নার্সারিতে বেড়াতে গিয়ে অভিজ্ঞতা ও আলোকচিত্র || দ্বিতীয় পর্ব|| @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_22-09-10_19-54-34-652.jpg


আজ- ২৯ই ভাদ্র , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||




নমস্কার-আদাব🙏
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্য ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি ৷

আজকেও প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে হাজির হলাম৷ আসলে নতুন ব্লগ বললে হয়তো ভুল হবে আমি গত সপ্তাহে একটি নার্সারি ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করেছিলাম৷ আর আজকে সেই নার্সারিতে কাটানো দ্বিতীয় পর্বটি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷এই মর্মে আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি ৷ ঠিক সেদিন বলেছিলাম যে বর্তমানে সাপ্তাহিক দুই দিন ছুটি হওয়ার কারণে বেশ অলসতা বোধ করছিলাম ৷আর এই অলসতা সময় কাটানোর জন্য গত সপ্তাহের শুক্রবার সেই নার্সারিতে বেড়াতে গিয়েছিলাম৷ আসলে যদি নার্সারি টি খুব বেশি বড় না প্রায় দুই বিঘা জমির উপর ৷তবে চার দিকটা না প্রজাতির নানা রঙের নানা রকমের গাছ ছাড়া ফুল বলতে গেলে নার্সারিতে চার দিকটা ভরপুর ৷আর নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালা ফুল দেখতে খুব ভালই লাগে৷ তো চলুন বন্ধুরা আমার আজকে দ্বিতীয় পর্বের উপস্থাপন দেখে আছি৷

আলোকচিত্র

IMG20220907181158_01.jpg

Picsart_22-09-16_19-18-13-436.jpg

Picsart_22-09-16_19-16-37-299.jpg

Picsart_22-09-16_19-13-08-001.jpg

উপরে যে ফটোগুলো দেখতে চারটি ফটো এর মধ্যে একটি টিউবওয়েল যেটা দিয়ে নার্সারিতে পানি দেওয়া হয় ৷ আবার একটি প্লাস্টিক মোড়ানো ঘর যেখানে নানা ধরনের নানা প্রজাতির গাছের টোপ করা হয় ৷অর্থাৎ মাটির বানানো হাড়ি বা প্লাস্টিকের কোন জাতীয় পাত্রে বিজ বপন করা হয়৷ আর একটা পর্যায়ে বীজ থেকে চারা গজায় ৷ যেমনটা শেষের ছবিটি দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন৷ আবার কিছু জায়গায় নানা প্রজাতির আমের চারা গাছ যেগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে ৷আসলে বর্তমান দেশি আমের চেয়ে জ্বালানি আমি সংখ্যায় বেশি ৷যেমনটা বলতে গেলে আমি একটি আমের নাম শুনেছি হাড়িভাঙ্গা আম বলে ৷এই আমটি বেশ বড় এক একটি আম না কী এক কেজি প্রায়৷

আসলে মাঝে মাঝে ভাবি যে প্রকৃতি এত কেন সুন্দর ৷চারদিকে কত কিছু গাছপালা পশুপাখি সবমিলিয়েই আমাদের এই পরিবেশটি আছে বলেই হয়তো আমাদের এই মানবজীব বেঁচে আছে৷ যেখানে এই গাছপালা না থাকলে আমার অক্সিজেন নিতে পারতাম না বৃষ্টি হতো না যদিও বলতে গেলে প্রায় আগে তুলনায় তেমন এখন আর বৃষ্টি হয় না৷ তাই আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো৷

IMG20220907181208_01.jpg

IMG20220907181602.jpg

IMG20220907181309_01.jpg

IMG20220907181608_01.jpg

IMG20220907181216_01.jpg
এছাড়া নার্সারির গাছপালা আপনার ছবিগুলোতে দেখতে পারছেন কিছু পাতা বাহারি গাছ৷
পাতাগুলোতে বেশ দেখতে নারকমের রঙ৷ আবার মাটির হাঁড়িতে লাগানো একটি চারা যদিও আমি সেটার নাম জানিনা৷ এ ব্যক্তি সাদা ফুলের গাছ দেখতে বেশ চমৎকার ছিল৷ যাহোকচার দেখি নানান ধরনের ফটোগ্রাফি করতে করতে আমার ফোনের মেমোরি ভুল হয়ে গেছে৷
তবু আবার চেষ্টা করে কিছু জিনিস ডিলিট করে নতুন করে আবার কিছু ফটোগ্রাফি করেছি৷ যেমনটা কিছু ফুলের নাম যদিও আমি জানিনা তবে চেষ্টা করেছি নামগুলো জানাবার ৷ এরপর সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফি আবার কিছু গোলাপ ফুলের সবমিলে নানা ধরনের ফুল গাছপালা সবগুলো বে চমৎকার এবং সুন্দর একটি সময় কেটেছিলাম সেই বিকেল বেলা৷ আমার সাথে ছিল আমার এক কাকা তো ভাই৷ বড় ভাইকেও আমার সঙ্গে নিয়ে গেছিলাম সে নার্সারিতে দেখার জন্য৷
নিচে আরও কিছু আলোকচিত্র৷

IMG20220907181947_01.jpg

IMG20220907181805_01.jpg

IMG20220907181549_01.jpg

IMG20220907182034_01.jpg

IMG20220907182029_01.jpg

IMG20220907181817_01.jpg

IMG20220907181716_01.jpg

IMG20220907181932_01.jpg

যাই হোক বন্ধুরা আজকের মতো আমার নার্সারিতে বেড়াতে গিয়ে দ্বিতীয় পর্বের ব্লগ এতটুকুই ৷আশা করছি আপনাদের সবার ভালো লাগবে ৷ এমনকি দ্বিতীয় পর্ব দেখে অবশ্যই আপনাদের মতামত পেতে চাই যে আসলে নার্সারিতে কাটানো মুহূর্তটি ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ঠিক কি রকম লেগেছে৷ ৷আজকের মত আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷

আর হ্যাঁ আশা করছি সবার ভালো লাগবে৷ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারো হাজির হবো কোন একটি নতুন ইউনিট ব্লগ নিয়ে৷ সেই আশা প্রত্যাশা রেখে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি৲৷

ভুল ত্রুটি মার্জনীয়

@gopiray

কমিউনিটি আমার বাংলা ব্লগ
-----
ফটোগ্রাফার@gopiray
লোকেশনhttps://w3w.co/

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

সবাইকে ধন্যবাদ


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
Loading...
 2 years ago 

খুব সুন্দর ভাবে আপনি নার্সারীর ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া খুবই ভাল লাগলো দেখে। এমন পরিবেশে ঘুরতে গেলে মনটা এমনিতেই ভাল হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু গুছিয়ে আপনার মনের কথা গুলো বলার জন্য

 2 years ago 

নার্সারি ছোট হোক বা বড় গাছের ফলন দেখতে বেশ ভালো লাগে ।আপনি যে হাড়ি ভাঙ্গা আমের কথা বলেছেন সেই আম খেতে কিন্তু বেশ মজার।যদিও প্রায় এক কেজি আকারের আম খাওয়া হয়নি তবে হাড়িভাঙ্গা প্রতি বছরই খাওয়া হয় ।আপনি যে বললেন মাটির হাঁড়িতে রোপন করা এই গাছটির কথা,, আমার মনে হয় এটি ক্যাকটাস ।এর পাশাপাশি না বললেই নয় ,এই বছর বর্ষাকালটা বৃষ্টিহীনভাবেই যেন চলে গেল। যাইহোক পুরো ব্লগটা খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু
নার্সারি ছোট হোক বা বড় গাছের ফলন দেখতে বেশ ভালো লাগে ।আপনি হাড়ি ভাঙ্গা আম খেয়েছেন ৷শুনে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

আজ কি সবুজকে ক্যামেরা বন্দী করার কম্পিটিশন চলছে নাকি? এই নিয়ে ৩-৪ জন কে দেখলাম সবুজ কে ক্যামেরা বন্দী করেছেন। আপনার প্রতিটি ছবিই আমআর মত যে কোন প্রকৃতি প্রেমীর কাছে পছন্দের হবে। আমারও ভালো লেগেছে। তবে একটা কথা বলতে চাই যখনই গাছ পালা বা ফুল ফলের ছবি তুলবেন, চেষ্টা করবেন অ্যাবস্ট্রাক্ট ছবি তুলতে। আরো আকর্ষণীয় হবে বিষয়টা। ধন্যবাদ।

 2 years ago 

জি দিদি অ্যাবস্ট্রাক্ট ছবি তুলতে চেষ্টা করবো ৷খুব সুন্দর উপদেশ দেওযার জন্য অসংখ্য ধন্যবাদ ৷

 2 years ago 

ঘোরার মত একটা ভালো জায়গা পেয়েছেন বটে, সত্যিই তে গেলে ফুল আর বিভিন্ন রকম গাছের সমাহারে মনটা ভরে ওঠে খুব। একই সাথে আপনি ফটোগ্রাফি গুলো কিন্তু ভালই তুলেছেন। নার্সারীর ফটোগ্রাফি দেখে সত্যি মনটা ভালো হলো।

 2 years ago 

জি দাদা নার্সারীতে গেলে আমার অনেক ভালো লাগে ৷বিভিন্ন জাতের ফুল ফল নানা প্রজাতির গাছ দেখে অনেক ভালো লাগে৷

 2 years ago 

প্রকৃতির সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। এর আগে আমিও এরকম একটা বড় নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। উপরে দেখতে পেলাম একটা টিউবওয়েল যার মাধ্যমে গাছে পানি দেয়। অনেক সুন্দর সুন্দর কিছু গাছের ছবিও দিয়েছেন। এছাড়াও অনেক সুন্দর ফুলেরও ফটোগ্রাফি করেছেন। বেশ ভালই লেগেছে।

 2 years ago 

বিকেল বেলা খুব সুন্দর সময় কাটিয়েছি ৷যে টিউবওয়েল দেখতে পাচ্ছেন ৷এটা দিয়ে গাছে পানি দেয় ৷

 2 years ago 

আপনি খুব সুন্দর করে নার্সারিতে ঘুরাঘুরি আলোকচিত্রা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। নার্সারিতে ঘুরার দ্বিতীয় পর্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলেছেন ছুটির দিন খুব অলসতা কাম করে। তবে অনেক সুন্দর ফুলের এবং অনেক ধরনের চারা গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

হুম আপু ছুটির দিন অলসতা কাটানোর জন্যই তো নার্সারী গেছিলাম ৷ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে খুশি হলাম ৷

 2 years ago 

স্কুল বাগানে ফুল গাছের চারা রোপনের জন্য কিছু চারা ক্রয় করতে আমরা নার্সারিতে গিয়েছিলাম কিছুটা দিন আগে। সেখান থেকে নাম জানা অজানা অনেক ফুলের গাছ কিনে এনেছিলাম এবং লাগানো হয়ে গেছে। তাই একটু বেশি ভালো লাগলো আপনার নার্সারীর এই ভ্রমণটা দেখে আর বর্ণনা পড়ে।

 2 years ago 

তাই না কি ভাই আপনি চারা গাছ ক্রয় করে আপনার নার্সারী তে লাগিয়েছেন ৷শুনে অনেক ভালো লাগলো ৷আশা করি আপনার নার্সারী খুব তারাতারি হোক ৷তারপর একদিন আপনার পোষ্টে দেখবো

It's true what you said, Nature and its contents and what has been around us today so we should be grateful to the Creator. Thank you for sharing this inspiring article, friends.


Imagen2.png
CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @ridwant

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63438.65
ETH 2632.46
USDT 1.00
SBD 2.75