সমস্যা সমাধানে যখন ৷৷দুর্নীতি ৷৷ @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ- ৪ই আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||



নমস্কার-আদাব🙏

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি
আমার বাংলা ব্লগ এর এপার ওপার সকল সদস্য ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই ভাল আছেন। আমি ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি ৷ ভালো আছি বলতে গেলে হয়তো ভুল হবে কারণ বিগত বেশ কয়েকদিন এই অসুস্থতায় ভুগছি তুই বলতে গেলে আগের চেয়ে অনেকটাই এখন সুস্থতা বোধ করছি৷

বর্তমান মানুষ জাতি হয়ে গেছে রাক্ষস জাতি৷ মানুষের যদি সেই রাক্ষসের মত বড় বড় নখ বড় থাকতো তাহলে এরা মানুষকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো ৷ ভাগ্যিস মানুষের সে রকম বড় বড় নখ বড় বড় দাঁত ভয়ংকর কোনো রূপ দেইনি৷ তবে এদের এই সুন্দর রূপের ভিতরে লুকিয়ে থাকা যে রাক্ষস জাতি বাস করে৷ তা হয়তো আপনারা সবাই বুঝে গেছেন আমি কি বুঝাতে চাচ্ছি৷
এখন বর্তমানে মানুষ আর সেই মানুষ নাই মানুষ হয়ে গেছে দানবের সমান ৷ বলতে গেলে কে কাকে খাবে কে কাকে ধরবে এ নিয়েই বর্তমান প্রেক্ষাপট৷ বর্তমান মানুষ উপকারের চেয়ে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য বেশি প্রস্তুত থাকে৷ আর বর্তমানে এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে কেউ কারো ভালো চায় না সব সময় মন্দটাই চায়৷ তাবে বিশেষ করে বর্তমান রাজনীতি৷ রাজনীতির মাঝে যত বড় বড় দুর্নীতি এখানে কারো কিছু করার নেই বলার নেই ৷সবাই নিরুপায় শুধু মুখ বুজে সহ্য করা ছাড়া এখানে আর কিছু করার নেই৷

দুনিয়াটা চারদিকে দুর্নীতিতে ভরে গেছে শুধু দুর্নীতি বললে হয়তো ভুল হবে এর চেয়ে আরো যদি বড় কিছু চেয়ে থাকি তবে সেটাই৷ প্রতি জায়গায় বর্তমান মানুষ দুর্নীতির শিকার হয়রানির শিকার৷ আচ্ছা এজন্য কি একটি দেশ একটি সার্বভৌমত্ব নিজ স্বাধীনতা এসব কারণে কি একটি দেশ স্বাধীন হয়েছিল৷
ও আচ্ছা যাই হোক কথা তো অনেক হলো এবার আসি আমার মূল বিষয়ে৷

IMG20220918115529.jpg
লোকেশন

গত চার পাঁচ দিন ধরে কিন্তু শরীরের অসুস্থতার৷ তার উপরে কিছু ঝামেলা সব মিলে খুব বিরক্তিকর অবস্থায় পড়েছি ওই যে কথা বলে না যে সমস্যা হীন পৃথিবী হয় না৷ সমস্যা থাকবেই আর এই সমস্যা কে নিয়ে বাঁচতে হবে ৷ কিন্তু মাঝে মাঝে আবার এই ছোট্ট সমস্যাটুকু নিয়ে কখনো কোন কিছুতে এগিয়ে যাওয়া যায় না৷
ঠিক তেমনি আমার ছোট্ট একটু সমস্যা আর এই সমস্যা থেকে সমাধান করার জন্য প্রায় চার পাঁচ দিন ধরে ঘুরছি ৷ যাইহোক আপনারা হয়তোবা ভালোভাবে বুঝতে পারেননি৷
আসলে আমার জন্ম সনদের নাম আর তার সাথে সার্টিফিকেটের নাম কিছুটা তারতর্ম রয়েছে৷ আর যদি কোন জায়গায় চাকরি বা কোন কিছু এপ্লাই করতে চাই৷তাহলে সব কিছু ঠিক থাকাটা গুরুত্বপূর্ণ৷ আর তাই এই সমস্যা সমাধানের জন্যই গিয়েছিলাম আমার ইউনিয়ন পরিষদে ৷যেখানে এলাকার মানুষের এসব সমস্যা জন্যই তো ইউনিয়ন পরিষদ৷কিন্তু যা অবস্থা তাতে আমি নিজে খুব অতিষ্ট ৷
সরকার কেন ধাপে ধাপে দেশকে পরিচালনা করার জন্য গ্রাম পর্যায়ে থেকে শহর পযন্ত ধাপে ধাপে স্তর হিসেবে বিভিন্ন পদে নির্বাচিত করেছেন ৷যেমন ইউনিয়ন পরিষদ এছাড়াও পৌরসভা বা সিটি কর্পোরেশন বিভিন্ন ধাপে ভাগ করেছেন৷
যেন জনগণের কাছে সেই সুযোগ-সুবিধা সেবা টুকু পৌঁছে দিতে পারে ৷কিন্তু আমরা সেটা কি ন্যায্য বা সঠিক কাজটুকু অসুবিধাটুকু পাচ্ছি ৷ এরকম যদি সবাই হতে বুঝে গেছেন ৷

IMG20220918122517_01.jpg
লোকেশন

যাই হোক সকাল সকাল ইউনিয়ন পরিষদে গেলাম ৷গিয়ে সবকিছু খুলে বললাম আমার সমস্যার কথা৷ কিন্তু তারপর হলো একে বিশাল ঘটনা৷ তারপর এই সমস্যা ঠিক করার জন্য কি কি কাগজপত্র লাগবে৷ তা সবকিছু জোগাড় করে আবার গেলাম৷

তখন না কি টাকা লাগবে ২০০০ টাকা ৷আমার তো মাথা ঘুরে গেলো এতো টাকা কেনো ৷তারপর তারা বলতেছে ভাই অযথা কথা বলবেন না ৷টাকা দেন না হলে চলে চান ৷এক পর্যায়ে হালকা একটু কথা কাটা কাটি ৷যাই হোক ১৫০০ টাকা দিলাম বসে আছি আছি প্রায় এক ঘন্টা ৷কিন্তু সমস্যা সমাধান নেই ৷এক পর্যায়ে বললো কাল আজ হবে না ৷তখন আমিও চলে গেলাম আবার তারপরের দিন গেলাম ৷ওই একি বললো দেরি হবে৷ কিন্তু দুঃখের বিষয় আজ থেকে প্রায় চার দিন হয়ে গেল একই অবস্থা ৷ কবে দিবে না দিবে তার কোন নিশ্চয়তা নেই শুধু আসা আর যাওয়া ঘোরাঘুরি আর হয়রানির শিকার৷ কথা বললে তাদেরই উল্টোপাল্টা কথা৷ এক পর্যায়ে ঠিক করছে কিন্তু তা আসল নয় বলতে গেলে সেটা ডিজিটাল বা নিবন্ধন হয়নি৷ তারা নকল করে জালিয়াতি করে এসব কাগজপত্র দিয়েছে ৷
আর এখন আবার টাকা খরচ করে নতুন করে করতে হবে৷
এভাবে আমাদের সাথে প্রতিনিয়ত এসব ঘটনা ঘটে চলেছে৷এরা মানুষ নয় বাটপার এভাবে প্রতিনিধিত্ব মানুষকে হয়রানীর স্বীকার করাচ্ছে ৷
জানিনা কত দিন আমাকে এভাবে হয়রানির শিকার হতে হবে ৷

IMG20220919130224_01.jpg
লোকেশন

আজ এই হলো বর্তমান পরিস্থিতি এখানে শুধু আসলের যে নকলের কারবার বেশি ৷ আর প্রতিনিয়ত এসব জালিয়াতি আমাদের কাছে ঘটে যাচ্ছে৷ কিন্তু আমি বা আমরা এখানে কেউ কিছু করতে পারছি না ৷শুধু মুখ বুঝে সহ্য করা ছাড়া আর কিছু করার নাই ৷ বর্তমান হয়ে দাঁড়িয়েছে মামা খালুর সম্পর্ক৷ মামা খালু ছাড়া কোন কিছু হয় না বর্তমান পরিস্থিতি৷

যা হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে এখানেই শেষ করছি৷

সমাপ্ত

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

@gopiray

সবাইকে ধন্যবাদ



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি সমাজের বাস্তব কিছু কথা এখানে তুলে ধরেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এসব দুর্নীতিবাজ আমাদের সাথে আশেপাশে অহরহ হচ্ছে। যা দেখেও আমরা কিছু করতে পারছি না যারা প্রতিবাদ করছে তারাই অপরাধী। ঠিক বলেছেন মামা খালু ছাড়া এখন আর কোন কাজ সম্পন্ন হয় না। অথবা বিরাট অংকের টাকার প্রয়োজন হয়। ভাইয়া আশা করছি আপনি খুব শীঘ্রই আপনার এসব কাগজপত্র ঠিক করতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দুনিয়াটা দূর্নীতিতে ভরা ৷এখানে কিছু করার নাই

 2 years ago 

একদমই ঠিক বলেছেন। মানুষ মানুষককে শারিরীক ভাবে না খেলেও আর্থিক ভাবে, মানসিক ভাবে খেয়ে চলেছে। সারা বিশ্ব জুড়ে একই নীতি চলছে "ফেলো কড়ি, মাখো তেল।" আশা করব আপনি খুব তাড়াতাড়ি আপনার ডকুমেন্ট ফেরৎ পাবেন।

 2 years ago 

জি দিদি ঠিক বলেছেন ৷
ধন্যবাদ গুছিয়ে কথা বলার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64271.38
ETH 3157.43
USDT 1.00
SBD 4.25