You are viewing a single comment's thread from:
RE: জনতা আগুন নেভানোর বাঁধা বলছে অগ্নিনির্বাপক বাহিনী|| পুড়ে ছাই হলো হাজারো মানুষের স্বপ্ন।
বঙ্গবাজারে আগুন লাগার ঘটনাটি আমি দুপুরের পর জানতে পারলাম ৷ তবে এ বঙ্গবাজার অনেকটা ভয়াবহ বা হুমকি তে সেটা অনেক আগেই ফায়ার সার্ভিস এর মহা পরিচালক বলেছিল ৷ কিন্তু এর প্রতি কোনো পদক্ষেপ নেয় নি কেউ ৷ পৌরসভার মেয়োর সহ ৷ আর যার ফল আজ হচ্ছে ৷ এইরকম ঘটনা দেশের জন্য একটা বড় অর্থনৈতিক হ্রাস ফেলবে ৷
তবে ঢাকা শহর কেনো যেন এসবের ঘটনা প্রতিনিয়ত ঘটছে৷
আমাদের দেশের জন্য এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। কেউ কোন কিছুর তোয়াক্কা করে না। এরপর বিপর্যয় নেমে আসে।