শুভ নবান্ন সজিব দাদা ৷ হুম আজকে প্রায় বিলুপ্ত হতে চলেছে ৷ তবে আমাদের সনাতন ধর্মীয় মানুষেরা এ নিয়ম কানুন মেনে চলে ৷ যেমন আমরাও প্রতিবছর ধান কাটা শেষ করে ৷ বাড়িতে বড় পুজোর আয়োজন করি ৷ পায়েস ক্ষির ভোক প্রসাদ ঠাকুরকে নিবেদন করি ৷ এছাড়া পূর্বপুরুষদের উদ্যেশে দেওয়া হয় ৷ তবে আমাদের এখনো নতুন ধান বাড়ি আনে নি৷ আনলে আমরাও নবান্ন উৎসব করবো ৷ সেদিন আমিও ব্লগ লিখবো ৷
শুনে অনেক ভালো লাগলো যে আপনাদের বাড়িতে নবান্ন উৎসব হচ্ছে ৷
শুনে খুব খুশি হলাম রে ভাই। আসলে এটা আমাদের ঐতিহ্য। বাঙ্গালীর গর্ব। অতীত ভুলতে বসেছি বলেই আজ আমাদের এই বেহাল অবস্থা। যাই হোক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।