বাড়ি হলো প্রধান আশ্রয়স্থল দিদি ৷ মনে হয় দীর্ঘদিন পর গ্রামের বাড়ি আসলেন ৷ আসলে গ্রামের বাড়ি মানেই হলো গোটা একটা পরিবার ৷ মা,বাবা ,কাকা,কাকি কিংবা আরো অনেক জন ৷ তাদের সবার সাথে এক ছাদে বাস করা সত্যি অনেক ভালো লাগে ৷ কিন্তু জীবন জীবিকা তাগিদে গ্রামের বাড়ি ছেড়ে যেতে হয় ৷ তবে পূজা-পার্বন বা বিভিন্ন অনুষ্ঠানে আবার একত্রিত সত্যি এটাই জীবন ৷ আসলে দিনশেষ পরিবার পরিজন জীবনের অংশ ৷ ভালো লাগলো ব্লগটি পড়ে ৷
ঠিক বলেছো ভাই,দিন শেষে পরিবার পরিজন জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে।সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।