RE: আগন্তুক || @shy-fox 10% beneficiary
শুভ দা প্রথমে আপনাকে একটি কথা বলতে চাই যেটা হলো আপনি যে দোকানের পাশে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন৷ যে ব্যক্তিটি আপনাকে বলেছে ভালো আছেন সে নিশ্চয়ই পাগল৷ যদিও বলাটা ঠিক হচ্ছে না তবে আর কি আমরা তো সবাই পাগল ৷তবে আর কি একটু অবাক লাগছিল যে মানুষগুলো ভালোর অভিনয় করে থাকে৷ সেগুলো তো কোনদিনও বলে না পাশে থাকা মানুষ গুলো কেমন. আছে৲৷ আর যে ব্যক্তি টা কিনা ভবঘুরে একজন চিনি না জানিনা ও সেই ভবঘুরে ব্যক্তি বলল ভাইজান কেমন আছেন ৷ তাহলে মানুষ জাত আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷ যেখানে বর্তমান কেউ কারো সুখ দুঃখের কথাতো দূরের কথা পাশে এসে একটুখানি কথা বলার সময় দেয় না ৷
তাহলে দিনশেষে আসল মানুষ কে সেই ভবঘুরে মানুষটিই৷
আর সত্যি বলতে আপনার লেখা প্রতিটি কথা
গুলোতে ছিল গভীর গভীর থেকে লুকিয়ে থাকা কিছু কথা ৷ যা আসলে মন থেকে উপলব্ধি করতে পারলেও সেটাকে প্রকাশ করা যেন কষ্টসাধ্য লাগে৷
এমনটাই তো আমিও ভাবি ভাই । ভালো লাগলো আপনার মন্তব্যটা ।