You are viewing a single comment's thread from:

RE: কবিতা || স্বরচিত কবিতা - " ঠকেও জিতে যাওয়া "।

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রথমেই আপনাকে ধন্যবাদ না জানিয়ে আর পারছি না৷ কারণ আজকে টপিকটা আপনি সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ৷ বর্তমানে আমাদের সমাজে প্রায় মানুষকে দেখা যায় একে অপরের ঠকিয়ে ছল কিংবা যে কোন বিনিময়ে অন্য কাউকে ঠকিয়ে নেওয়া৷ আসলে এটা চালাকি বটে কিন্তু সে চালাকিটা আসলেই কি তে জিতে গেছে৷ এ প্রশ্নটা আমার ও??
জিতেছে ঠিকই কিন্তু সে বিশ্বাস রাখতে পারেনি৷ কারণ যে মানুষ ঠকেছে সে মানুষটি তাকে বিশ্বাস করেছিল৷ কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা জিতে যাওয়া লোকটি দিতে পারেনি৷ এটা বিশ্বাস করি যে কে ঠকিয়েছে বা যে জিতেছে সেটা বড় বিষয় নয় ৷সবার উপরে তো একজন আছে৷ ঈশ্বর বলেন বা আল্লাহ বলেন তিনি তো সবই দেখছেন৷
সব মিলে খুব চমৎকার কবিতা শেয়ার করেছেন ৷

Sort:  
 2 years ago 

হ্যা ওটাই সৃষ্টিকর্তা সব ই দেখছেন আসলে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65