You are viewing a single comment's thread from:

RE: টাইম ম্যানেজমেন্ট ⌛

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাই আপনার পোষ্টটি পড়ে একটি গান মনে পড়ছে ৷

সময় গেলে সাধান হবে না!!!

যাই হোক সময় হলো আমার মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক ৷জন্ম থেকে শুরু করে জীবনের শেষ অন্তিম সময় পযন্ত একেক সময় ৷
যে সময়কে কাজে লাগাতে পেরেছে সে ব্যক্তি সফল ৷
আপনি প্রথম লাইনে খুব চমৎকার একটি কথা বলেছেন ৷যেখানে

এক ব্যক্তি গৌতম বুদ্ধ কে জিজ্ঞাসা করেছিল, মানুষের সবচেয়ে বড় ভুল ধারনা কি? বৌদ্ধ হেসে উত্তর দিয়েছিল যে তাদের হাতে সময় আছে ৷

এ কথাটার সঙ্গে আমি একমত পোষন করছি ৷আমাদের মানব জাতি এই কাজটাই করে বসে থাকে ৷তারা মনে করে তাদের হাতে সময় আছে ৷
যেমন::আমিই একটা নিজেই উদাহরন কয়েকদিন আগে যখন আমি ভেরিফাইড হলাম ৷প্রায় তিন সপ্তাহে সুপার একটিভ লিস্টে ছিলাম না ৷পোষ্ট করবো করবো কমেন্ট করবো করবো এমন একটা মনোভাব ছিল ৷কিন্তু না পরে নিজের মনকে নিজে নিজে প্রশ্ন করলাম এভাবে অলস আর কতদিন ৷
যাই হোক এই ধারনা কেটে এখন অনকেটাই ভালো ৷সময়ের কাজ করা চেষ্টা ৷
ভালো ছিল পোষ্টটি ভাই অসংখ্য ধন্যবাদ ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90