷ দিয়েছে শুধু হতাশা আর নিরাশা ৷ এ সমাজ আপনার কাছ থেকে শুধু নিতে চাইবে, কিছু দিতে চাইবে না ৷ আর এটাই চরম সত্য আর বাস্তব৷

বিশেষ করে যদি বলি নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতিটি সন্তানের জীবনে নেমে এসেছে ভীষণ হতাশা নিরাশা আর ভেঙ্গে পড়ার মতো বড় বড় ঘটনা ৷ যখন একটা বেকার যুবক চাকরি না পেয়ে বাবা-মা ঘাড়ে বেয়ে বসে থাকে৷ একটি যুবতী মেয়ে বিয়ে হওয়ার পরেও যখন ডিভোর্স হয়ে আবার পুনরায় তার বাবার বাড়িতে ফেরত আসে ৷ এর মত দুঃখজনক আর হতাশা আর কিছুই হতে পারে না৷

আর এসব একজন ডিভোর্স একজন বেকার যুবক ছেলে এগুলো পরিবার সমাজের কাছে একটা বোঝা স্বরূপ৷ অনেক লোকের কটু কথা পিছে লোকের নানারকম কটুক্তি মূলক ভাষা যা আসলে একজন যুবক একজন যুবতী মেয়ের জীবনের আশার আলো টুকু নিভিয়ে দেয়৷

কেন এ সমাজে পরিবার তাদেরকে আপন করে নিতে পারে না ৷ তারা কি পারে না আবার নতুন করে তাদের জীবনের আলোর পথে সুগম করার জন্য৷ কিন্তু না এ সমাজ তোমাকে কিছু করতে দেবে না ৷ দেবে শুধু হতাশা আর সারা জীবনের এক কান্না স্বরূপ৷

প্রিয় বন্ধুরা আপনারা সবাই বলুন তো এসব ঘটনা আমাদের সাথে ঘটছে কি না ৷ এসব বাস্তবিক জীবনের সাথে অনেকটাই মিল হচ্ছে কি না ৷ অনেকে হয়তো বা এসবের সাথে সম্পর্কিত নাও হতে পারে ৷ তবে আমি জোর গলায় বলতে পারি যে যারা এসব ঘটনা চোখে পড়েছে কিংবা যারা এসবের সাথে লড়াই করে জীবনকে টিকিয়ে রেখেছে ৷ একমাত্র তারাই এই কথাগুলোর অনুভূতি বুঝতে পারবে৷

চলবে.........!



সর্বোপরি আজকে এখানেই শেষ করছি ৷ আবারো হাজির হব এ সমাজ সোসাইটি নিয়ে বাস্তবিক কিছু চিত্র এবং জীবনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনাও শেয়ার করবো পরের পর্বে ৷

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrjQand7WCvSMdpkWLGo2HN4r2QTkKn7mf9s1U3ACjE6687rutTzwxcUm1Kw7bR6nn4Asb34a.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

অনেক অনেক ধন্যবাদ আপনাকে, পোস্টটি সময় নিয়ে দেখার জন্য ৷

Sort:  
 3 months ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই, বেকার জীবনটা এবং ডিভোর্স হওয়ার পর বাপের বাড়িতে মেয়েরা এসে থাকার মত বিষয়টা, খুবই হতাশা জন ক। আমাদের সমাজে এই বিষয়গুলো দিয়ে কোন মাথা ব্যাথা থাকে না। বেকারত্ব দূর করতে সমাজ কখনোই চেষ্টা করে না। দ্বিতীয় পর্বে আরো অনেক কিছু জানতে পারবে। আশা করি খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব দেখতে পারবো।

 3 months ago 

জি অনেক সুন্দর কথা বলেছেন ৷ খুব শীর্ঘই পরের পর্ব শেয়ার করবো ৷ অসংখ্য ধন্যবাদ

 3 months ago 

কথাগুলো বাস্তবাদী কথা।একটা ডির্ভোসি মেয়ে জানে সমাজে থাকাটা কত কষ্ট কএকজন বেকার ছেলে জানে সমাজের তারসিল্য।অনেক সময় সমাজের ভয়ে সমাজের কথার ভয়ে আত্মহত্যার চেষ্টা করে।যাই কথাগুলো ভালো লাগলো।ধন্যবাদ

 3 months ago 

হুম আপু এগুলো ঘটনা বা চিত্র আমরা প্রতিনিয়ত দেখছি ৷ যা হোক খুব সুন্দর মতামত দিয়েছেন ৷

 3 months ago 

হ্যাঁ চলবে বন্ধু , পরবর্তী পর্বের অপেক্ষায়..

আসলেই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের সমালোচনা করার জন্য লেগে থাকে ৷ কার মেয়ে কি করতেছে ? কার ছেলে কি করতেছে এ সব নিয়েই তাদের আলোচনা ৷ আর এসবের জন্য অনেক ছেলে মেয়েই পিছিয়ে পড়ে ভালো কিছু করার থেকে ৷ যাই ভালো লাগলো লেখা গুলো পড়ে..ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

 3 months ago 

একদম বন্ধু যর্থাথ ৷ খুব শির্ঘই পরের পর্ব শেয়ার করবো ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.07
JST 0.019
BTC 25546.12
ETH 1753.18
USDT 1.00
SBD 1.99